Pujoy Pulse: পালস ক্যান্ডি নিয়ে ট্যাবলো ইসলামপুরে, উন্মাদনা শহরে

Pujoy Pulse: পুজোর উন্মাদনা বাড়াতে 'পালস ক্যান্ডি আর টিভিনাইন বাংলা হাতে হাত রেখে নিয়েছে বিশেষ উদ্যোগ। জেলায় জেলায় ঘুরছে ট্য়াবলো। মজার খেলায় গাড়ি থাকছে সুযোগ।

| Edited By: | Updated on: Oct 16, 2023 | 9:52 PM
টিভিনাইন বাংলা ও পালস ক্যান্ডির পুজোয় পালস ট্যাবলো ঘুরছে নানা শহরে।

টিভিনাইন বাংলা ও পালস ক্যান্ডির পুজোয় পালস ট্যাবলো ঘুরছে নানা শহরে।

1 / 6
দক্ষিণবঙ্গের একাধিক শহরের পাশাপাশি উত্তরবঙ্গেও ঘুরছে। থাকছে নানা উপহার। সঙ্গে পুরস্কার জেতার সুযোগও।

দক্ষিণবঙ্গের একাধিক শহরের পাশাপাশি উত্তরবঙ্গেও ঘুরছে। থাকছে নানা উপহার। সঙ্গে পুরস্কার জেতার সুযোগও।

2 / 6
এই ট্যাবলো থেকে এবার পুজোয় গাড়ি জেতার সুযোগ থাকছে। প্রশ্নের সঠিক উত্তর দিলে চার চাকার গাড়ি পেতে পারেন।

এই ট্যাবলো থেকে এবার পুজোয় গাড়ি জেতার সুযোগ থাকছে। প্রশ্নের সঠিক উত্তর দিলে চার চাকার গাড়ি পেতে পারেন।

3 / 6
ইসলামপুরে পৌঁছতেই পুজোয় পালস ট্যাবলো নিয়ে উন্মাদনা ছড়ায়। এই হলুদ ট্যাবলো দেখে এগিয়ে আসেন অনেকেই।

ইসলামপুরে পৌঁছতেই পুজোয় পালস ট্যাবলো নিয়ে উন্মাদনা ছড়ায়। এই হলুদ ট্যাবলো দেখে এগিয়ে আসেন অনেকেই।

4 / 6
অংশ নেন ক্যুইজেও। নানা স্বাদের পালস ক্যান্ডি তো পেয়েছেনই। পেতে পারেন স্কুটি, মোটর বাইক জেতার সুযোগও।

অংশ নেন ক্যুইজেও। নানা স্বাদের পালস ক্যান্ডি তো পেয়েছেনই। পেতে পারেন স্কুটি, মোটর বাইক জেতার সুযোগও।

5 / 6
ট্যাবলোয় থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। লিখে দিতে হবে নাম, ঠিকানা। সব শহর ঘোরার পর লটারিতেই বেছে নেওয়া হবে জয়ীদের।

ট্যাবলোয় থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। লিখে দিতে হবে নাম, ঠিকানা। সব শহর ঘোরার পর লটারিতেই বেছে নেওয়া হবে জয়ীদের।

6 / 6
Follow Us: