ছবিতে দেখুন: এবার ইনার লাইন পারমিট ছাড়াই ঘুরতে আসতে পারবেন লাদাখ!

প্রত্যেক ভ্ৰমণপ্রেমীর অত্যন্ত প্রিয় জায়গা হল লাদাখ। কিন্তু এখানে বেড়াতে গেলে ভারতীয়দের প্রয়োজন হত অনুমতি প্রবেশ পত্রের অর্থাৎ ইনার লাইন পারমিটের। কিন্তু এখন আর প্রয়োজন নেই এই অনুমতি প্রবেশ পত্রের। এখন ভারতীয়রা ইনার লাইন পারমিট ছাড়াই ঘুরে বেড়াতে পারবেন এই কেন্দ্রশাসিত অঞ্চলে। তাহলে আসুন দেখে নেওয়া যাক, লাদাখ গেলে কোন কোন জায়গাকে রাখতে হবে বাকেটলিস্টে..

| Edited By: | Updated on: Aug 29, 2021 | 6:43 PM
লাদাখ যেতে গেলে অতিক্রম করতে হয় খারদুংলা পাস। এই জায়গায় যাওয়ার জন্য আগে ভারতীয়দের অনুমতি প্রবেশ পত্র লাগত কিন্তু এখন অনাহাসে ঘুরে আসতে পারেন খারদুংলা।

লাদাখ যেতে গেলে অতিক্রম করতে হয় খারদুংলা পাস। এই জায়গায় যাওয়ার জন্য আগে ভারতীয়দের অনুমতি প্রবেশ পত্র লাগত কিন্তু এখন অনাহাসে ঘুরে আসতে পারেন খারদুংলা।

1 / 7
থ্রি ইডিয়টসের শেষ দৃশ্যটা হয়তো সবার মনে আছে, যেটার শুটিং করা হয়েছিল লাদাখের পাংগং লেকে। এর এক প্রান্তে ভারত এবং অন্য প্রান্তে রয়েছে চিন।

থ্রি ইডিয়টসের শেষ দৃশ্যটা হয়তো সবার মনে আছে, যেটার শুটিং করা হয়েছিল লাদাখের পাংগং লেকে। এর এক প্রান্তে ভারত এবং অন্য প্রান্তে রয়েছে চিন।

2 / 7
নুব্রা উপত্যকা যা লাদাখের মধ্যে অবস্থিত। এই উপত্যকার তিব্বতী নামের অর্থ হল ফুলের উপত্যকা।

নুব্রা উপত্যকা যা লাদাখের মধ্যে অবস্থিত। এই উপত্যকার তিব্বতী নামের অর্থ হল ফুলের উপত্যকা।

3 / 7
লাদাখের অন্যতম মঠ হল থিকসে মনেস্ট্রি যেখানে পাঁচশোর বেশি বৌদ্ধিক বাস করেন।

লাদাখের অন্যতম মঠ হল থিকসে মনেস্ট্রি যেখানে পাঁচশোর বেশি বৌদ্ধিক বাস করেন।

4 / 7
লাদাখের সাদা চিতা দেখার জন্য ঘুরে আসতে পারেন হেমিস জাতীয় উদ্যানে। এটি হিমালয়ের উত্তরাঞ্চলের একমাত্র জাতীয় উদ্যান যেখানে স্নো লিওপার্ড দেখা যায়।

লাদাখের সাদা চিতা দেখার জন্য ঘুরে আসতে পারেন হেমিস জাতীয় উদ্যানে। এটি হিমালয়ের উত্তরাঞ্চলের একমাত্র জাতীয় উদ্যান যেখানে স্নো লিওপার্ড দেখা যায়।

5 / 7
লাদাখের চ্যাংথাং অঞ্চলের মধ্যে অবস্থিত মোরিরি। লাদাখের সবচেয়ে শান্ত ও সুন্দর লেক হল এই মোরিরি।

লাদাখের চ্যাংথাং অঞ্চলের মধ্যে অবস্থিত মোরিরি। লাদাখের সবচেয়ে শান্ত ও সুন্দর লেক হল এই মোরিরি।

6 / 7
চানস্পার একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই সুন্দর গম্বুজ আকৃতির কর্টেন যাকে শান্তি স্তূপ বলা হয়। এইসব জায়গায় যাওয়ার জন্য আগে প্রয়োজন হত অনুমতির কিন্তু এখন আর লাগবে না ইনার লাইন পারমিট।

চানস্পার একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই সুন্দর গম্বুজ আকৃতির কর্টেন যাকে শান্তি স্তূপ বলা হয়। এইসব জায়গায় যাওয়ার জন্য আগে প্রয়োজন হত অনুমতির কিন্তু এখন আর লাগবে না ইনার লাইন পারমিট।

7 / 7
Follow Us: