Cheteshwar Pujara’s 100th Test: সানি দিলেন স্মারক, সতীর্থরা গার্ড অফ অনার দিয়ে সম্বর্ধনা জানাল পূজারাকে

IND vs AUS, BGT 2023: দিল্লিতে কেরিয়ারের শততম টেস্ট ম্যাচে খেলতে নেমেছেন ভারতীয় সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার আগে কিংবদন্তি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) হাত থেকে স্মারক পেয়েছেন পূজারা। সতীর্থরা গার্ড অফ অনার দিয়ে সম্বর্ধনা জানিয়েছেন ১০০তম টেস্ট খেলতে নামা পূজারাকে।

| Edited By: | Updated on: Feb 17, 2023 | 2:55 PM
আজ টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) ক্রিকেট কেরিয়ারের এক বিশেষ দিন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেরিয়ারের শততম টেস্ট (100th Test) খেলতে নেমেছেন চেতেশ্বর পূজারা। (ছবি-এএফপি)

আজ টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) ক্রিকেট কেরিয়ারের এক বিশেষ দিন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেরিয়ারের শততম টেস্ট (100th Test) খেলতে নেমেছেন চেতেশ্বর পূজারা। (ছবি-এএফপি)

1 / 8
কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে নামার আগে চেতেশ্বর পূজারা কিংবদন্তি সুনীল গাভাসকরের হাত থেকে বিশেষ স্মারক পেয়েছেন। (ছবি-এএফপি)

কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে নামার আগে চেতেশ্বর পূজারা কিংবদন্তি সুনীল গাভাসকরের হাত থেকে বিশেষ স্মারক পেয়েছেন। (ছবি-এএফপি)

2 / 8
১৩তম ভারতীয় ক্রিকেটার হিসেবে চেতেশ্বর পূজারা ১০০তম টেস্ট খেলার কীর্তি অর্জন করলেন। বিশেষ দিনে সতীর্থদের পাশাপাশি পূজারার পুরো পরিবার মাঠে হাজির ছিল। (ছবি-পিটিআই)

১৩তম ভারতীয় ক্রিকেটার হিসেবে চেতেশ্বর পূজারা ১০০তম টেস্ট খেলার কীর্তি অর্জন করলেন। বিশেষ দিনে সতীর্থদের পাশাপাশি পূজারার পুরো পরিবার মাঠে হাজির ছিল। (ছবি-পিটিআই)

3 / 8
চেতেশ্বর পূজারার ১০০তম টেস্ট ম্যাচের আগে তাঁর পাশে মাঠে উপস্থিত ছিলেন তাঁর বাবা অরবিন্দ পূজারা, স্ত্রী পূজা ও মেয়ে অদিতি। (ছবি-এএফপি)

চেতেশ্বর পূজারার ১০০তম টেস্ট ম্যাচের আগে তাঁর পাশে মাঠে উপস্থিত ছিলেন তাঁর বাবা অরবিন্দ পূজারা, স্ত্রী পূজা ও মেয়ে অদিতি। (ছবি-এএফপি)

4 / 8
চেতেশ্বর পূজারার স্ত্রী পূজা সোশ্যাল মিডিয়ায় স্বামীর বিশেষ ম্যাচে নামার আগে স্মারকসহ ছবি শেয়ার করে লিখেছেন, "চেতেশ্বর পূজারা তুমি আজ যেখানে পৌঁছেছো, তার জন্য নিশ্চিত তোমার মা গর্ববোধ করবেন। তিনি আরও খুশি হবেন, যে তুমি দেশকে ও দলকে সব সময় এগিয়ে রাখো। আজ তো বটেই, সব সময় তোমার জন্য গর্ববোধ করি।" (ছবি-পূজা পাবরি ইন্সটগ্রাম)

চেতেশ্বর পূজারার স্ত্রী পূজা সোশ্যাল মিডিয়ায় স্বামীর বিশেষ ম্যাচে নামার আগে স্মারকসহ ছবি শেয়ার করে লিখেছেন, "চেতেশ্বর পূজারা তুমি আজ যেখানে পৌঁছেছো, তার জন্য নিশ্চিত তোমার মা গর্ববোধ করবেন। তিনি আরও খুশি হবেন, যে তুমি দেশকে ও দলকে সব সময় এগিয়ে রাখো। আজ তো বটেই, সব সময় তোমার জন্য গর্ববোধ করি।" (ছবি-পূজা পাবরি ইন্সটগ্রাম)

