Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pele Death: চায়ের দোকানে কাজ-জুতো পরিষ্কার করা… কেমন কেটেছিল পেলের ছেলেবেলা?

এডসন আরান্তেস দো নাসিমেন্তো... নামটা চিনতে পারছেন? অনেকেই হয়তো এই নামটার সঙ্গে পরিচিত নন। ইনি আর কেউ নন, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে ফুটবল জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন পেলে। ব্রাজিলের জার্সিতে তিন বার বিশ্বকাপ জিতেছেন পেলে। ফিরে দেখা ফুটবল সম্রাটের ছেলেবেলা...

| Edited By: | Updated on: Dec 30, 2022 | 10:51 AM
১৯৪০ সালের ২১ অক্টোবর, ব্রাজিলের মিনাস জেরিয়াসের কোরাক্লাসের এক দরিদ্র পরিবারে পেলের (Pele) জন্ম। ছেলেবেলা থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন পেলে। ছেলেবেলায় ব্রাজিলের কোরাক্লাসের রাস্তায় ফুটবল খেলে পেলের দিন কেটেছে। ছবি-টুইটার)

১৯৪০ সালের ২১ অক্টোবর, ব্রাজিলের মিনাস জেরিয়াসের কোরাক্লাসের এক দরিদ্র পরিবারে পেলের (Pele) জন্ম। ছেলেবেলা থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন পেলে। ছেলেবেলায় ব্রাজিলের কোরাক্লাসের রাস্তায় ফুটবল খেলে পেলের দিন কেটেছে। ছবি-টুইটার)

1 / 7
বাবার কাছে ফুটবলে হাতে খড়ি পেলের। ছেলেবেলায় পেলের ফুটবল কেনার সামর্থ্যটুকুও ছিল না। অনেক সময় মোজার ভেতর খবরের কাগজ ঢুকিয়ে সেটিতে রাবার ব্য়ান্ড দিয়ে আটকে ফুটবলের মতো বানিয়ে খেলতেন পেলে। কে জানত, এই ছেলেই একদিন বিশ্ব ফুটবলে নিজের ছাপ রেখে যাবেন! (ছবি-টুইটার)

বাবার কাছে ফুটবলে হাতে খড়ি পেলের। ছেলেবেলায় পেলের ফুটবল কেনার সামর্থ্যটুকুও ছিল না। অনেক সময় মোজার ভেতর খবরের কাগজ ঢুকিয়ে সেটিতে রাবার ব্য়ান্ড দিয়ে আটকে ফুটবলের মতো বানিয়ে খেলতেন পেলে। কে জানত, এই ছেলেই একদিন বিশ্ব ফুটবলে নিজের ছাপ রেখে যাবেন! (ছবি-টুইটার)

2 / 7
পেলের আসল নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। বিখ্যাত আবিষ্কারক থমাস আলভা এডিসনের সঙ্গে মিলিয়ে পেলের নাম রাখেন তাঁর বাবা। তাঁর মা-বাবা ঠিক করেমস তাঁরা 'এডিসন'-এর 'ই'-টা বাদ দেবেন। ব্রাজিলিয়ান কিংবদন্তির ডাকনাম ছিল ডিকো। সেই নামেও তাঁকে খুব বেশি কেউ ডাকতেন না। বিশ্ববন্দিত পেলে নামটি পরিবারের দেওয়া নয়। স্কুলে পড়ার সময় এই নামটি তাঁকে দেন তাঁর বন্ধুরা। (ছবি-টুইটার)

পেলের আসল নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। বিখ্যাত আবিষ্কারক থমাস আলভা এডিসনের সঙ্গে মিলিয়ে পেলের নাম রাখেন তাঁর বাবা। তাঁর মা-বাবা ঠিক করেমস তাঁরা 'এডিসন'-এর 'ই'-টা বাদ দেবেন। ব্রাজিলিয়ান কিংবদন্তির ডাকনাম ছিল ডিকো। সেই নামেও তাঁকে খুব বেশি কেউ ডাকতেন না। বিশ্ববন্দিত পেলে নামটি পরিবারের দেওয়া নয়। স্কুলে পড়ার সময় এই নামটি তাঁকে দেন তাঁর বন্ধুরা। (ছবি-টুইটার)

3 / 7
পেলের ছেলেবেলা মারাত্মক কষ্টে কেটেছিল। পেলেরা দু'ভাই। তিনি ছিলেন বড় ভাই। অভাবের সংসারে পেলেকে একটা সময় চায়ের দোকানেও কাজ করতে হয়েছে। (ছবি-টুইটার)

পেলের ছেলেবেলা মারাত্মক কষ্টে কেটেছিল। পেলেরা দু'ভাই। তিনি ছিলেন বড় ভাই। অভাবের সংসারে পেলেকে একটা সময় চায়ের দোকানেও কাজ করতে হয়েছে। (ছবি-টুইটার)

4 / 7
শুধু চায়ের দোকানেই নয়, পেলে একটা সময় রেলস্টেশনে ঝাড়ুও দিয়েছিলেন। জুতো পরিষ্কারও করেছিলেন পেলে। ভাবা যায়! একজন বিশ্ব বন্দিত ফুটবলার অভাবের তাড়নায় ক'টা টাকার জন্য কখনও চায়ের দোকানে কাজ করেছেন, তো কখনও রেলস্টেশনে ঝাড়ু দিয়েছেন। (ছবি-টুইটার)

শুধু চায়ের দোকানেই নয়, পেলে একটা সময় রেলস্টেশনে ঝাড়ুও দিয়েছিলেন। জুতো পরিষ্কারও করেছিলেন পেলে। ভাবা যায়! একজন বিশ্ব বন্দিত ফুটবলার অভাবের তাড়নায় ক'টা টাকার জন্য কখনও চায়ের দোকানে কাজ করেছেন, তো কখনও রেলস্টেশনে ঝাড়ু দিয়েছেন। (ছবি-টুইটার)

5 / 7
পেলে শুধু ব্রাজিলের নন, গোটা বিশ্বের ফুটবল সম্রাট। বল পায়ে তিনি শিল্প সৃষ্টি করেছেন একাধিকবার, আর তাতে মোহিত হয়েছে গোটা বিশ্ব। ব্রাজিলের অন্যান্য ফুটবলারদের মতোই বস্তিতেই ফুটে উঠেছিল ফুটবলের এই অসাধারণ প্রতিভা। (ছবি-টুইটার)

পেলে শুধু ব্রাজিলের নন, গোটা বিশ্বের ফুটবল সম্রাট। বল পায়ে তিনি শিল্প সৃষ্টি করেছেন একাধিকবার, আর তাতে মোহিত হয়েছে গোটা বিশ্ব। ব্রাজিলের অন্যান্য ফুটবলারদের মতোই বস্তিতেই ফুটে উঠেছিল ফুটবলের এই অসাধারণ প্রতিভা। (ছবি-টুইটার)

6 / 7
পেলের এই প্রতিভা বস্তির গলিতেই সীমাবদ্ধ থাকেনি। মাত্র ১৬ বছর বয়সে ব্রাজিলের পেশাদার ফুটবল লিগে স্যান্টোস ক্লাবের হয়ে সর্বাধিক গোল করেছিলেন পেলে। সে তো সবে শুরু। ক্লাব ও দেশের হয়ে ১৩৬৩টি ম্যাচ খেলে মোট ১২৮১টি গোল করেছেন পেলে। যা বিশ্ব রেকর্ড। (ছবি-টুইটার)

পেলের এই প্রতিভা বস্তির গলিতেই সীমাবদ্ধ থাকেনি। মাত্র ১৬ বছর বয়সে ব্রাজিলের পেশাদার ফুটবল লিগে স্যান্টোস ক্লাবের হয়ে সর্বাধিক গোল করেছিলেন পেলে। সে তো সবে শুরু। ক্লাব ও দেশের হয়ে ১৩৬৩টি ম্যাচ খেলে মোট ১২৮১টি গোল করেছেন পেলে। যা বিশ্ব রেকর্ড। (ছবি-টুইটার)

7 / 7
Follow Us:
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
বুদ্ধদেবকে 'শাসকশ্রেণীর বিশ্বস্ত কুকুর' হিসেবে কটাক্ষ!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
হুড়মুড়িয়ে বেড়েছে চিন, জাপানের বাজার!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!
ভূত ধরতে গিয়ে কেলেঙ্কারি, কাউন্সিলরকে ঘিরে ধরল মৃত ভোটাররা!