‘প্রথম দেখা গেল আরাধ্যার…’, ট্রোলের তালিকায় নাম এবার ঐশ্বর্য কন্যার

Bollywood Gossip: তবে ২০২৩ সালে সর্বত্র ছড়িয়ে থাকা তাঁর মা-বাবার বিবাহ বিচ্ছেদের জল্পনা যখন চর্চায়, তখন নেটিজ়েনদের তোপ থেকে রক্ষা পেল না আরাধ্যাও। সম্প্রতি স্কুলে পারফর্ম করে সুনাম কুড়িয়েছে আরাধ্যা।

| Updated on: Dec 24, 2023 | 4:00 PM
আরাধ্যা বচ্চন। বলিউডের অন্যতম চর্চিত স্টারকিড। যাকে নিয়ে বছর ভর চর্চা তুঙ্গে। দেখতে দেখতে ২০২৩ শেষ। বলিউডের সেরার সেরা খবরে নজর।

আরাধ্যা বচ্চন। বলিউডের অন্যতম চর্চিত স্টারকিড। যাকে নিয়ে বছর ভর চর্চা তুঙ্গে। দেখতে দেখতে ২০২৩ শেষ। বলিউডের সেরার সেরা খবরে নজর।

1 / 8
তবে চলচতি বছরে এমন কী ঘটে গেল যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা! তালিকায় রয়েছে একগুচ্ছ বিষয়। যার মধ্যে অন্যতম নাম রইল বচ্চন পরিবারের খুদে সদস্যর।

তবে চলচতি বছরে এমন কী ঘটে গেল যা নিয়ে বিভিন্ন মহলে চর্চা! তালিকায় রয়েছে একগুচ্ছ বিষয়। যার মধ্যে অন্যতম নাম রইল বচ্চন পরিবারের খুদে সদস্যর।

2 / 8
প্রতিবছরই আরাধ্যাকে নিয়ে কিছু না কিছু খবর ঘটেই থাকে। বচ্চন পরিবারের কন্যা, সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনেরও নাম জড়িয়ে।

প্রতিবছরই আরাধ্যাকে নিয়ে কিছু না কিছু খবর ঘটেই থাকে। বচ্চন পরিবারের কন্যা, সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনেরও নাম জড়িয়ে।

3 / 8
ফলে লাইম লাইট থেকে সরে দাঁড়ানোর কোনও উপায়ই থাকল না আরাধ্যার। কখনও স্কুলের পারফর্ম, কখনও আবার ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা চলতেই থাকে।

ফলে লাইম লাইট থেকে সরে দাঁড়ানোর কোনও উপায়ই থাকল না আরাধ্যার। কখনও স্কুলের পারফর্ম, কখনও আবার ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা চলতেই থাকে।

4 / 8
তবে ২০২৩ সালে সর্বত্র ছড়িয়ে থাকা তাঁর মা-বাবার বিবাহ বিচ্ছেদের জল্পনা যখন চর্চায়, তখন নেটিজ়েনদের তোপ থেকে রক্ষা পেল না আরাধ্যাও।

তবে ২০২৩ সালে সর্বত্র ছড়িয়ে থাকা তাঁর মা-বাবার বিবাহ বিচ্ছেদের জল্পনা যখন চর্চায়, তখন নেটিজ়েনদের তোপ থেকে রক্ষা পেল না আরাধ্যাও।

5 / 8
সম্প্রতি স্কুলে পারফর্ম করে সুনাম কুড়িয়েছে আরাধ্যা। মায়ের জন্মদিনে দীর্ঘ স্পিট দিয়েও মন জয় করেছে সে। তাই বলে তাকেও কটাক্ষের শিকার হতে হল?

সম্প্রতি স্কুলে পারফর্ম করে সুনাম কুড়িয়েছে আরাধ্যা। মায়ের জন্মদিনে দীর্ঘ স্পিট দিয়েও মন জয় করেছে সে। তাই বলে তাকেও কটাক্ষের শিকার হতে হল?

6 / 8
বিষয় তাঁর কলাপ। কপালই বটে। আরাধ্যা বরাবরই চাইনিজ হেয়ারস্টাইল করে থাকে। যার ফলে তার স্পূর্ণ মুখ দেখা যায়নি কখনই। এবার স্কুলের পারফর্ম করতে গিয়ে হেয়ারস্টাইলের জন্য দেখা গেল তার কপাল।

বিষয় তাঁর কলাপ। কপালই বটে। আরাধ্যা বরাবরই চাইনিজ হেয়ারস্টাইল করে থাকে। যার ফলে তার স্পূর্ণ মুখ দেখা যায়নি কখনই। এবার স্কুলের পারফর্ম করতে গিয়ে হেয়ারস্টাইলের জন্য দেখা গেল তার কপাল।

7 / 8
ভাবছেন তো, এটা আবার কেমন খবর, কিছু মানুষের কাছে এটা তেমন বিষয় না হলেও নেটদুনিয়ার একাংশ সেটা নিয়ে ব্যঙ্গ করতে পিছপা হল না। সোশ্যাল মিডিয়ায় মাসভর ট্রেন্ড হল, 'প্রথম দেখা গেল আরাধ্যার কপাল...।'

ভাবছেন তো, এটা আবার কেমন খবর, কিছু মানুষের কাছে এটা তেমন বিষয় না হলেও নেটদুনিয়ার একাংশ সেটা নিয়ে ব্যঙ্গ করতে পিছপা হল না। সোশ্যাল মিডিয়ায় মাসভর ট্রেন্ড হল, 'প্রথম দেখা গেল আরাধ্যার কপাল...।'

8 / 8
Follow Us: