Brahmastra: ব্রহ্মাস্ত্র-র অন্যতম অস্ত্র কিং খান, ১৫ মিনিটের জন্য কত দিনের শুট করেছিলেন শাহরুখ?

Brahmastra: যদিও শাহরুখ খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর পাঠান পরবর্তী ছবির কাজ নিয়েও। পাইপ লাইনে রয়েছে আরও ২ ছবি। তাই কিং খান এখন সকলের নজরের কেন্দ্রে।

| Edited By: | Updated on: Sep 22, 2022 | 9:37 AM
পর্দায় শাহরুখ খান মানেই বাড়তি পাওনা। এবারও তার ব্যতিক্রম হল না। সেই মর্মেই অয়ন মুখোপাধ্যায় থেকে শুরু করে আলিয়া-রণবীর পৌঁছে গিয়েছিলেন কিং খানের বাড়িতে। তাঁকে বুঝিয়েছিলেন ব্রহ্মাস্ত্র ছবির পাঠ।

পর্দায় শাহরুখ খান মানেই বাড়তি পাওনা। এবারও তার ব্যতিক্রম হল না। সেই মর্মেই অয়ন মুখোপাধ্যায় থেকে শুরু করে আলিয়া-রণবীর পৌঁছে গিয়েছিলেন কিং খানের বাড়িতে। তাঁকে বুঝিয়েছিলেন ব্রহ্মাস্ত্র ছবির পাঠ।

1 / 6
তবে শাহরুখ খান প্রথমেই ছিলেন রাজি। খুব একটা অনুরোধ করতে হয়নি তাঁকে। লাল সিং চাড্ডার পর ব্রহ্মাস্ত্র ছবিতেও কেমিও-র পাঠ করতে দেখা যায় তাঁকে। তবে এবার পাঠ ছিল বেশকিছুটা বড়। প্রথম ১৫ মিনিটই তাঁর হাতে।

তবে শাহরুখ খান প্রথমেই ছিলেন রাজি। খুব একটা অনুরোধ করতে হয়নি তাঁকে। লাল সিং চাড্ডার পর ব্রহ্মাস্ত্র ছবিতেও কেমিও-র পাঠ করতে দেখা যায় তাঁকে। তবে এবার পাঠ ছিল বেশকিছুটা বড়। প্রথম ১৫ মিনিটই তাঁর হাতে।

2 / 6
এদিন শাহরুখ খানের সঙ্গে যুক্ত হয়েছিলেন বোমান ইরানিও। ছবির পরিচালক রাজ কুমার হিরানি এদিন এই অংশের শুটের জন্য নিয়েছিলেন বিশেষ প্রস্তুতি। শাহরুখ খানের উপস্থিতি মানেই সেখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন।

এদিন শাহরুখ খানের সঙ্গে যুক্ত হয়েছিলেন বোমান ইরানিও। ছবির পরিচালক রাজ কুমার হিরানি এদিন এই অংশের শুটের জন্য নিয়েছিলেন বিশেষ প্রস্তুতি। শাহরুখ খানের উপস্থিতি মানেই সেখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন।

3 / 6
শাহরুখ খান গৌরী খানের বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে প্রসঙ্গ যদি হয় ফ্যাশন। গৌরী খানকে তিনি পরামর্শ দিতে কখনও ভোলেন না। গৌরী খান একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন যে শাহরুখ খানের একটা বিষয় ভীষণ অপছন্দের।

শাহরুখ খান গৌরী খানের বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে প্রসঙ্গ যদি হয় ফ্যাশন। গৌরী খানকে তিনি পরামর্শ দিতে কখনও ভোলেন না। গৌরী খান একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন যে শাহরুখ খানের একটা বিষয় ভীষণ অপছন্দের।

4 / 6
বর্তমানে শাহরুখ খান পাঠান ছবির শেষ অংশের কাজ নিয়ে ব্যস্ত। হাতে আর মাত্র তিন মাস। তারপরই দীর্ঘ অপেক্ষার ইতি। মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ছবি পাঠান। এই ছবিতে ভিন্ন স্বাদে পাওয়া যাবে বি-টাউনের রোম্যান্স কিং-কে।

বর্তমানে শাহরুখ খান পাঠান ছবির শেষ অংশের কাজ নিয়ে ব্যস্ত। হাতে আর মাত্র তিন মাস। তারপরই দীর্ঘ অপেক্ষার ইতি। মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ছবি পাঠান। এই ছবিতে ভিন্ন স্বাদে পাওয়া যাবে বি-টাউনের রোম্যান্স কিং-কে।

5 / 6
যদিও শাহরুখ খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর পাঠান পরবর্তী ছবির কাজ নিয়েও। পাইপ লাইনে রয়েছে আরও ২ ছবি। তাই কিং খান এখন সকলের নজরের কেন্দ্রে। এখন দেখার ফ্লপ ছবির পর এবার বক্স অফিসে শাহরুখ ঝড় ঠিক কতটা নজর কাড়ে।

যদিও শাহরুখ খান এখন ব্যস্ত রয়েছেন তাঁর পাঠান পরবর্তী ছবির কাজ নিয়েও। পাইপ লাইনে রয়েছে আরও ২ ছবি। তাই কিং খান এখন সকলের নজরের কেন্দ্রে। এখন দেখার ফ্লপ ছবির পর এবার বক্স অফিসে শাহরুখ ঝড় ঠিক কতটা নজর কাড়ে।

6 / 6
Follow Us: