Joka Taratala metro: রাত পোহালেই জোকা থেকে তারাতলা ছুটবে মেট্রো, কোথায়, কত ভাড়া জানুন

Joka Taratala metro: পরে জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত মোট ৯.২ কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন চালু করা হবে। মাঝেরহাট থেকে বাকি অংশের কাজ চলছে।

| Edited By: | Updated on: Dec 29, 2022 | 9:41 PM
হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করার পাশাপাশি শুক্রবারই জোকা-তারাতলা মেট্রো রেলেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া স্টেশন থেকে ভিডি কনফারেন্সের মাধ্যমে ওই লাইনের সূচনা করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করার পাশাপাশি শুক্রবারই জোকা-তারাতলা মেট্রো রেলেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া স্টেশন থেকে ভিডি কনফারেন্সের মাধ্যমে ওই লাইনের সূচনা করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

1 / 6
সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ ওই রেল লাইনে ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে গত সপ্তাহেই। মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই ট্রায়াল রান হয়েছে।

সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ ওই রেল লাইনে ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে গত সপ্তাহেই। মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই ট্রায়াল রান হয়েছে।

2 / 6
নতুন এই লাইনে কত ভাড়ায় যাত্রীরা মেট্রোতে চাপতে পারবেন, সেটা ডিসেম্বর মাসের শুরুতেই নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এই রুটে সর্বনিম্ন ভাড়া হবে ৫ টাকা, সর্বাধিক ভাড়া হবে ২০ টাকা। জোকা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত ৫ টাকা, সখের বাজার পর্যন্ত ১০ টাকা, বেহালা-চৌরাস্তা পর্যন্ত ১০ টাকা, বেহালা বাজার পর্যন্ত ২০ টাকা ও তারাতলা পর্যন্ত ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

নতুন এই লাইনে কত ভাড়ায় যাত্রীরা মেট্রোতে চাপতে পারবেন, সেটা ডিসেম্বর মাসের শুরুতেই নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এই রুটে সর্বনিম্ন ভাড়া হবে ৫ টাকা, সর্বাধিক ভাড়া হবে ২০ টাকা। জোকা থেকে ঠাকুরপুকুর পর্যন্ত ৫ টাকা, সখের বাজার পর্যন্ত ১০ টাকা, বেহালা-চৌরাস্তা পর্যন্ত ১০ টাকা, বেহালা বাজার পর্যন্ত ২০ টাকা ও তারাতলা পর্যন্ত ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

3 / 6
পরে জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত মোট ৯.২ কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন চালু করা হবে। মাঝেরহাট থেকে বাকি অংশের কাজ চলছে। ওই রুট ২০২৬ সালে শুরু হবে বলে জানা গিয়েছে।

পরে জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত মোট ৯.২ কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন চালু করা হবে। মাঝেরহাট থেকে বাকি অংশের কাজ চলছে। ওই রুট ২০২৬ সালে শুরু হবে বলে জানা গিয়েছে।

4 / 6
টিকিট ঘর থেকে প্লাটফর্ম, সবকিছুই সেজে উঠেছে। রেলের আধিকারিকদের বসার ব্যবস্থা করা হয়েছে স্টেশনে। প্রধানমন্ত্রীর বক্তব্য যাতে পরিষ্কার শোনা যায়, তার জন্য অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে।

টিকিট ঘর থেকে প্লাটফর্ম, সবকিছুই সেজে উঠেছে। রেলের আধিকারিকদের বসার ব্যবস্থা করা হয়েছে স্টেশনে। প্রধানমন্ত্রীর বক্তব্য যাতে পরিষ্কার শোনা যায়, তার জন্য অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে।

5 / 6
দীর্ঘদিন ধরেই শহরতলির মানুষের এই রুট নিয়ে আগ্রহ ছিল। রুট চালু হলে কলকাতার সঙ্গে শহরতলির যোগ আরও পোক্ত হবে বলেই মনে করা হয়।

দীর্ঘদিন ধরেই শহরতলির মানুষের এই রুট নিয়ে আগ্রহ ছিল। রুট চালু হলে কলকাতার সঙ্গে শহরতলির যোগ আরও পোক্ত হবে বলেই মনে করা হয়।

6 / 6
Follow Us: