সাজগোজের মধ্যে চোখে মেকআপ করাই কি আপনার সবচেয়ে পছন্দের। মোটা করে কাজল কিংবা স্মাজ কাজল অথবা নানা রঙের আইশ্যাডোয় সাজিয়ে তোলেন নিজেকে? তাহলে আইমেকআপ তোলার সঠিক পদ্ধতিও কিন্তু আপনার জানা প্রয়োজন। তবে চোখের মেকআপ তোলার সময় কিন্তু অনেকেই বেশ কয়েকটা ভুল কাজ করে ফেলেন। হয়তো তিনি বুঝতেই পারেন না যে ওই পদ্ধতি আসলে ভুল। এর ফলে অজান্তে হয়তো চোখের ক্ষতিও হয়ে যেতে পারে। তাই চোখের মেকআপ তোলার সময় যেসব ভুল একেবারেই করা চলবে না, সেই তালিকাটা দেখে নিন।