Kareena Kapoor Khan: সীতার জন্য ১২ কোটি দাবি থেকে MMS লিক, বিতর্কের কেন্দ্রে যখন করিনা

Controversy: হিরোইন ছবিতে বেশকিছু ঘনিষ্টমুহূর্ত ছিল। যা পরবর্তে ভিডিয়ো ক্লিপিং আকারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

| Edited By: | Updated on: Sep 21, 2022 | 2:24 PM
শাহিদ কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি সামনে এসেছিল করিনা কাপুরের। কখন যাব ইউ মেট ছবির শুটিং-এ ব্যস্ত জুটি। একে অপরকে মনও দিয়েছিলেন। সেই মুহূর্তেই ঘনিষ্ট হওয়ার ছবি হয়ে যায় লিক। মুহূর্তে যা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

শাহিদ কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি সামনে এসেছিল করিনা কাপুরের। কখন যাব ইউ মেট ছবির শুটিং-এ ব্যস্ত জুটি। একে অপরকে মনও দিয়েছিলেন। সেই মুহূর্তেই ঘনিষ্ট হওয়ার ছবি হয়ে যায় লিক। মুহূর্তে যা ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।

1 / 6
সীতা চরিত্রের জন্য ১২ কোটি দাবি। করিনা কাপুর খান আসন্ন ছবি রামায়নের জন্য নির্বাচিত হয়েছিলেন। সেই ছবিতেই অভিনেতার প্রস্তাব নাকি গিয়েছিল করিনার কাছে। খবর ছড়িয়ে পড়ে তিনি চেয়েছেন ১২ কোটি টাকা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক, এমন একটি চরিত্রের জন্য এত টাকা দাবি কেন করছেন করিনা!

সীতা চরিত্রের জন্য ১২ কোটি দাবি। করিনা কাপুর খান আসন্ন ছবি রামায়নের জন্য নির্বাচিত হয়েছিলেন। সেই ছবিতেই অভিনেতার প্রস্তাব নাকি গিয়েছিল করিনার কাছে। খবর ছড়িয়ে পড়ে তিনি চেয়েছেন ১২ কোটি টাকা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক, এমন একটি চরিত্রের জন্য এত টাকা দাবি কেন করছেন করিনা!

2 / 6
হিরোইন ছবিতে বেশকিছু ঘনিষ্টমুহূর্ত ছিল। যা পরবর্তে ভিডিয়ো ক্লিপিং আকারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এমএমএস বিতর্কের তালিকায় নামও ওঠে করিনা কাপুর খানের। যদিও তা নিয়ে প্রকাশ্যে কোনওদিন মুখ খোলেননি সেলেব।

হিরোইন ছবিতে বেশকিছু ঘনিষ্টমুহূর্ত ছিল। যা পরবর্তে ভিডিয়ো ক্লিপিং আকারে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এমএমএস বিতর্কের তালিকায় নামও ওঠে করিনা কাপুর খানের। যদিও তা নিয়ে প্রকাশ্যে কোনওদিন মুখ খোলেননি সেলেব।

3 / 6
হৃত্বিক রোশনের সঙ্গে সম্পর্ক। হৃত্বিকের সঙ্গে করিনার পর্দায় রসায়ন ছিল বেশ পোক্ট। সেই সূত্রেই করিনা কাপুর খানের সঙ্গে হৃত্বিকের নাম জড়িয়ে শুরু হয় জল্পনা। যদিও হৃত্বিক রোশন ও করিনার মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না বলেই দাবি করেন জুটি। তবে তাঁদের পথ হয়ে যায় আলাদা।

হৃত্বিক রোশনের সঙ্গে সম্পর্ক। হৃত্বিকের সঙ্গে করিনার পর্দায় রসায়ন ছিল বেশ পোক্ট। সেই সূত্রেই করিনা কাপুর খানের সঙ্গে হৃত্বিকের নাম জড়িয়ে শুরু হয় জল্পনা। যদিও হৃত্বিক রোশন ও করিনার মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না বলেই দাবি করেন জুটি। তবে তাঁদের পথ হয়ে যায় আলাদা।

4 / 6
সইফ আলি খানের সঙ্গে বিয়ে নিয়ে রীতিমত জল্পনার শিকার হতে হয়েছিল তাঁকে। ডিভোর্সিকে বিয়ে করলে কেরিয়ার শেষ হয় যাবে। এমনটাই উপদেশ দিয়েছিলেন তিনি।  করিনা স্পষ্টই জানিয়ে ছিলেন যে তাঁর কেরিয়ারে এর কোনো প্রভাবই পড়বে না। তিনি প্রমাণ করেন তা।

সইফ আলি খানের সঙ্গে বিয়ে নিয়ে রীতিমত জল্পনার শিকার হতে হয়েছিল তাঁকে। ডিভোর্সিকে বিয়ে করলে কেরিয়ার শেষ হয় যাবে। এমনটাই উপদেশ দিয়েছিলেন তিনি। করিনা স্পষ্টই জানিয়ে ছিলেন যে তাঁর কেরিয়ারে এর কোনো প্রভাবই পড়বে না। তিনি প্রমাণ করেন তা।

5 / 6
এখানেই শেষ নয়, পাশাপাশি সইফকে আরও বলেন কপিল, যে এই ব্র্যান্ডে কি কেবল কপিলের প্রশ্নের পাল্টা উত্তরে জানান সইফ  না এমনটা নয়। এখানে সব নতুন পোশাকই পাওয়া যায়। ফলে করিনার কালেকশন এখানে পাওয়া যাবে না বলেই নিশ্চিত।

এখানেই শেষ নয়, পাশাপাশি সইফকে আরও বলেন কপিল, যে এই ব্র্যান্ডে কি কেবল কপিলের প্রশ্নের পাল্টা উত্তরে জানান সইফ না এমনটা নয়। এখানে সব নতুন পোশাকই পাওয়া যায়। ফলে করিনার কালেকশন এখানে পাওয়া যাবে না বলেই নিশ্চিত।

6 / 6
Follow Us: