FIFA World Cup 2022: দু’দিন পর ইংল্যান্ড-ওয়েলস ম্যাচ, তার আগেই হাতাহাতি শুরু দুই টিমের সমর্থকদের!
কাতারে চলছে এ বারের ফুটবল বিশ্বকাপ। ৩২ দলের জমজমাট বিশ্বকাপ নিয়ে সমর্থকদের মধ্যে রীতিমতো হই হই কাণ্ড, রই রই ব্যাপার চলছে। আজ থেকে দু'দিন পর, ৩০ নভেম্বর গ্রুপ-বি এর ম্যাচে গভীর রাতে মুখোমুখি হওয়ার কথা ওয়েলস ও ইংল্যান্ডের। তার আগেই হাতাহাতি শুরু দুই টিমের সমর্থকদের মধ্যে।
Most Read Stories