Mankading: বক্সিং ডে টেস্টে ব্রুইনকে ‘মানকাডিং’ নিয়ে শিক্ষা দিলেন স্টার্ক

ক্রিকেটে 'মানকাডিং' নিয়ে হইচই হয় সব সময়ই। এটি ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত আউট। ভারতের কিংবদন্তি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বিদায়ী ম্যাচ থেকে ক্রিকেট দুনিয়ায় আলোচনায় ফের এক বার উঠে এসেছে ‘মানকাডিং’। এখনও অনেক ক্রিকেটার রয়েছেন, যাঁরা 'মানকাডিং' করার আগে প্রতিপক্ষ ব্যাটারকে সতর্ক করে দেন। অনেকে আবার করেন না। বক্সিং ডে টেস্টে তেমনই এক কাণ্ড করেছেন অজি তারকা জোরে বোলার মিচেল স্টার্ক।

| Edited By: | Updated on: Dec 29, 2022 | 4:13 PM
আইসিসির (ICC) নিয়ম অনুযায়ী, মানকাডিং (Mankading) আউট এখন বৈধ। নাম বদল হয়ে, এই আউটকে রান আউট বলা হয়ে থাকে। বক্সিং ডে টেস্টে প্রোটিয়া তারকা ক্রিকেটার থিউনিস ডি ব্রুইনকে 'মানকাডিং'-নিয়ে শিক্ষা দিয়েছেন অজি তারকা বোলার মিচেল স্টার্ক।

আইসিসির (ICC) নিয়ম অনুযায়ী, মানকাডিং (Mankading) আউট এখন বৈধ। নাম বদল হয়ে, এই আউটকে রান আউট বলা হয়ে থাকে। বক্সিং ডে টেস্টে প্রোটিয়া তারকা ক্রিকেটার থিউনিস ডি ব্রুইনকে 'মানকাডিং'-নিয়ে শিক্ষা দিয়েছেন অজি তারকা বোলার মিচেল স্টার্ক।

1 / 7
বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে থিউনিস ডি'ব্রুইনকে নন স্ট্রাইকার এন্ড থেকে বেরোনো নিয়ে প্রথমে সতর্ক করেন স্টার্ক। এর পর ১৯তম ওভারে থিউনিস ফের একই ভুল করেন। তখন ব্রুইনকে ক্রিকেটের নিয়ম নিয়ে শিক্ষা দেন অজি পেসার। তিনি বলেন, "ক্রিজে দাঁড়িয়ে থাকো (ডেলিভারির আগে অবধি)। এটা এমন কিছু কঠিন কাজ নয়। এটা (ক্রিজ) কিন্তু অকারণে রাখা হয়নি বন্ধু।"

বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভারে থিউনিস ডি'ব্রুইনকে নন স্ট্রাইকার এন্ড থেকে বেরোনো নিয়ে প্রথমে সতর্ক করেন স্টার্ক। এর পর ১৯তম ওভারে থিউনিস ফের একই ভুল করেন। তখন ব্রুইনকে ক্রিকেটের নিয়ম নিয়ে শিক্ষা দেন অজি পেসার। তিনি বলেন, "ক্রিজে দাঁড়িয়ে থাকো (ডেলিভারির আগে অবধি)। এটা এমন কিছু কঠিন কাজ নয়। এটা (ক্রিজ) কিন্তু অকারণে রাখা হয়নি বন্ধু।"

2 / 7
মানকাডিং আউটের কথা উঠলে ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কথা উঠবে না, তা হয় না। ২০১৯ সালের আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ চলাকালীন, পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন রাজস্থানের ওপেনার জস বাটলারকে মানকাডিং আউট করেন। যা নিয়ে রীতিমতো হইচই হয়েছিল।

মানকাডিং আউটের কথা উঠলে ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের কথা উঠবে না, তা হয় না। ২০১৯ সালের আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ চলাকালীন, পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন রাজস্থানের ওপেনার জস বাটলারকে মানকাডিং আউট করেন। যা নিয়ে রীতিমতো হইচই হয়েছিল।

3 / 7
চলতি বছরে ভারতের তারকা ক্রিকেটার দীপ্তি শর্মার করা মানকাডিং নিয়েও কম বিতর্ক হয়নি। লর্ডসে চাকদা এক্সপ্রেসের কেরিয়ারের শেষ ম্যাচে ইংলিশ ক্রিকেটার চার্লি ডিনকে মানকাডিং আউট করেন দীপ্তি। ক্রিজের অনেকটা বাইরে থাকা ডিনকে চকিতে আউট করে দিয়ে সকলকে অবাক করে দেন দীপ্তি। আম্পায়ার ডিনকে আউট দিতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। উল্লেখ্য, ঝুলন গোস্বামীর শেষ ম্যাচ ভারত জিতে যায় ১৬ রানে।

