অনেক পরিবারই আছে, যাঁরা প্রত্যহিক খাবারে ভাতের পাশাপাশি থাকে রুটি। তা সে সকালের জলখাবারে হোক বা রাতের খাবারে।
রুটি বলতে মূলত গম থেকে তৈরি আটার রুটিকেই বোঝানো হয়ে থাকে। কিন্তু অনেকেরই আটার রুটি খেলে হজমের সমস্যা হয়। এমনকি গলা-বুক জ্বালা, চোঁয়া ঢেকুরের সমস্যাও দেখা যায়।
গমে যে হেতু ফাইবারের পরিমাণ বেশি, তাই তা হজম করা কষ্টকর। এ ছাড়া গমে থাকা গ্লুটেন অনেকের সহ্য হয় না।
তাই রুটি তাঁদের কাছে অনেক সময় বিভীষিকা হয়ে দাঁড়ায়। কিন্তু গমের আটা ছাড়াও রুটি তৈরি করা যায়। এবং সেই সব রুটি হজমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
গমের বদলে দানাশস্য থেকে তৈরি রুটি খাওয়া যেতে পারে। ওটস, মিলেট, বার্লি থেকে তৈরি আটার রুটি খেতে পারেন। এই রুটি খেলে ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে না। আবার পুষ্টিগুণও বজায় থাকে।
গমের আটার বিকল্প হিসাবে বেসনের রুটি বা চিল্লাও খেতে পারেন জলখাবারে। ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি সামগ্রিকর স্বাস্থ্যের পক্ষেও তা উপকারী।
জোয়ার থেকে তৈরি আটার রুটিও খেতে পারেন গমের আটার পরিবর্তে। সহজপাচ্য এই খাবার প্রোটিন, আয়রন এবং অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর।
বাজরা দিয়ে তৈরি আটার রুটিও জোয়ারের আটার মতোই উপকারী। এতে আয়রন, ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন অ্যান্টি অক্সিড্যান্ট থাকে। রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।