Georgina Rodriguez: সৌদির অ্যাওয়ার্ড শো-তে নতুন লুকে রোনাল্ডোর বান্ধবী

Cristiano Ronaldo's girlfriend: সৌদি এখন রোনাল্ডোর ঠিকানা। পরিবার নিয়ে সেখানেই রয়েছেন তিনি। এ বার তাঁর সঙ্গী জর্জিনা জিতে নিলেন সৌদির এক অ্যাওয়ার্ড। কালো পোশাকে নজর কাড়লেন সবার।

| Edited By: | Updated on: Jan 23, 2023 | 10:00 AM
রিয়াধের 'জয় অ্যাওয়ার্ডে' সামিল হলেন রোনাল্ডো বান্ধবী জর্জিনা রড্রিগেজ। ছবি: ইনস্টাগ্রাম

রিয়াধের 'জয় অ্যাওয়ার্ডে' সামিল হলেন রোনাল্ডো বান্ধবী জর্জিনা রড্রিগেজ। ছবি: ইনস্টাগ্রাম

1 / 8
ওই অ্যাওয়ার্ড শোর রেড কার্পেটে হাঁটলেন সিআর সেভেনের ছায়া সঙ্গী। ছবি:ইনস্টাগ্রাম

ওই অ্যাওয়ার্ড শোর রেড কার্পেটে হাঁটলেন সিআর সেভেনের ছায়া সঙ্গী। ছবি:ইনস্টাগ্রাম

2 / 8
শুধু তাই নয় জিতে নিলেন অ্যাওয়ার্ডও। নিজের ইনস্টাগ্রামে সেই সব ছবি দিয়ে তিনি লিখেছেন, "ধন্যবাদ। তোমায় ভালবাসি সৌদি আরব।" ছবি:ইনস্টাগ্রাম

শুধু তাই নয় জিতে নিলেন অ্যাওয়ার্ডও। নিজের ইনস্টাগ্রামে সেই সব ছবি দিয়ে তিনি লিখেছেন, "ধন্যবাদ। তোমায় ভালবাসি সৌদি আরব।" ছবি:ইনস্টাগ্রাম

3 / 8
কালো পোশাকে সবার নজর কেড়েছেন জর্জিনা। তবে সৌদির  আদব কায়েদার সঙ্গে যে তিনি খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন তা স্পষ্ট তাঁর পোশাকে। ছবি:ইনস্টাগ্রাম

কালো পোশাকে সবার নজর কেড়েছেন জর্জিনা। তবে সৌদির আদব কায়েদার সঙ্গে যে তিনি খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন তা স্পষ্ট তাঁর পোশাকে। ছবি:ইনস্টাগ্রাম

4 / 8
কালো পা ঢাকা গাউনের সঙ্গে সৌদি আরবের ঐতিহ্য মেনে মাথা ঢেকেছিলেন তিনি। ছবি:ইনস্টাগ্রাম

কালো পা ঢাকা গাউনের সঙ্গে সৌদি আরবের ঐতিহ্য মেনে মাথা ঢেকেছিলেন তিনি। ছবি:ইনস্টাগ্রাম

5 / 8
আগামী ২ বছরের বেশি সময় সৌদিতেই থাকতে হবে পরিবার নিয়ে। ইতিমধ্যেই আল নাসেরে অভিষেক হয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চি়ানো রোনাল্ডোর। ছবি:ইনস্টাগ্রাম

আগামী ২ বছরের বেশি সময় সৌদিতেই থাকতে হবে পরিবার নিয়ে। ইতিমধ্যেই আল নাসেরে অভিষেক হয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চি়ানো রোনাল্ডোর। ছবি:ইনস্টাগ্রাম

6 / 8
এর আগে এতটা ঢাকা পোশাকে দেখা যায়নি তাঁকে। ফলে বোঝাই যাচ্ছে নতুন দেশের নিয়ম কানুনের সঙ্গে তাই খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন রোনাল্ডোর বান্ধবী। ছবি:ইনস্টাগ্রাম

এর আগে এতটা ঢাকা পোশাকে দেখা যায়নি তাঁকে। ফলে বোঝাই যাচ্ছে নতুন দেশের নিয়ম কানুনের সঙ্গে তাই খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন রোনাল্ডোর বান্ধবী। ছবি:ইনস্টাগ্রাম

7 / 8
নতুন দেশে ভালই সময় কাটছে জর্জিনার। তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে রয়েছে রিয়াধ ভ্রমণের বিভিন্ন ঝলক। ছবি:ইনস্টাগ্রাম

নতুন দেশে ভালই সময় কাটছে জর্জিনার। তাঁর সোশ্যাল মিডিয়ার দেওয়ালে রয়েছে রিয়াধ ভ্রমণের বিভিন্ন ঝলক। ছবি:ইনস্টাগ্রাম

8 / 8
Follow Us: