DIY Shower Gel: গরমে দিনে দু’বার স্নান করছেন, সাবান ছেড়ে বাড়িতে বানিয়ে নিন শাওয়ার জেল

Body Wash Tips: গরমে দু'বার স্নান করেছেন অনেকেই। এতে স্বস্তি মিলছে। আর তার সঙ্গে সাবানের ব্যবহারও বেড়েছে। কিন্তু স্নানের সময় ক্ষারযুক্ত সাবান ব্যবহার করলে, আপনার ত্বকের দফারফা হয়ে যাবে। সাবানের মধ্যে ক্ষারের পরিমাণ বেশি থাকে, যা ত্বককে শুষ্ক ও রুক্ষ করে দিতে পারে।

| Edited By: | Updated on: Apr 25, 2023 | 8:30 AM
গরমে দু'বার স্নান করেছেন অনেকেই। এতে স্বস্তি মিলছে। আর তার সঙ্গে সাবানের ব্যবহারও বেড়েছে। কিন্তু স্নানের সময় ক্ষারযুক্ত সাবান ব্যবহার করলে, আপনার ত্বকের দফারফা হয়ে যাবে। সাবানের মধ্যে ক্ষারের পরিমাণ বেশি থাকে, যা ত্বককে শুষ্ক ও রুক্ষ করে দিতে পারে।

গরমে দু'বার স্নান করেছেন অনেকেই। এতে স্বস্তি মিলছে। আর তার সঙ্গে সাবানের ব্যবহারও বেড়েছে। কিন্তু স্নানের সময় ক্ষারযুক্ত সাবান ব্যবহার করলে, আপনার ত্বকের দফারফা হয়ে যাবে। সাবানের মধ্যে ক্ষারের পরিমাণ বেশি থাকে, যা ত্বককে শুষ্ক ও রুক্ষ করে দিতে পারে।

1 / 8
নিয়মিত সাবান ব্যবহার করলে এটি ত্বকের প্রাকৃতিক তেলকে নষ্ট করে দেয়। যার জেরে আপনার ত্বক ধীরে ধীরে জেল্লা হারাতে থাকে। এই কারণে সাবানের চেয়ে শাওয়ার জেল অনেক বেশি উপকারী। শাওয়ার জেলে এমন উপকরণ থাকে যা ত্বকের আর্দ্রতা বেশি বজায় থাকে।

নিয়মিত সাবান ব্যবহার করলে এটি ত্বকের প্রাকৃতিক তেলকে নষ্ট করে দেয়। যার জেরে আপনার ত্বক ধীরে ধীরে জেল্লা হারাতে থাকে। এই কারণে সাবানের চেয়ে শাওয়ার জেল অনেক বেশি উপকারী। শাওয়ার জেলে এমন উপকরণ থাকে যা ত্বকের আর্দ্রতা বেশি বজায় থাকে।

2 / 8
গরমকালে শাওয়ার জেল ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। এটি ত্বককে অতিরিক্ত তেলতেলে করে তোলে না। তার উপর শাওয়ার জেল ব্যবহার করলে ত্বকের উপর পিএইচ স্তরের ভারসাম্যও বজায় থাকে।

গরমকালে শাওয়ার জেল ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। এটি ত্বককে অতিরিক্ত তেলতেলে করে তোলে না। তার উপর শাওয়ার জেল ব্যবহার করলে ত্বকের উপর পিএইচ স্তরের ভারসাম্যও বজায় থাকে।

3 / 8
বাজারচলতি শাওয়ার জেলের বদলে আপনি বাড়িতেও এটি বানিয়ে নিতে পারেন। শুধু বাজার থেকে কাস্টাইল সোপ কিনে নিন। বাকি উপাদান আপনার হেঁশেলেই মিলবে। যেহেতু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে শাওয়ার জেল বানাবেন, তাই এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

বাজারচলতি শাওয়ার জেলের বদলে আপনি বাড়িতেও এটি বানিয়ে নিতে পারেন। শুধু বাজার থেকে কাস্টাইল সোপ কিনে নিন। বাকি উপাদান আপনার হেঁশেলেই মিলবে। যেহেতু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে শাওয়ার জেল বানাবেন, তাই এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।

4 / 8
৩/৪ কাপ তরল কাস্টাইল সোপ নিন। এতে ৩/৪ কাপ আমন্ডের তেল, ১/২ কাপ মধু এবং ১০ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। উপাদানগুলো ভাল করে মিশিয়ে নিয়ে বোতলে ভরে রাখুন। স্নানের সময় ব্যবহার করুন এই শাওয়ার জেল।

৩/৪ কাপ তরল কাস্টাইল সোপ নিন। এতে ৩/৪ কাপ আমন্ডের তেল, ১/২ কাপ মধু এবং ১০ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। উপাদানগুলো ভাল করে মিশিয়ে নিয়ে বোতলে ভরে রাখুন। স্নানের সময় ব্যবহার করুন এই শাওয়ার জেল।

5 / 8
গোলাপ জল দিয়েও শাওয়ার জেল বানিয়ে নিতে পারেন। ২ কাপ তরল কাস্টাইল সোপের সঙ্গে ১ কাপ গোলাপ জল, ৩ টেবিল চামচ আমন্ডের তেল আর কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। উপাদানগুলো ভাল করে মিশিয়ে বোতলে ভরে নিন।

গোলাপ জল দিয়েও শাওয়ার জেল বানিয়ে নিতে পারেন। ২ কাপ তরল কাস্টাইল সোপের সঙ্গে ১ কাপ গোলাপ জল, ৩ টেবিল চামচ আমন্ডের তেল আর কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। উপাদানগুলো ভাল করে মিশিয়ে বোতলে ভরে নিন।

6 / 8
শুষ্ক ত্বকে গ্লিরাসিনের শাওয়ার জেল ব্যবহার করুন। ১ কাপ তরল কাস্টাইল সোপে ৫ চা চামচ গ্লিরাসিন এবং ১০ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। উপাদানগুলো ভাল করে মিশিয়ে বোতলে ভরে নিন। স্নানের সময় ব্যবহার করতে পারেন এই শাওয়ার জেল।

শুষ্ক ত্বকে গ্লিরাসিনের শাওয়ার জেল ব্যবহার করুন। ১ কাপ তরল কাস্টাইল সোপে ৫ চা চামচ গ্লিরাসিন এবং ১০ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। উপাদানগুলো ভাল করে মিশিয়ে বোতলে ভরে নিন। স্নানের সময় ব্যবহার করতে পারেন এই শাওয়ার জেল।

7 / 8
যদি মনে হয় এই শাওয়ার জেল ঝক্কি পোহানোর কাজ, তাহলে মাত্র দুটো উপাদান দিয়েও আপনি শাওয়ার জেল বানিয়ে নিতে পারেন। ৩/৪ কাপ কাস্টাইল সোপের সঙ্গে ৫ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ব্যস তৈরি আপনার শাওয়ার জেল।

যদি মনে হয় এই শাওয়ার জেল ঝক্কি পোহানোর কাজ, তাহলে মাত্র দুটো উপাদান দিয়েও আপনি শাওয়ার জেল বানিয়ে নিতে পারেন। ৩/৪ কাপ কাস্টাইল সোপের সঙ্গে ৫ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। ব্যস তৈরি আপনার শাওয়ার জেল।

8 / 8
Follow Us: