গত বছরের সেপ্টেম্বর মাসে পর্তুগালের রিভেইরাতে বিশাল বড় জমি কিনেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেখানেই তৈরি করছেন রাজপ্রাসাদের মতো বাড়ি। নতুন বাড়ির নাম রেখেছেন 'ফরেভার হোম'। ছবি: টুইটার
পর্তুগালে ১৭ মিলিয়ন ইউরোর খরচ করে বাড়ি বানাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাড়ি তৈরির কাজ। ছবি: টুইটার
অবসরের পর এই ঠিকানাতে এসে উঠবেন তিনি। ২০৩০ পর্যন্ত সৌদির ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তিতে রয়েছেন সিআর সেভেন। ছবি: টুইটার
মনের মতো করে বাড়ি তৈরি করতে গিয়ে তাঁর খরচের পরিমাণ বেড়েই চলেছে। প্রথমে ঠিক হয়েছিল বাড়ির পিছনে ১০ মিলিয়ন ইউরো খরচ করবেন তিনি। তবে টাকার অঙ্কটা এখন গিয়ে দাঁড়িয়েছে ১৭ মিলিয়ন ইউরোতে। ছবি: টুইটার
তবে সে সবের তোয়াক্কা না করেই নিজের পছন্দ মতো ঢেলে বাড়ি সাজানোর পরিকল্পনা করছেন রোনাল্ডো। রাজপ্রাসাদের থেকে কম কিছু নয় তাঁর বাড়ি। সুইমিং পুল থেকে শুরু করে সব রকম প্রমোদের ব্যবস্থা থাকবে সেখানে। ছবি: টুইটার
বাড়ি বানাতে তিনি যে অর্থ ব্যায় করছেন ভারতীয় মুদ্রায় তার পরিমাণ দাঁড়াবে প্রায় ১৫০ কোটি টাকা। ছবি: টুইটার
রোনাল্ডোর বাড়ি তৈরির কাজ এখনও শেষ হয়নি। তবে, জানা গিয়েছে চলতি বছরের জুন মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। ছবি: টুইটার
পরিবার সহ এখন সৌদিতে রয়েছেন তিনি। আল নাসেরের যোগ দেওয়ার কারণে আপাতত সেখানেই থাকতে হবে তাঁকে। ফুটবল থেকে অবসর নেওয়ার পর পাকাপাকি ভাবে নিজের বানানো রাজপ্রসাদেই এসে উঠবেন রাজা। ছবি: টুইটার