Justice League Private Screening: DCCB-এর উদ্যোগে কলকাতায় হওয়া প্রাইভেট স্ক্রিনিংয়ের কিছু দৃশ্য দেখে নিন…

কলকাতায় জাস্টিস লিগ স্নাইডার কাটের প্রাইভেট স্ক্রিনিং করল ডিসি কমিউনিটি অফ বেঙ্গলের সদস্যরা। কী হল এই প্রাইভেট স্ক্রিনিংয়ে? দেখে নিন এক নজরে...

| Edited By: | Updated on: Sep 15, 2021 | 2:24 PM
ডিসিসিবির সদস্য ইন্দ্রনীল আচার্য এই অনন্য পরিকল্পনার মূল অর্গানাইজার ছিলেন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি ডিসির একনিষ্ঠ ভক্ত তিনি।

ডিসিসিবির সদস্য ইন্দ্রনীল আচার্য এই অনন্য পরিকল্পনার মূল অর্গানাইজার ছিলেন। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি ডিসির একনিষ্ঠ ভক্ত তিনি।

1 / 6
ইন্দ্রনীলের বহুদিনের স্বপ্ন ছিল জাস্টিস লিগকে বড় পর্দায় তিনি তুলে ধরবেন তিনি। একজন ডিসি সমর্থক হয়ে অবশেষে তিনি তাঁর লক্ষ্যে পৌঁছতে পেরেছেন।

ইন্দ্রনীলের বহুদিনের স্বপ্ন ছিল জাস্টিস লিগকে বড় পর্দায় তিনি তুলে ধরবেন তিনি। একজন ডিসি সমর্থক হয়ে অবশেষে তিনি তাঁর লক্ষ্যে পৌঁছতে পেরেছেন।

2 / 6
জাস্টিস লিগ স্নাইডার কাট অবশেষে প্রাইভেট স্ক্রিনিংয়ে সত্যিই জায়গা করে নিয়েছে বড় পর্দায়।

জাস্টিস লিগ স্নাইডার কাট অবশেষে প্রাইভেট স্ক্রিনিংয়ে সত্যিই জায়গা করে নিয়েছে বড় পর্দায়।

3 / 6
আর তার সাক্ষী থাকল শতাধিক দর্শক। তাঁরা সকলেই আয়োজনে বিশেষভাবে সন্তুষ্ট হয়েছেন।

আর তার সাক্ষী থাকল শতাধিক দর্শক। তাঁরা সকলেই আয়োজনে বিশেষভাবে সন্তুষ্ট হয়েছেন।

4 / 6
সিনেমা দেখানোর পাশাপাশি খাবারের আয়োজনও ছিল। বেশ রসিয়ে বিরিয়ানি উপভোগ করেছেন দর্শকরা। প্যান্ডেমিকের মাঝে স্বাস্থ্য সচেতনতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয় ডিসিসিবির প্রতিষ্ঠাতা শিবাজি পালের তরফ থেকে।

সিনেমা দেখানোর পাশাপাশি খাবারের আয়োজনও ছিল। বেশ রসিয়ে বিরিয়ানি উপভোগ করেছেন দর্শকরা। প্যান্ডেমিকের মাঝে স্বাস্থ্য সচেতনতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয় ডিসিসিবির প্রতিষ্ঠাতা শিবাজি পালের তরফ থেকে।

5 / 6
ভবিষ্যতে ডিসিসিবি আরও বড় ইভেন্ট করবে বলেও হিন্ট দিয়েছেন শিবাজি। তাঁর মতে, তাঁদের যেকোনো ইভেন্টেই পশ্চিমবঙ্গের ডিসি ফ্যানদের একটা প্রভূত সাপোর্ট তাঁরা পাবেন।

ভবিষ্যতে ডিসিসিবি আরও বড় ইভেন্ট করবে বলেও হিন্ট দিয়েছেন শিবাজি। তাঁর মতে, তাঁদের যেকোনো ইভেন্টেই পশ্চিমবঙ্গের ডিসি ফ্যানদের একটা প্রভূত সাপোর্ট তাঁরা পাবেন।

6 / 6
Follow Us: