Mahashivratri 2024: ভোলেবাবার কৃপা পেতে কীভাবে করবেন শিব চতুর্দশীর পুজো? জানুন পুজোর সামগ্রী, মন্ত্র ও পুজো পদ্ধতি

Fast and Worship Method: মহাশিবরাত্রির শুভ সময় কখন? ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথির শুরু হচ্ছে ৮ মার্চ, সন্ধ্যে ৮টা ৫৭ মিনিট থেকে। শেষ হচ্ছে ৯ মার্চ, সন্ধ্যে ৬টা ১৭ মিনিটে। । এছাড়া এদিন সর্বার্থ সিদ্ধি যোগ হবে ৬টা ৩৮ মিনিট। ছাড়বে রাত ১০টা ১১ মিনিটে। শ্রাবণ নক্ষত্র যোগ তৈরি হচ্ছে সকাল ৬টা ৩৮ মিনিট থেকে। শেষ হবে ১০টা ৪১ মিনিটে।

| Updated on: Mar 08, 2024 | 6:31 PM
আজ মহাশিবরাত্রি। শুক্র প্রদোষ, শিব যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, সিদ্ধ যোগ ও শ্রাবণ নক্ষত্রের শুভ যোগ ঘটতে চলেছে এই বিশেষ ও পবিত্র দিনে। কথিত আছে, মহাশিবরাত্রির দিন, মহেশ্বর প্রথমবার মাটি থেকে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন।

আজ মহাশিবরাত্রি। শুক্র প্রদোষ, শিব যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, সিদ্ধ যোগ ও শ্রাবণ নক্ষত্রের শুভ যোগ ঘটতে চলেছে এই বিশেষ ও পবিত্র দিনে। কথিত আছে, মহাশিবরাত্রির দিন, মহেশ্বর প্রথমবার মাটি থেকে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন।

1 / 10
এদিন শিবের পাশাপাশি বিষ্ণুদেব, ব্রহ্মার পুজো করা হয়। কারণ এই তিন দেবতাই একসঙ্গে অবস্থিত এই শিবলিঙ্গে। পাশাপাশি এই পবিত্র দিনে শিব-পার্বতীরও বিবাহ হয়েছিল বলে উভয়কেই একআসনে রেখে পুজো করার নিয়ম রয়েছে। প্রতি মাসে মাসিক শিবরাত্রি পালন করার পাশাপাশি মহাশিবরাত্রির দিন ভক্তরা উপবাস রেখে মহাদেবের পুজো করেন।

এদিন শিবের পাশাপাশি বিষ্ণুদেব, ব্রহ্মার পুজো করা হয়। কারণ এই তিন দেবতাই একসঙ্গে অবস্থিত এই শিবলিঙ্গে। পাশাপাশি এই পবিত্র দিনে শিব-পার্বতীরও বিবাহ হয়েছিল বলে উভয়কেই একআসনে রেখে পুজো করার নিয়ম রয়েছে। প্রতি মাসে মাসিক শিবরাত্রি পালন করার পাশাপাশি মহাশিবরাত্রির দিন ভক্তরা উপবাস রেখে মহাদেবের পুজো করেন।

2 / 10
মহাশিবরাত্রির সামগ্রী: আজ সন্ধ্যের সময় থেকে উপবাস রাখা শুরু হলে, দিনের সময়ে মহাশিবরাত্রির পুজোর জন্য সামগ্রী কিনে ঘরে আনা উচিত। শিবপুজোর জন্য লাগবে ভোলেনাথের একটি শিবলিঙ্গ বা ছবি, পবিত্র সুতো, কাপড়, রুদ্রাক্ষ, রক্ষাসূত্র, বেলপত্র, শমী পাতা, আকন্দ ফুল, ফুলের মালা, গঙ্গাজল, গরুর দুধ, দই, চিনি, সাদা চন্দন, অক্ষত, সুগন্ধি, লবঙ্গ, এলাচ, কেশর, সুপারি, মধু, মৌসুমি ফল, ভষ্ম, অভ্র, কুশের আসন, যজ্ঞের সামগ্রী, দেবী পার্বতীর সাজসজ্জার সামগ্রী, শাড়ি, একটি প্রদীপ, ঘি, কর্পূর, শিব চলিসা, শিব আরতির সামগ্রী, এছাড়া শিবপুরাণের ব্রতপাঠের বই।

মহাশিবরাত্রির সামগ্রী: আজ সন্ধ্যের সময় থেকে উপবাস রাখা শুরু হলে, দিনের সময়ে মহাশিবরাত্রির পুজোর জন্য সামগ্রী কিনে ঘরে আনা উচিত। শিবপুজোর জন্য লাগবে ভোলেনাথের একটি শিবলিঙ্গ বা ছবি, পবিত্র সুতো, কাপড়, রুদ্রাক্ষ, রক্ষাসূত্র, বেলপত্র, শমী পাতা, আকন্দ ফুল, ফুলের মালা, গঙ্গাজল, গরুর দুধ, দই, চিনি, সাদা চন্দন, অক্ষত, সুগন্ধি, লবঙ্গ, এলাচ, কেশর, সুপারি, মধু, মৌসুমি ফল, ভষ্ম, অভ্র, কুশের আসন, যজ্ঞের সামগ্রী, দেবী পার্বতীর সাজসজ্জার সামগ্রী, শাড়ি, একটি প্রদীপ, ঘি, কর্পূর, শিব চলিসা, শিব আরতির সামগ্রী, এছাড়া শিবপুরাণের ব্রতপাঠের বই।

3 / 10
শিবপুজোর সময় নৈবেদ্য হিসেবে কী কী দেবেন, তা জানাও উচিত। এদিন শিবের সব প্রিয় ফল, ফুল ও খাবার দেওয়া হয়। হালুয়া, মালাই, মালপুয়া, লস্যি, সাদা বরফি, শুকনো খোয়া ক্ষীর, ক্ষীর ইত্যাদি।

শিবপুজোর সময় নৈবেদ্য হিসেবে কী কী দেবেন, তা জানাও উচিত। এদিন শিবের সব প্রিয় ফল, ফুল ও খাবার দেওয়া হয়। হালুয়া, মালাই, মালপুয়া, লস্যি, সাদা বরফি, শুকনো খোয়া ক্ষীর, ক্ষীর ইত্যাদি।

4 / 10
মহাশিবরাত্রির শুভ সময় কখন? ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথির শুরু হচ্ছে ৮ মার্চ, সন্ধ্যে ৮টা ৫৭ মিনিট থেকে। শেষ হচ্ছে ৯ মার্চ, সন্ধ্যে ৬টা ১৭ মিনিটে। । এছাড়া এদিন সর্বার্থ সিদ্ধি যোগ হবে ৬টা ৩৮ মিনিট। ছাড়বে রাত ১০টা ১১ মিনিটে। শ্রাবণ নক্ষত্র যোগ তৈরি হচ্ছে সকাল ৬টা ৩৮ মিনিট থেকে। শেষ হবে ১০টা ৪১ মিনিটে।

মহাশিবরাত্রির শুভ সময় কখন? ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী তিথির শুরু হচ্ছে ৮ মার্চ, সন্ধ্যে ৮টা ৫৭ মিনিট থেকে। শেষ হচ্ছে ৯ মার্চ, সন্ধ্যে ৬টা ১৭ মিনিটে। । এছাড়া এদিন সর্বার্থ সিদ্ধি যোগ হবে ৬টা ৩৮ মিনিট। ছাড়বে রাত ১০টা ১১ মিনিটে। শ্রাবণ নক্ষত্র যোগ তৈরি হচ্ছে সকাল ৬টা ৩৮ মিনিট থেকে। শেষ হবে ১০টা ৪১ মিনিটে।

5 / 10
মহাশিবরাত্রি পুজোর মন্ত্র:  1. ওম ত্রিম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম। উর্ভারুকমিভ বন্ধনান মৃত্যুর্মুখিয়া মমৃতত।।  2. নগেন্দ্রহারায় ত্রিলোচনায়া ভাসমঙ্গারাগয়া মহেশ্বরায়। নিত্যায় শুদ্ধায় দিগম্বরয় তস্মৈ নকরায় নমঃ শিবায়।।  3. ওম নমঃ শিবায়

মহাশিবরাত্রি পুজোর মন্ত্র: 1. ওম ত্রিম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম। উর্ভারুকমিভ বন্ধনান মৃত্যুর্মুখিয়া মমৃতত।। 2. নগেন্দ্রহারায় ত্রিলোচনায়া ভাসমঙ্গারাগয়া মহেশ্বরায়। নিত্যায় শুদ্ধায় দিগম্বরয় তস্মৈ নকরায় নমঃ শিবায়।। 3. ওম নমঃ শিবায়

6 / 10
মহাশিবরাত্রির উপবাস ও পুজো পদ্ধতি: মহাশিবরাত্রিতে, দৈনন্দিন কাজকর্ম এড়িয়ে  চলাই ভাল। ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। পরিষ্কার পোশাক পরিধান করুন,তারপর মহাশিবরাত্রি উপবাস ও শিবপূজা পালনের সংকল্প করুন।

মহাশিবরাত্রির উপবাস ও পুজো পদ্ধতি: মহাশিবরাত্রিতে, দৈনন্দিন কাজকর্ম এড়িয়ে চলাই ভাল। ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। পরিষ্কার পোশাক পরিধান করুন,তারপর মহাশিবরাত্রি উপবাস ও শিবপূজা পালনের সংকল্প করুন।

7 / 10
ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

8 / 10
ওম নমঃ শিবায় মন্ত্র জপ করার সময় মহাদেবকে বেলপত্র, ধুতুরা, শমী পাতা, আকন্দ ফুল, মধু, চিনি, ফল, ধূপ, প্রদীপ, ঘি ইত্যাদি অর্পণ করুন। সিবের পাশাপাশি দেবী পার্বতীর পুজো করা উচিত।

ওম নমঃ শিবায় মন্ত্র জপ করার সময় মহাদেবকে বেলপত্র, ধুতুরা, শমী পাতা, আকন্দ ফুল, মধু, চিনি, ফল, ধূপ, প্রদীপ, ঘি ইত্যাদি অর্পণ করুন। সিবের পাশাপাশি দেবী পার্বতীর পুজো করা উচিত।

9 / 10
রাতে জেগে শিবপুরাণ ও ব্রত কাহিনি পড়তে পারেন। পরেরদিন সূর্যোদয়ের পর স্নান করে পুজো করতে হবে। এদিন সামর্থ্য অনুযায়ী খাদ্য, বস্ত্র ইত্যাদি দান করতে পারেন। শিবের মাথায় জল ঢেলে উপবাস ও ব্রত ভঙ্গ করুন। তাতে শিবের কৃপায় আপনার সব ইচ্ছে পূরণ হতে পারে আপনার।

রাতে জেগে শিবপুরাণ ও ব্রত কাহিনি পড়তে পারেন। পরেরদিন সূর্যোদয়ের পর স্নান করে পুজো করতে হবে। এদিন সামর্থ্য অনুযায়ী খাদ্য, বস্ত্র ইত্যাদি দান করতে পারেন। শিবের মাথায় জল ঢেলে উপবাস ও ব্রত ভঙ্গ করুন। তাতে শিবের কৃপায় আপনার সব ইচ্ছে পূরণ হতে পারে আপনার।

10 / 10
Follow Us:
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?