IPL 2021 Points Table: লিগ টেবলের দু’নম্বরে ওঠা হল না আরসিবির

বুধবার আইপিএলের (IPL) ৫২ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ওই ম্যাচে শেষ ওভারের থ্রিলারে ৪ রানে জয়ী হয় হায়দরাবাদ। লিগ টেবলের লাস্ট বয়রাও চমকে দিতে পারেন একথা মনে হয় ভাবতে পারেনি ব্যাঙ্গালোর শিবির। এখনও পর্যন্ত আইপিএলে মোট ৫২টি ম্যাচ হয়েছে। জেনে নিন এই ৫২টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের (Points Table) শীর্ষে রয়েছে কোন দল...

| Edited By: | Updated on: Oct 07, 2021 | 7:43 AM
লিগ টেবলের শীর্ষস্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত খেলা ১৩টি ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছেন শ্রেয়স আইয়ারা। হার ৩ ম্যাচে। দিল্লির নেট রান রেট +০.৫২৬। এবং, পয়েন্ট - ২০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ টেবলের শীর্ষস্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত খেলা ১৩টি ম্যাচের মধ্যে ১০টিতে জিতেছেন শ্রেয়স আইয়ারা। হার ৩ ম্যাচে। দিল্লির নেট রান রেট +০.৫২৬। এবং, পয়েন্ট - ২০। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

1 / 5
পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত খেলা ১৩টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন জাড্ডুরা। সিএসকের নেট রান রেট +০.৭৩৯। তাদের পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত খেলা ১৩টি ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছেন জাড্ডুরা। সিএসকের নেট রান রেট +০.৭৩৯। তাদের পয়েন্ট - ১৮। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

2 / 5
লিগ তালিকার তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দু'নম্বরে উঠতে পারল না হার্ষালরা। আরসিবির নেট রান রেট -০.১৫৯। ম্যাক্সওয়েলেদের পয়েন্ট - ১৬। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

লিগ তালিকার তিন নম্বরে রয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দু'নম্বরে উঠতে পারল না হার্ষালরা। আরসিবির নেট রান রেট -০.১৫৯। ম্যাক্সওয়েলেদের পয়েন্ট - ১৬। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

3 / 5
 পয়েন্ট টেবলের চতুর্থ স্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের নেট রান রেট +০.২৯৪। পয়েন্ট - ১২। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের চতুর্থ স্থান ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের নেট রান রেট +০.২৯৪। পয়েন্ট - ১২। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

4 / 5
পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। বুমরাদের নেট রান রেট -০.০৪৮। পয়েন্ট - ১২। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। বুমরাদের নেট রান রেট -০.০৪৮। পয়েন্ট - ১২। (ছবি-আইপিএল ওয়েবসাইট)

5 / 5
Follow Us: