ইলিশ ভাপা,পাবদার ঝাল,মাটন কষা……জমে ক্ষীর ওম-মিমির প্রথম জামাইষষ্ঠী

বাড়িতে ঘরোয়া ভাবে প্রথম বছরের জামাইষষ্ঠী পালন করলেন টলিপাড়ার মিষ্টি জুটি ওম আর মিমি। পঞ্চব্যঞ্জন রেঁধে জামাই আদর করলেন মিমির মা।

| Edited By: | Updated on: Jun 16, 2021 | 10:32 PM
 প্রথম বছর  জামাইষষ্ঠী ওম এবং মিমির। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি চার হাত এক হয়েছে তাদের ।

প্রথম বছর জামাইষষ্ঠী ওম এবং মিমির। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি চার হাত এক হয়েছে তাদের ।

1 / 8
ওম-মিমির দক্ষিণ কলকাতার বাড়িতেই জমজমাট জামাইষষ্ঠী পালন করলেন মিমির মা।

ওম-মিমির দক্ষিণ কলকাতার বাড়িতেই জমজমাট জামাইষষ্ঠী পালন করলেন মিমির মা।

2 / 8
বাটা,ষাটের বাতাস সব রীতি মেনে পালন করলেন জামাইষষ্ঠী।

বাটা,ষাটের বাতাস সব রীতি মেনে পালন করলেন জামাইষষ্ঠী।

3 / 8
তবে শুধু মিমির মা নন, জামাইষষ্ঠীতে পুরোদস্তুর তাঁকে সাহায্য করেছেন ওমের মা ও।

তবে শুধু মিমির মা নন, জামাইষষ্ঠীতে পুরোদস্তুর তাঁকে সাহায্য করেছেন ওমের মা ও।

4 / 8
প্রথমবার জামাইষষ্ঠী, কিন্তু লকডাউন করোনা সব মিলিয়ে বড় করে সেলিব্রেট করতে না পারায় একটু মন খারাপ শাশুড়ি মার। জানালেন মিমি।

প্রথমবার জামাইষষ্ঠী, কিন্তু লকডাউন করোনা সব মিলিয়ে বড় করে সেলিব্রেট করতে না পারায় একটু মন খারাপ শাশুড়ি মার। জানালেন মিমি।

5 / 8
শাশুড়ির জন্য বিশেষ উপহার আনতে ভোলেননি ওম। উপহার দিয়েছেন একটি সুন্দর শাড়ি।

শাশুড়ির জন্য বিশেষ উপহার আনতে ভোলেননি ওম। উপহার দিয়েছেন একটি সুন্দর শাড়ি।

6 / 8
আম, লিচু, তরমুজ, পেয়ারা সব রকম মরসুমি ফলে সেজে উঠেছিল জামাই ষষ্ঠীর তত্ত্ব।

আম, লিচু, তরমুজ, পেয়ারা সব রকম মরসুমি ফলে সেজে উঠেছিল জামাই ষষ্ঠীর তত্ত্ব।

7 / 8
জামাইয়ের প্রিয় পাঁঠার মাংস। ইলিশ, পাবদা, মাটনের সহযোগে জমে গেল ওম মিমির জামাইষষ্ঠীর ভুরিভোজ।

জামাইয়ের প্রিয় পাঁঠার মাংস। ইলিশ, পাবদা, মাটনের সহযোগে জমে গেল ওম মিমির জামাইষষ্ঠীর ভুরিভোজ।

8 / 8
Follow Us: