Kajal Aggarwal: চোখ ফেরানোই দায়! প্রেগন্যান্সি গ্লো’তে উজ্জ্বল কাজল, প্রকাশ্যে বেবিবাম্প

kajal aggarwal Pregnant: বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। গালের চামড়া ফুলে যাওয়া এ সময় অস্বাভাবিক কিছু নয়। কাজলের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তবে গাল বেয়ে ঠিকরে বের হচ্ছে মাতৃত্বকালীন উজ্জ্বলতা।

| Edited By: | Updated on: Feb 24, 2022 | 11:47 PM
ওজন বেড়েছে বেশ খানিকটা। নায়িকাদের নিক্তি ওজনে মাপা চেহারা হারিয়েছেন মাস কয়েক আগেই। তবে কাজল আগরওয়ালের এ নিয়ে কোনও আফসোস নেই। জীবনের সবচাইতে সেরা মুহূর্তে উপভোগ করছেন তিনি। মা হতে চলেছেন কাজল।

ওজন বেড়েছে বেশ খানিকটা। নায়িকাদের নিক্তি ওজনে মাপা চেহারা হারিয়েছেন মাস কয়েক আগেই। তবে কাজল আগরওয়ালের এ নিয়ে কোনও আফসোস নেই। জীবনের সবচাইতে সেরা মুহূর্তে উপভোগ করছেন তিনি। মা হতে চলেছেন কাজল।

1 / 6
বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। গালের চামড়া ফুলে যাওয়া এ সময় অস্বাভাবিক কিছু নয়। কাজলের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তবে গাল বেয়ে ঠিকরে বের হচ্ছে মাতৃত্বকালীন উজ্জ্বলতা।

বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। গালের চামড়া ফুলে যাওয়া এ সময় অস্বাভাবিক কিছু নয়। কাজলের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তবে গাল বেয়ে ঠিকরে বের হচ্ছে মাতৃত্বকালীন উজ্জ্বলতা।

2 / 6
তার মুখ ভরা হাসি। পরনে ভারি শাড়ি আর আরও ভারি গয়না। ছবি শেয়ার করেছেন নিজেই। নেটিজেনদের সমস্বরে মন্তব্য, "এ যেন চোখ ফেরানো দায়'!

তার মুখ ভরা হাসি। পরনে ভারি শাড়ি আর আরও ভারি গয়না। ছবি শেয়ার করেছেন নিজেই। নেটিজেনদের সমস্বরে মন্তব্য, "এ যেন চোখ ফেরানো দায়'!

3 / 6
 ২০২০ সালে মুম্বইয়ে গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। কোভিডের কারণে সেই বিয়েতে হাজির ছিলেন হাতেগোনা অতিথি। বিয়ের এক বছরের মাথাতেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

২০২০ সালে মুম্বইয়ে গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। কোভিডের কারণে সেই বিয়েতে হাজির ছিলেন হাতেগোনা অতিথি। বিয়ের এক বছরের মাথাতেই মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

4 / 6
এ বছর প্রথম দিনেই দুই থেকে তিন হওয়ার খবর জানিয়েছিলেন কাজলের স্বামী। এর পর থেকেই বেবি বাম্পের ছবি একের পর এক শেয়ার করেছেন অভিনেত্রী। তবে তাঁর এই সাম্প্রতিক ফোটোশুটটি যেন নজরকাড়া।

এ বছর প্রথম দিনেই দুই থেকে তিন হওয়ার খবর জানিয়েছিলেন কাজলের স্বামী। এর পর থেকেই বেবি বাম্পের ছবি একের পর এক শেয়ার করেছেন অভিনেত্রী। তবে তাঁর এই সাম্প্রতিক ফোটোশুটটি যেন নজরকাড়া।

5 / 6
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কিছু দিন। এর পরেই সদস্য বাড়বে পরিবারে। বলিউড পাবে আরও এক স্টারকিডকে।

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কিছু দিন। এর পরেই সদস্য বাড়বে পরিবারে। বলিউড পাবে আরও এক স্টারকিডকে।

6 / 6
Follow Us: