AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karpur: শুধু পুজোর কাজে নয়, এই সুগন্ধি সর্দি-কাশি, ব্যথা সারাতেও দারুণ উপকারী, জানতেন?

Health Benefits: কর্পূর গাছের ছাল ও কাঠ থেকে কর্পূর তৈরি করা হয়। যেখানে কর্পূরের তেলও পাওয়া যায়। ব্যথা, চুলকানি দূর করতে এই তেল দারুণ কার্যকরী।

| Edited By: | Updated on: Sep 16, 2022 | 6:04 PM
Share
কর্পূর যে কোনও পুজো-পার্বণে একটি বিশেষ ও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। মোমের মত ও সুগন্ধযুক্ত পদার্থটি অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। সঙ্গে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রকৃতিরও।

কর্পূর যে কোনও পুজো-পার্বণে একটি বিশেষ ও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। মোমের মত ও সুগন্ধযুক্ত পদার্থটি অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। সঙ্গে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রকৃতিরও।

1 / 8
কর্পূর গাছের ছাল ও কাঠ থেকে কর্পূর তৈরি করা হয়। যেখানে কর্পূরের তেলও পাওয়া যায়। ব্যথা, চুলকানি দূর করতে এই তেল দারুণ কার্যকরী।

কর্পূর গাছের ছাল ও কাঠ থেকে কর্পূর তৈরি করা হয়। যেখানে কর্পূরের তেলও পাওয়া যায়। ব্যথা, চুলকানি দূর করতে এই তেল দারুণ কার্যকরী।

2 / 8
কর্পূরের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেগুলিকে একেবারেই অগ্রাহ্য করা চলবে না। ত্বকের সমস্যার সমধান থেকে শুরু করে পেশিতে ব্যথা দূর করতে ও বিভিন্ন কারণে কর্পূরের ব্যবহার করা হয়।

কর্পূরের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেগুলিকে একেবারেই অগ্রাহ্য করা চলবে না। ত্বকের সমস্যার সমধান থেকে শুরু করে পেশিতে ব্যথা দূর করতে ও বিভিন্ন কারণে কর্পূরের ব্যবহার করা হয়।

3 / 8
সাধারণ সর্দি-কাশি উপশমের জন্য কর্পূরকে স্টিম হিসেবে গ্রহণ করতে পারেন। ঘুমাতে যাওয়ার আগে বুকে কর্পূরের তেল দিয়ে মালিশ করলে দারণ আরাম পাবেন।

সাধারণ সর্দি-কাশি উপশমের জন্য কর্পূরকে স্টিম হিসেবে গ্রহণ করতে পারেন। ঘুমাতে যাওয়ার আগে বুকে কর্পূরের তেল দিয়ে মালিশ করলে দারণ আরাম পাবেন।

4 / 8
পেশির ব্যথা নিরাময়ের জন্য কর্পূর ব্যবহার করা যেতে পারে। এতে রয়েছে অ্যান্টি-স্পাসমোডিক বৈশিষ্ট্য যা কালসিটে বা পড়ে গিয়ে ব্যথা পেলে পেশিগুলিকে শিথিল করতে সাহায্য করে। ক্র্যাম্প হলে তার ব্যথা দূর করতেও সাহায্য করে।

পেশির ব্যথা নিরাময়ের জন্য কর্পূর ব্যবহার করা যেতে পারে। এতে রয়েছে অ্যান্টি-স্পাসমোডিক বৈশিষ্ট্য যা কালসিটে বা পড়ে গিয়ে ব্যথা পেলে পেশিগুলিকে শিথিল করতে সাহায্য করে। ক্র্যাম্প হলে তার ব্যথা দূর করতেও সাহায্য করে।

5 / 8
কর্পূরের তেল ব্যবহার করলে খুব সহজেই ঘুমিয়ে পড়তে সাহায্য করে। এই তেলের গন্ধ একটি শান্ত প্রভাব ফেলে শরীরের উপর।

কর্পূরের তেল ব্যবহার করলে খুব সহজেই ঘুমিয়ে পড়তে সাহায্য করে। এই তেলের গন্ধ একটি শান্ত প্রভাব ফেলে শরীরের উপর।

6 / 8
ব্যথা ও প্রদাহের জ্বালায় ভুগলে কর্পূরের ব্যবহার করে ব্যথা প্রশমিত হয়। সংবেদনশীল স্নায়ুকে অসাড় করতে কাজ করে। তাতে ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে।

ব্যথা ও প্রদাহের জ্বালায় ভুগলে কর্পূরের ব্যবহার করে ব্যথা প্রশমিত হয়। সংবেদনশীল স্নায়ুকে অসাড় করতে কাজ করে। তাতে ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে।

7 / 8
মাথার ত্বকে কর্পূরের তেল ব্যবহার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ও অবশেষে চুলকে নরম ও মজবুত করতে সাহায্য করে।

মাথার ত্বকে কর্পূরের তেল ব্যবহার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় ও অবশেষে চুলকে নরম ও মজবুত করতে সাহায্য করে।

8 / 8
বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে না কোনও প্রকল্প, বললেন শাহ
বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে না কোনও প্রকল্প, বললেন শাহ
ঢিলেমি নয়! বাংলায় এসে দলের নেতাদের সতর্ক করলেন শাহ
ঢিলেমি নয়! বাংলায় এসে দলের নেতাদের সতর্ক করলেন শাহ
মাটি কামড়ে পড়ে থাকার বার্তা মমতার! BLA-দের নিয়ে কী বলছে কমিশন?
মাটি কামড়ে পড়ে থাকার বার্তা মমতার! BLA-দের নিয়ে কী বলছে কমিশন?
কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিক্ষোভের মুখে পড়েছিলেন, রিপোর্ট জমা দিলেন...
কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিক্ষোভের মুখে পড়েছিলেন, রিপোর্ট জমা দিলেন...
নির্বাচন কমিশনের ভিতরেই অভিষেক ও জ্ঞানেশ কুমারের 'বাগবিতণ্ডা'? দেখুন
নির্বাচন কমিশনের ভিতরেই অভিষেক ও জ্ঞানেশ কুমারের 'বাগবিতণ্ডা'? দেখুন
জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক শেষে বিস্ফোরক অভিষেক, কী বললেন?
জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক শেষে বিস্ফোরক অভিষেক, কী বললেন?
বাংলায় মাথা পিছু আয় কত? তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর
বাংলায় মাথা পিছু আয় কত? তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর
বাংলা আবাসে দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি, কাঠগড়ায় তৃণমূলই
বাংলা আবাসে দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি, কাঠগড়ায় তৃণমূলই
'উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে'
'উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে'
ছাব্বিশের নির্বাচনকে 'কুরুক্ষেত্র' বললেন সুকান্ত, যুক্তিও দিলেন...
ছাব্বিশের নির্বাচনকে 'কুরুক্ষেত্র' বললেন সুকান্ত, যুক্তিও দিলেন...