AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sobhabajar Rajbari: দেবীপ্রতিমায় চক্ষুদান সম্পন্ন, শোভাবাজার রাজবাড়িতে শুরু পুজোর আমেজ

Sobhabajar Rajbari: অনুষ্ঠানের শুরুতেই জ্বলে ওঠে বাতি। শুরু হয় চক্ষুদান। এই বাড়ির প্রথা অনুযায়ী, প্রথমে মায়ের বাঁ চোখ আঁকা হয়।

| Edited By: | Updated on: Oct 07, 2021 | 8:33 AM
Share
উত্তর কলকাতার বনেদি পরিবারের পুজো মানেই রাজবাড়ির পুজো। (ছবি- অর্ঘ চট্টোপাধ্যায়)শোভাবাজার রাজবাড়ির পুজোর প্রতি বাঙালিদের টানটাই অন্য রকম। উত্তর কলকাতার বিশেষ এই পুজোর প্রতি জৌলুসটাই মন টানে সক্কলকে। মহালয়ার অনুষ্ঠিত হল মাতৃমূর্তির চক্ষুদান অনুষ্ঠান।

উত্তর কলকাতার বনেদি পরিবারের পুজো মানেই রাজবাড়ির পুজো। (ছবি- অর্ঘ চট্টোপাধ্যায়)শোভাবাজার রাজবাড়ির পুজোর প্রতি বাঙালিদের টানটাই অন্য রকম। উত্তর কলকাতার বিশেষ এই পুজোর প্রতি জৌলুসটাই মন টানে সক্কলকে। মহালয়ার অনুষ্ঠিত হল মাতৃমূর্তির চক্ষুদান অনুষ্ঠান।

1 / 6
দেখতে-দেখতে ২৬৫ তম বছরে পা দিল পুজোটি। ১৭৫৭ সাল থেকে এই পুজো হয়ে আসছে।

দেখতে-দেখতে ২৬৫ তম বছরে পা দিল পুজোটি। ১৭৫৭ সাল থেকে এই পুজো হয়ে আসছে।

2 / 6
করোনা আবহে পুজো নিয়ে গত বছর থেকেই অন্যরকম ভাবনা চিন্তা শুরু করে শোভাবাজার রাজবাড়ি। যিনি চক্ষুদান করেছেন, তাঁর মুখে মাস্ক ছিল না। গতবারও তেমনটাই হয়েছে। (ছবি- অর্ঘ চট্টোপাধ্যায়)

করোনা আবহে পুজো নিয়ে গত বছর থেকেই অন্যরকম ভাবনা চিন্তা শুরু করে শোভাবাজার রাজবাড়ি। যিনি চক্ষুদান করেছেন, তাঁর মুখে মাস্ক ছিল না। গতবারও তেমনটাই হয়েছে। (ছবি- অর্ঘ চট্টোপাধ্যায়)

3 / 6
তবে যিনি মাতৃপ্রতিমায় চক্ষুদান করেছেন, তাঁর নিয়মিত শারীরিক পরীক্ষা হয়েছে। তিনি ছাড়া এবারও কেউ প্রতিমার সামনে যাননি। রাজবাড়ির সদস্যরাও দূরে দাঁড়িয়ে ছিলেন। (ছবি- অর্ঘ চট্টোপাধ্যায়)

তবে যিনি মাতৃপ্রতিমায় চক্ষুদান করেছেন, তাঁর নিয়মিত শারীরিক পরীক্ষা হয়েছে। তিনি ছাড়া এবারও কেউ প্রতিমার সামনে যাননি। রাজবাড়ির সদস্যরাও দূরে দাঁড়িয়ে ছিলেন। (ছবি- অর্ঘ চট্টোপাধ্যায়)

4 / 6
অনুষ্ঠানের শুরুতেই জ্বলে ওঠে বাতি। শুরু হয় চক্ষুদান। এই বাড়ির প্রথা অনুযায়ী, প্রথমে মায়ের বাঁ চোখ আঁকা হয়।(ছবি- অর্ঘ চট্টোপাধ্যায়)

অনুষ্ঠানের শুরুতেই জ্বলে ওঠে বাতি। শুরু হয় চক্ষুদান। এই বাড়ির প্রথা অনুযায়ী, প্রথমে মায়ের বাঁ চোখ আঁকা হয়।(ছবি- অর্ঘ চট্টোপাধ্যায়)

5 / 6
শোভাবাজার রাজবাড়ির প্রথা অনুযায়ী, এদিনই মাতৃপ্রতিমার পরনে ওঠে শাড়ি। প্রতিবারের মতো এবারও মাতৃপ্রতিমাকে মেরুন রঙের শাড়ি পরানো হয়। মাতৃপ্রতিমায় চক্ষুদানের পরই রাজবাড়িতে কার্যত শুরু হয়ে যায় পুজোর আমেজ। (ছবি- অর্ঘ চট্টোপাধ্যায়)

শোভাবাজার রাজবাড়ির প্রথা অনুযায়ী, এদিনই মাতৃপ্রতিমার পরনে ওঠে শাড়ি। প্রতিবারের মতো এবারও মাতৃপ্রতিমাকে মেরুন রঙের শাড়ি পরানো হয়। মাতৃপ্রতিমায় চক্ষুদানের পরই রাজবাড়িতে কার্যত শুরু হয়ে যায় পুজোর আমেজ। (ছবি- অর্ঘ চট্টোপাধ্যায়)

6 / 6