Deepika Padukone: ৩৬-এ দীপিকা, অভিনেত্রীর জীবন জুড়ে বিতর্ক ও বার বার ফিরে আসার কাহিনি!

ন্যাশনাল ক্রাশ বললেও কম বলা হবে। আসলে দীপিকা পাড়ুকোন এমন এক নাম, যাঁর আগে পিছে প্রতিকূলতা। কাঁটার মতো ছড়িয়ে বিতর্ক। একতদসত্ত্বেও জয়ী অভিনেত্রী। আজ (০৫.০১.২০২২) তাঁর জন্মদিন।

| Edited By: | Updated on: Jan 05, 2022 | 4:21 PM
জেএনইউ বিতর্ক: সে সময় 'ছপাক' ছবির তৈরি ও প্রচারের কাজে মারাত্মক ব্যস্ত ছিলেন দীপিকা পাড়ুকোন। আর সেই সময়ই দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) আক্রান্ত হন ছাত্রছাত্রীরা। প্রতিবাদ শুরু হয় ক্যাম্পাস জুড়ে। সিএএ বিরোধী আন্দোলন চলতে থাকে। 'ছপাক'-এর প্রচারের জন্য দিল্লি গিয়েছিলেন দীপিকা। গিয়েছিলেন জেএনইউতেও। আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেদিন। যদিও অনেকেই মনে করেন, গোটা বিষয়টিই ছিল দীপিকার পাবলিসিটি স্টান্ট। তাঁর নামের আগে 'অ্যান্টি-ন্যাশনাল' তকমাও বসানো হয়েছিল। এই ঘটনার কয়েকমাস পর প্রাক্তন 'র' অফিসার এনকে সুদ দাবি করেছিলেন, দীপিকা নাকি পাকিস্তানের প্রধান মন্ত্রী ইমরান খানের থেকে ৫ কোটি টাকা নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন।

জেএনইউ বিতর্ক: সে সময় 'ছপাক' ছবির তৈরি ও প্রচারের কাজে মারাত্মক ব্যস্ত ছিলেন দীপিকা পাড়ুকোন। আর সেই সময়ই দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) আক্রান্ত হন ছাত্রছাত্রীরা। প্রতিবাদ শুরু হয় ক্যাম্পাস জুড়ে। সিএএ বিরোধী আন্দোলন চলতে থাকে। 'ছপাক'-এর প্রচারের জন্য দিল্লি গিয়েছিলেন দীপিকা। গিয়েছিলেন জেএনইউতেও। আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন সেদিন। যদিও অনেকেই মনে করেন, গোটা বিষয়টিই ছিল দীপিকার পাবলিসিটি স্টান্ট। তাঁর নামের আগে 'অ্যান্টি-ন্যাশনাল' তকমাও বসানো হয়েছিল। এই ঘটনার কয়েকমাস পর প্রাক্তন 'র' অফিসার এনকে সুদ দাবি করেছিলেন, দীপিকা নাকি পাকিস্তানের প্রধান মন্ত্রী ইমরান খানের থেকে ৫ কোটি টাকা নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন।

1 / 6
পদ্মাবত বিতর্ক: ছবি মুক্তির আগে বেশকিছু বিতর্কের মুখে পড়েছিল 'পদ্মাবত' ছবিটি। রানি পদ্মবতীর জীবনের গল্প অবলম্বনে ছবি তৈরি করেন সঞ্জয় লীলা ভনসালী। কিন্তু করণী সেনার রোশের মুখে পড়েন তাঁরা। বলা হয়, রানি পদ্মাবতীকে ঠিক মতো দেখানো হচ্ছে না ছবিতে। অভিনেত্রীর নাক কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে ছবির নাম পালটে 'পদ্মাবতী' থেকে করা হয় 'পদ্মাবত'। ঘটনায় হিল্লোল উঠেছিল গোটা দেশে।

পদ্মাবত বিতর্ক: ছবি মুক্তির আগে বেশকিছু বিতর্কের মুখে পড়েছিল 'পদ্মাবত' ছবিটি। রানি পদ্মবতীর জীবনের গল্প অবলম্বনে ছবি তৈরি করেন সঞ্জয় লীলা ভনসালী। কিন্তু করণী সেনার রোশের মুখে পড়েন তাঁরা। বলা হয়, রানি পদ্মাবতীকে ঠিক মতো দেখানো হচ্ছে না ছবিতে। অভিনেত্রীর নাক কেটে নেওয়ার হুমকিও দেওয়া হয়। পরবর্তীতে ছবির নাম পালটে 'পদ্মাবতী' থেকে করা হয় 'পদ্মাবত'। ঘটনায় হিল্লোল উঠেছিল গোটা দেশে।

2 / 6
রামলীলা বিতর্ক: প্রথমে ছবির নাম দেওয়া হয় 'রাম-লীলা'। দেশের একাংশ মনে করে, হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। কারণ, রামের নাম উল্লেখ করা আছে ছবিতে। জলন্ধরের পুলিশ এফআইআর করেন পরিচালক সঞ্জয় লীলা ভনসালী, অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নামে। এই ঘটনার পর ছবির নাম পালটে করা হয় 'গলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা'।

রামলীলা বিতর্ক: প্রথমে ছবির নাম দেওয়া হয় 'রাম-লীলা'। দেশের একাংশ মনে করে, হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। কারণ, রামের নাম উল্লেখ করা আছে ছবিতে। জলন্ধরের পুলিশ এফআইআর করেন পরিচালক সঞ্জয় লীলা ভনসালী, অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নামে। এই ঘটনার পর ছবির নাম পালটে করা হয় 'গলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা'।

3 / 6
ক্লিভে বিতর্ক: এক ম্যাগাজ়িনে প্রকাশিত হয় দীপিকা পাড়ুকোনের কিছু ছবি। ছবিগুলিকে অনুপযুক্ত বলে মনে করতে শুরু করেন অনেকে। নীতি পুলিশি শুরু করে দেন তাঁরা। দীপিকার ক্লিভেজ দেখা যাচ্ছিল তাতে। অভিনেত্রী স্পষ্ট সুরে বলেছিলেন, "আমি একজন নারী। আমার স্তন আছে। আমার ক্লিভেজও আছে। আপনাদের তাতে কোনও সমস্যা আছে?"

ক্লিভে বিতর্ক: এক ম্যাগাজ়িনে প্রকাশিত হয় দীপিকা পাড়ুকোনের কিছু ছবি। ছবিগুলিকে অনুপযুক্ত বলে মনে করতে শুরু করেন অনেকে। নীতি পুলিশি শুরু করে দেন তাঁরা। দীপিকার ক্লিভেজ দেখা যাচ্ছিল তাতে। অভিনেত্রী স্পষ্ট সুরে বলেছিলেন, "আমি একজন নারী। আমার স্তন আছে। আমার ক্লিভেজও আছে। আপনাদের তাতে কোনও সমস্যা আছে?"

4 / 6
দম মারো দম বিতর্ক: 'দম মারো দম' ছবিতে একটি আইটেম নম্বরে নেচেছিলেন দীপিকা। নাচের জন্য উচ্চ প্রশংসিতও হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু গানের কথাগুলির জন্য বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

দম মারো দম বিতর্ক: 'দম মারো দম' ছবিতে একটি আইটেম নম্বরে নেচেছিলেন দীপিকা। নাচের জন্য উচ্চ প্রশংসিতও হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু গানের কথাগুলির জন্য বিতর্কের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

5 / 6
আরকে ট্যাটু বিতর্ক: কাপুর পরিবারের আদরের ছেলে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দীপিকার। সম্পর্ক ভেঙে যায় ঠিকই। কিন্তু সেই সম্পর্কে থাকার সময় বেশ সিরিয়াস ছিলেন অভিনেত্রী। এতটাই সিরিয়াস ছিলেন, যে গলার পিছনে রণবীরের নামের ট্যাটু পর্যন্ত করেছিলেন তিনি - 'RK'। অনেকের ধারণা, সেই ট্যাটু এখনও রয়েছে যথাস্থানে। মনে করা হয়, কনসিলার ও মেকআপের সাহায্য়ে সেটিকে ঢেকে রাখেন অভিনেত্রী। অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের সময়ও সেই ট্যাটু দেখা যায়নি। কিন্তু ইশা আম্বানির বিয়েতে নাকি সেই ট্যাটু দেখা গিয়েছে।

আরকে ট্যাটু বিতর্ক: কাপুর পরিবারের আদরের ছেলে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দীপিকার। সম্পর্ক ভেঙে যায় ঠিকই। কিন্তু সেই সম্পর্কে থাকার সময় বেশ সিরিয়াস ছিলেন অভিনেত্রী। এতটাই সিরিয়াস ছিলেন, যে গলার পিছনে রণবীরের নামের ট্যাটু পর্যন্ত করেছিলেন তিনি - 'RK'। অনেকের ধারণা, সেই ট্যাটু এখনও রয়েছে যথাস্থানে। মনে করা হয়, কনসিলার ও মেকআপের সাহায্য়ে সেটিকে ঢেকে রাখেন অভিনেত্রী। অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের সময়ও সেই ট্যাটু দেখা যায়নি। কিন্তু ইশা আম্বানির বিয়েতে নাকি সেই ট্যাটু দেখা গিয়েছে।

6 / 6
Follow Us: