রূপালী গঙ্গোপাধ্যায়- ২০০৪ সাল থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত এই অভিনেত্রী। সম্প্রতি তাঁর পারিশ্রমিক নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হতে দেখা যায়। তিনি শুরু করেচিলেন দিনপিছু আয় ১.৫ লাখ টাকা দিয়ে, বর্তমানে তিনি আয় করেন ৩ লাখ টাকা।
তেজস্বী প্রকাশ- বিগ বস ১৫-তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন এই অভিনেত্রী। তাঁর জনপ্রিয়তা তুঙ্গে থাকার ফলে তিনি নাগিন ৬ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। বর্তমানে তাঁর এপিসোড পিছু আয় ২ লাখ টাকা।
হিনা খান- বিগ বস ১১ থেকে শুরু করে বাড়তে থাকে তাঁর দর্শকমহলে চাহিদা। এপিসোড পিছু তিনি বর্তমানে নিয়ে থাকেন ১.৫ থেকে ২ লাখ টাকা। পাশাপাশি বিজ্ঞাপন থেকেও মোটা অঙ্কের টাকা ঢোকে তাঁর।
দিব্যাঙ্কা ত্রিপাঠী- বিভিন্ন রিয়্যালিটি শো-এর মধ্যে দিয়ে এখন দিব্যাঙ্কার সোশ্যাল উপস্থিতি বর্তমান। তিনি এপিসোড পিছু আয় ১.৫ লাখ টাকা।
সাক্ষী তানওয়ার- দীর্ঘদিন ধরে ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে এপিসোড পিছু তিনি আয় করে থাকেন ১.২৫ কোটি টাকা। ২২ বছরের বেশি সময় ধরে তিনি ধারাবাহিকের সঙ্গে যুক্ত।