চলতি বছরে ভারতের তারকা ক্রিকেটার দীপ্তি শর্মার করা মানকাডিং নিয়েও কম বিতর্ক হয়নি। লর্ডসে চাকদা এক্সপ্রেসের কেরিয়ারের শেষ ম্যাচে ইংলিশ ক্রিকেটার চার্লি ডিনকে মানকাডিং আউট করেন দীপ্তি। ক্রিজের অনেকটা বাইরে থাকা ডিনকে চকিতে আউট করে দিয়ে সকলকে অবাক করে দেন দীপ্তি। আম্পায়ার ডিনকে আউট দিতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। উল্লেখ্য, ঝুলন গোস্বামীর শেষ ম্যাচ ভারত জিতে যায় ১৬ রানে।

4 / 7
সদ্য অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন ভারতের মন্নত কাশ্যপ 'মানকাডিং' রান আউট করেন। ম্যাচের ১৬.৩ ওভারের মাথায় এই ঘটনা ঘটে। নন স্ট্রাইকার এন্ডে সেই সময় ছিলেন জে ইভান্স। ক্রিজের অনেকটাই বাইরে ছিলেন তিনি। যে কারণে, মন্নত সুযোগের সদ্ব্যবহার করতে ভোলেননি। ব্যক্তিগত ৪ রানের মাথায় মাঠ ছাড়েন মন্নত।

সদ্য অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ সিরিজের প্রথম ম্যাচ চলাকালীন ভারতের মন্নত কাশ্যপ 'মানকাডিং' রান আউট করেন। ম্যাচের ১৬.৩ ওভারের মাথায় এই ঘটনা ঘটে। নন স্ট্রাইকার এন্ডে সেই সময় ছিলেন জে ইভান্স। ক্রিজের অনেকটাই বাইরে ছিলেন তিনি। যে কারণে, মন্নত সুযোগের সদ্ব্যবহার করতে ভোলেননি। ব্যক্তিগত ৪ রানের মাথায় মাঠ ছাড়েন মন্নত।

5 / 7
মানকাডিং করার সুযোগ পেলে কোনও ক্রিকেটার যেমন, সেই সুযোগ হাত ছাড়া করেন না, এর উল্টোটাও রয়েছে। প্রতিপক্ষ ব্যাটারকে ভয় দেখিয়ে, সতর্ক করেও ছেড়ে দেন কোনও কোনও বোলার। চলতি বছরেই দু'বার এমনটা করেছেন ভারতীয় তারকা বোলার দীপক চাহার। ২০২২ সালের অগস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ইনোসেন্ট কাইয়াকে 'মানকাডিং' আউট করার সুযোগ পেয়েছিলেন দীপক। কাইয়া ক্রিজ থেকে অনেকটা বেরিয়ে যাওয়ার ফলে, দীপক স্টাম্প উড়িয়ে দেন। কিন্তু তিনি আপিল করেননি। যে কারণে, প্যাভিলিয়নে ফিরতে হয়নি কাইয়াকে। তবে এই ঘটনার মাধ্যমে তিনি একপ্রকার কাইয়াকে সতর্ক করে দেন।

মানকাডিং করার সুযোগ পেলে কোনও ক্রিকেটার যেমন, সেই সুযোগ হাত ছাড়া করেন না, এর উল্টোটাও রয়েছে। প্রতিপক্ষ ব্যাটারকে ভয় দেখিয়ে, সতর্ক করেও ছেড়ে দেন কোনও কোনও বোলার। চলতি বছরেই দু'বার এমনটা করেছেন ভারতীয় তারকা বোলার দীপক চাহার। ২০২২ সালের অগস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ইনোসেন্ট কাইয়াকে 'মানকাডিং' আউট করার সুযোগ পেয়েছিলেন দীপক। কাইয়া ক্রিজ থেকে অনেকটা বেরিয়ে যাওয়ার ফলে, দীপক স্টাম্প উড়িয়ে দেন। কিন্তু তিনি আপিল করেননি। যে কারণে, প্যাভিলিয়নে ফিরতে হয়নি কাইয়াকে। তবে এই ঘটনার মাধ্যমে তিনি একপ্রকার কাইয়াকে সতর্ক করে দেন।

6 / 7
চলতি বছরে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচেও মাঁকড়ীয় আউট করার সুযোগ পেয়েছিলেন দীপক চাহার। সে বারও তিনি শুধু মাত্র প্রোটিয়া তারকা ক্রিকেটারকে সতর্ক করে ছেড়ে দেন। নন স্ট্রাইকার এন্ড থেকে ত্রিস্তান স্টাবস অনেকটাই বেরিয়ে গিয়েছিলেন, যদিও দীপক তাঁকে আউট করেননি।

চলতি বছরে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচেও মাঁকড়ীয় আউট করার সুযোগ পেয়েছিলেন দীপক চাহার। সে বারও তিনি শুধু মাত্র প্রোটিয়া তারকা ক্রিকেটারকে সতর্ক করে ছেড়ে দেন। নন স্ট্রাইকার এন্ড থেকে ত্রিস্তান স্টাবস অনেকটাই বেরিয়ে গিয়েছিলেন, যদিও দীপক তাঁকে আউট করেননি।

7 / 7
Follow Us: