Oliver Giroud: জিরো থেকে হিরো, নতুন মাইলফলকে ফরাসি স্ট্রাইকার
'ফ্রম রাশিয়া, উইথ কাপ'। জিরো থেকে হিরো। কোনও বিদ্রুপ নয়। প্রশংসা সূচক ক্ষেত্রেই ব্যবহৃত অলিভিয়ের জিরোর জন্য। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। সেই দলেও ছিলেন অলিভিয়ের জিরো। চ্যাম্পিয়ন দলের সদস্য। অন্যতম সেরা স্ট্রাইকার। গত বিশ্বকাপে একটিও গোল করতে পারেননি। এমনকি গোলমুখী একটি শটও ছিল না। কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতল ফ্রান্স। জোড়া গোল করলেন জিরো।
Most Read Stories