5 / 8
শততম টেস্ট খেলতে নামা চেতেশ্বর পূজারাকে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা গার্ড অফ অনার দিয়ে সম্মান জানিয়েছে। (ছবি-এএফপি)

শততম টেস্ট খেলতে নামা চেতেশ্বর পূজারাকে ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা গার্ড অফ অনার দিয়ে সম্মান জানিয়েছে। (ছবি-এএফপি)

6 / 8
পূজারার হাতে স্মারক তুলে দেওয়ার সময় গাভাসকর বলেন, "১০০ টি টেস্ট ম্যাচে খেলার জন্য অনেক আত্মত্যাগ করতে হয়। অনেক লড়াই এবং পরিশ্রম করতে হয়। তুমি সকলকে গর্বিত করেছো। অনেক কঠিন পরিস্থিতিতেও তুমি লড়াই চালিয়ে গিয়েছিলে। এই নিয়ে তুমি ১৩ তম ক্রিকেটার যে ভারতের হয়ে শততম টেস্ট খেলতে নামবে। কেউ নিজের শততম টেস্টে শতরান করেনি। তোমাকে এমন একটা বিশেষ ম্যাচে শতরান করতেই হবে।" (ছবি-এএফপি)

পূজারার হাতে স্মারক তুলে দেওয়ার সময় গাভাসকর বলেন, "১০০ টি টেস্ট ম্যাচে খেলার জন্য অনেক আত্মত্যাগ করতে হয়। অনেক লড়াই এবং পরিশ্রম করতে হয়। তুমি সকলকে গর্বিত করেছো। অনেক কঠিন পরিস্থিতিতেও তুমি লড়াই চালিয়ে গিয়েছিলে। এই নিয়ে তুমি ১৩ তম ক্রিকেটার যে ভারতের হয়ে শততম টেস্ট খেলতে নামবে। কেউ নিজের শততম টেস্টে শতরান করেনি। তোমাকে এমন একটা বিশেষ ম্যাচে শতরান করতেই হবে।" (ছবি-এএফপি)

7 / 8
সানির হাত থেকে বিশেষ স্মারক নেওয়ার আগে পূজারা বলেন, "ধন্যবাদ সানি ভাই। আপনার কাছ থেকে স্মারক গ্রহণ করাটা আমার কাছে সম্মানের ব্যাপার। এই সম্মান আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। ছেলেবেলা থেকেই আমি ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। তবে ১০০তম টেস্ট খেলতে পারব, সেটা আমি স্বপ্নেও ভাবিনি। জীবন ও টেস্ট ক্রিকেটের সঙ্গে অনেক মিল রয়েছে। দু'টি ক্ষেত্রেই অনেক ওঠা নামা দেখতে হয়। আর ওই কঠিন সময়গুলোকে কাটিয়ে দিতে পারলেই শীর্ষে ওঠা সম্ভব। আর সেটা করতে পেরেছি বলেই ভালো লাগছে। এই দীর্ঘ পথচলায় আমার পাশে থাকার জন্য বিসিসিআই, দলের সকল সতীর্থ ও সাপোর্ট স্টাফদের অনেক অনেক ধন্যবাদ।" (ছবি-এএফপি)

সানির হাত থেকে বিশেষ স্মারক নেওয়ার আগে পূজারা বলেন, "ধন্যবাদ সানি ভাই। আপনার কাছ থেকে স্মারক গ্রহণ করাটা আমার কাছে সম্মানের ব্যাপার। এই সম্মান আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। ছেলেবেলা থেকেই আমি ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। তবে ১০০তম টেস্ট খেলতে পারব, সেটা আমি স্বপ্নেও ভাবিনি। জীবন ও টেস্ট ক্রিকেটের সঙ্গে অনেক মিল রয়েছে। দু'টি ক্ষেত্রেই অনেক ওঠা নামা দেখতে হয়। আর ওই কঠিন সময়গুলোকে কাটিয়ে দিতে পারলেই শীর্ষে ওঠা সম্ভব। আর সেটা করতে পেরেছি বলেই ভালো লাগছে। এই দীর্ঘ পথচলায় আমার পাশে থাকার জন্য বিসিসিআই, দলের সকল সতীর্থ ও সাপোর্ট স্টাফদের অনেক অনেক ধন্যবাদ।" (ছবি-এএফপি)

8 / 8
Follow Us: