Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Refreshing Summer Perfumes: প্যাচপ্যাচে গরম থেকে মাথাযন্ত্রণা মন ফুরফুরে রাখতে জুড়ি মেলা ভার সুগন্ধীর, জানুন ব্যবহার

Perfume: স্নানের পর সুগন্ধী স্প্রে করলে মন শান্ত হয়। মাথা ব্যথা কমে। এছাড়াও ঘুম ভাল হয়

| Edited By: | Updated on: Apr 20, 2023 | 7:56 PM
গরম যেভাবে বাড়ছে তাতে সকলেই তিতিবিরক্ত। কলকাতার পারদ ইতিমধ্যে ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

গরম যেভাবে বাড়ছে তাতে সকলেই তিতিবিরক্ত। কলকাতার পারদ ইতিমধ্যে ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

1 / 8
শুধু গরম নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে দূষণ এবং লোডশেডিং। রোজ রাতে, বিকেলে, দুপুরে অনেক জায়গাতেই হঠাৎ হঠাৎ পাওয়ার কাট হয়ে যাচ্ছে। এতে রাতের ঘুমের দফারফা। এদিকে সারাদিন ঘেমে-নেয়ে অফিস, মনও ক্লান্ত হয়ে পড়ে।

শুধু গরম নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে দূষণ এবং লোডশেডিং। রোজ রাতে, বিকেলে, দুপুরে অনেক জায়গাতেই হঠাৎ হঠাৎ পাওয়ার কাট হয়ে যাচ্ছে। এতে রাতের ঘুমের দফারফা। এদিকে সারাদিন ঘেমে-নেয়ে অফিস, মনও ক্লান্ত হয়ে পড়ে।

2 / 8
গরমে ভিড় ঠেলে যেভাবে রোজ ঘেমে নেয়ে অফিস আসতে হচ্ছে সেখানেই এনার্জি অর্ধেক হয়ে যায়। ঘামে জামা শরীরের সঙ্গে চিটে গেলে বড়ই বিরক্ত লাগে। আর তাই প্যাচপ্যাচে গরম থেকে বাঁচতে রোজ সুগন্ধী ব্যবহার করুন।

গরমে ভিড় ঠেলে যেভাবে রোজ ঘেমে নেয়ে অফিস আসতে হচ্ছে সেখানেই এনার্জি অর্ধেক হয়ে যায়। ঘামে জামা শরীরের সঙ্গে চিটে গেলে বড়ই বিরক্ত লাগে। আর তাই প্যাচপ্যাচে গরম থেকে বাঁচতে রোজ সুগন্ধী ব্যবহার করুন।

3 / 8
এছাড়াও এই সময় সুগন্ধির বিক্রি বাড়ে। সুগন্ধী যেমন শরীর ঠান্ডা রেখে তেমন মনও ভাল করে। স্নান সেরে অফিস আসার সময় তাই বডি স্প্রে ব্যবহার করতে ভুলবেন না। তবে রোজ একই পারফিউম ব্যবহার করবেন না।

এছাড়াও এই সময় সুগন্ধির বিক্রি বাড়ে। সুগন্ধী যেমন শরীর ঠান্ডা রেখে তেমন মনও ভাল করে। স্নান সেরে অফিস আসার সময় তাই বডি স্প্রে ব্যবহার করতে ভুলবেন না। তবে রোজ একই পারফিউম ব্যবহার করবেন না।

4 / 8
এছাড়াও পারফিউম সরাসরি শরীরে স্প্রে করবেন না। এতে অ্যালকোহল বেশি পরিমাণে থাকে। যার কারণে অ্যালার্জির সমস্যা হতে পারে।

এছাড়াও পারফিউম সরাসরি শরীরে স্প্রে করবেন না। এতে অ্যালকোহল বেশি পরিমাণে থাকে। যার কারণে অ্যালার্জির সমস্যা হতে পারে।

5 / 8
স্প্রে করার পর তা আর ঘষবেন না। এতে গন্ধ উড়ে যায়। আর যদি সুগন্ধ বেশিক্ষণ রাখতে চান তাহলে কবজি, কনুইয়ের ভাঁজের অংশে এবং কানের পিছনে স্প্রে করুন।

স্প্রে করার পর তা আর ঘষবেন না। এতে গন্ধ উড়ে যায়। আর যদি সুগন্ধ বেশিক্ষণ রাখতে চান তাহলে কবজি, কনুইয়ের ভাঁজের অংশে এবং কানের পিছনে স্প্রে করুন।

6 / 8
অতিরিক্ত সুগন্ধি ব্যবহার না কর ভালো। পারফিউম কখনও ফ্রিজে রাখবেন না। সব সময় শুষ্ক এবং ঠান্ডা জায়গায় রাখবেন।

অতিরিক্ত সুগন্ধি ব্যবহার না কর ভালো। পারফিউম কখনও ফ্রিজে রাখবেন না। সব সময় শুষ্ক এবং ঠান্ডা জায়গায় রাখবেন।

7 / 8
অনুষ্ঠান বুঝে সঠিক  পারফিউম ব্যবহার করুন। অফিসে হালকা কোনও সুগন্ধী ব্যবহার করুন আর রাত পার্টিতে কড়া পারফিউম।

অনুষ্ঠান বুঝে সঠিক পারফিউম ব্যবহার করুন। অফিসে হালকা কোনও সুগন্ধী ব্যবহার করুন আর রাত পার্টিতে কড়া পারফিউম।

8 / 8
Follow Us: