হৃত্বিক রোশন- এই তালিকায় হৃত্বিক রোশন জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে। তিনি সকলকে তাক লাগিয়ে বলিউডে কাম ব্যাক করেছিলেন সুপার ৩০ ছবি দিয়ে। বর্তমানে দুই বিগ প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
সদ্য বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে হৃত্বিক রোশন ফিরিয়েছেন বলিউডের অন্যতম বড় প্রজেক্ট ব্রহ্মাস্ত্র ২ ছবির প্রস্তাব। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, কৃষ ৪ ও রামায়নের কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকবেন।
কখনও সামনে উঠে আসে এটি শাহরুখ খান, কখনও আবার রণবীর সিং। তবে সেটা যে হৃত্বিক হতে পারে অনেকেই প্রথমটায় তা অনুমান করেননি। তবে জল্পনায় ঘি ঢেলে এবার কোন ইঙ্গিত দিলেন হৃত্বিক রোশন!
কৃষ ছবি এই পিতা-পুত্র জুটির অন্যতম জনপ্রিয় ছবি। সেই সিরিজ় থেকেই বাদ পড়ছে বাবা! বলিউডে এমনই জল্পনা তুঙ্গে। কারণ হিসেবে শোনা যাচ্ছে অন্য খবর। হৃত্বিকের ভাবনায় ছবির বাজার। বর্তমানে দর্শকদের স্বাদ বদল ঘটেছে।
সেই কারণেই এবার তিনিও নতুন কোনও ট্যালেন্টেড পরিচালক খোঁজ করছেন। যিনি হৃত্বিকের অ্যাকশন মাত্রাকে ছুঁতে পারবেন। সেই সুবাদেই ছবি পরিচালনা থেকে বাদ পড়ার সম্ভাবনা রাকেশ রোশনের।
বর্তমানে হৃত্বিক রোশন বিক্রম বেধা ছবির প্রচারেই নজর দিচ্ছেন। চলতি মাসের শেষেই মুক্তি পেতে চলেছে অ্যাকশন প্যাক এই ছবি। যা এক কথায় সিনে দুনিয়ায় ঝড় তুলবে বলেই ফিল্মবিশেষজ্ঞদের মত। ফলে পরবর্তী ছবি ঘিরে এখন খবরের শিরোনামে হৃত্বিক রোশন।