Ravichandran Ashwin: টেস্টে সাড়ে চারশোর বেশি উইকেট, তিন হাজার রান; তবু মর্যাদা পান না অশ্বিন

Ind vs Aus, BGT 2023: নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের পারফরম্যান্স বাহবা পাচ্ছে সর্বত্র। ব্যাটে-বলে অলরাউন্ডার অশ্বিনে নাস্তানাবুদ হয়েছে সফরকারী দল। ক্রিকেট সমর্থকরা বলছেন, ৩৬ বছরের এই ক্রিকেটারকে এ বার যোগ্য মর্যাদা দেওয়া হোক।

| Edited By: | Updated on: Feb 12, 2023 | 8:45 AM
সর্বকালের সেরা ক্রিকেটারদের ক্লাবে ঢোকার মতো সরবরকম রসদ রয়েছে তাঁর কাছে। ভারত এমন একটা ক্রিকেট খেলিয়ে দেশ যেখানে একের পর তারকা স্পিনার এসেছেন। সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেটারদের একাদশ তৈরি করা হলে রবিচন্দ্রন অশ্বিনকে সেখান থেকে বাদ দেওয়া কার্যত অসম্ভব। (ছবি:টুইটার)

সর্বকালের সেরা ক্রিকেটারদের ক্লাবে ঢোকার মতো সরবরকম রসদ রয়েছে তাঁর কাছে। ভারত এমন একটা ক্রিকেট খেলিয়ে দেশ যেখানে একের পর তারকা স্পিনার এসেছেন। সর্বকালের সেরা ভারতীয় ক্রিকেটারদের একাদশ তৈরি করা হলে রবিচন্দ্রন অশ্বিনকে সেখান থেকে বাদ দেওয়া কার্যত অসম্ভব। (ছবি:টুইটার)

1 / 8
নাগপুর টেস্টে তাঁকে অলরাউন্ডার হিসেবে কাজে লাগিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ইনিংসে নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নেমেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই গুটিয়ে দেন। তাঁর স্পিনের জাদুতে তিনদিনেই নাগপুর টেস্ট ভারতের ঝুলিতে। (ছবি:টুইটার)

নাগপুর টেস্টে তাঁকে অলরাউন্ডার হিসেবে কাজে লাগিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথম ইনিংসে নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নেমেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই গুটিয়ে দেন। তাঁর স্পিনের জাদুতে তিনদিনেই নাগপুর টেস্ট ভারতের ঝুলিতে। (ছবি:টুইটার)

2 / 8
 সেভাবে দেখতে গেলে টেস্ট ফরম্যাটে ভারত এখনও পর্যন্ত দু'জনই সেরা অলরাউন্ডার পেয়েছে। প্রথমজন হলেন কপিল দেব এবং দ্বিতীয়জন রবিচন্দ্রন অশ্বিন। লাল বলের ফরম্যাটে সাড়ে চারশোর অধিক উইকেট নেওয়া ও একইসঙ্গে ৩ হাজারের বেশি রান করা সব ক্রিকেটারদের পক্ষে সম্ভব নয়। (ছবি:টুইটার)

সেভাবে দেখতে গেলে টেস্ট ফরম্যাটে ভারত এখনও পর্যন্ত দু'জনই সেরা অলরাউন্ডার পেয়েছে। প্রথমজন হলেন কপিল দেব এবং দ্বিতীয়জন রবিচন্দ্রন অশ্বিন। লাল বলের ফরম্যাটে সাড়ে চারশোর অধিক উইকেট নেওয়া ও একইসঙ্গে ৩ হাজারের বেশি রান করা সব ক্রিকেটারদের পক্ষে সম্ভব নয়। (ছবি:টুইটার)

3 / 8
লাল বলের ফরম্যাটে অশ্বিনের শতরান রয়েছে পাঁচটি। ১৩টি অর্ধশতরান। সর্বোচ্চ স্কোর ১২৪। একার হাতে দলকে জেতানোর পাশাপাশি অনেক সময় হারের মুখ থেকে টেনে তুলেছেন। যে পিচে ব্যাটাররা হিমশিম খেয়েছেন সেখানে অনায়াসে ব্যাট করতে দেখা গিয়েছে এই তারকা অফস্পিনারকে।(ছবি:টুইটার)

লাল বলের ফরম্যাটে অশ্বিনের শতরান রয়েছে পাঁচটি। ১৩টি অর্ধশতরান। সর্বোচ্চ স্কোর ১২৪। একার হাতে দলকে জেতানোর পাশাপাশি অনেক সময় হারের মুখ থেকে টেনে তুলেছেন। যে পিচে ব্যাটাররা হিমশিম খেয়েছেন সেখানে অনায়াসে ব্যাট করতে দেখা গিয়েছে এই তারকা অফস্পিনারকে।(ছবি:টুইটার)

4 / 8
৩৬ বছরের অশ্বিন বর্তমান ভারতীয় দলে সবথেকে সিনিয়র। ক্রিকেট সমর্থকরা বলছেন, এ বার অশ্বিনকে যোগ্য সম্মান দেওয়া হোক। টেস্ট ফরম্যাটের ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হোক তাঁর হাতে। (ছবি:টুইটার)

৩৬ বছরের অশ্বিন বর্তমান ভারতীয় দলে সবথেকে সিনিয়র। ক্রিকেট সমর্থকরা বলছেন, এ বার অশ্বিনকে যোগ্য সম্মান দেওয়া হোক। টেস্ট ফরম্যাটের ক্যাপ্টেন্সি তুলে দেওয়া হোক তাঁর হাতে। (ছবি:টুইটার)

5 / 8
বিদেশের মাটিতে অশ্বিন প্লেয়িং ইলেভেন থেকে ব্রাত্যই থাকেন। দল পাঁচ বোলার নিয়ে নামলেও তাতে অশ্বিনের নাম খুব কমই থাকে। আবার উপমহাদেশে ফিরলেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের প্রথম পছন্দ অ্যাশ।(ছবি:টুইটার)

বিদেশের মাটিতে অশ্বিন প্লেয়িং ইলেভেন থেকে ব্রাত্যই থাকেন। দল পাঁচ বোলার নিয়ে নামলেও তাতে অশ্বিনের নাম খুব কমই থাকে। আবার উপমহাদেশে ফিরলেই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের প্রথম পছন্দ অ্যাশ।(ছবি:টুইটার)

6 / 8
এই মুহূর্তে ভারতীয় দল একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। টেস্ট ফরম্যাটে কোনও ভরসাযোগ্য ক্যাপ্টেন নেই। দেখা গিয়েছে, বেশ কিছু টেস্ট সিরিজের আগে রোহিত শর্মা চোট পেয়ে ছিটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে লাল বলের ফরম্যাটে ভরসাযোগ্য ক্যাপ্টেনের দাবি তুলছেন ক্রিকেট সমর্থকরা।(ছবি:টুইটার)

এই মুহূর্তে ভারতীয় দল একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। টেস্ট ফরম্যাটে কোনও ভরসাযোগ্য ক্যাপ্টেন নেই। দেখা গিয়েছে, বেশ কিছু টেস্ট সিরিজের আগে রোহিত শর্মা চোট পেয়ে ছিটকে গিয়েছেন। এই পরিস্থিতিতে লাল বলের ফরম্যাটে ভরসাযোগ্য ক্যাপ্টেনের দাবি তুলছেন ক্রিকেট সমর্থকরা।(ছবি:টুইটার)

7 / 8
নেটিজেনরা বলছেন, বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার পর ফিটনেসের জন্য 'বদনাম' রোহিতের উপরই ভরসা রেখেছে ভারত। জসপ্রীত বুমরা, লোকেশ রাহুলকেও পরখ করে দেখে নেওয়া হয়েছে। অথচ দলের সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের কথা ভাবার সময় হয়নি। দেওয়া হয়নি ভাইস-ক্যাপ্টেনের দায়িত্ব।(ছবি:টুইটার)

নেটিজেনরা বলছেন, বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার পর ফিটনেসের জন্য 'বদনাম' রোহিতের উপরই ভরসা রেখেছে ভারত। জসপ্রীত বুমরা, লোকেশ রাহুলকেও পরখ করে দেখে নেওয়া হয়েছে। অথচ দলের সিনিয়র ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের কথা ভাবার সময় হয়নি। দেওয়া হয়নি ভাইস-ক্যাপ্টেনের দায়িত্ব।(ছবি:টুইটার)

8 / 8
Follow Us: