সেক্স এডুকেশন নিয়ে খুব একটা খোলামেলা আলোচনা হয় না সর্বত্র। তবে এই বিষয় নিয়ে লুকোচুরি না করে প্রকাশ্যে মন্তব্য করার সময় এসেছে বলেই মনে করেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন তিনি।
রাকুলের কথায় সেক্স প্রসঙ্গে সমাজে এত রাখঢাক নয়, বরং প্রয়োজন সঠিক শিক্ষার। কীভাবে সঠিক পদ্ধতিতে যৌন সঙ্গমে লিপ্ন হওয়া উচিত, সেই সম্পর্কেও শিক্ষা দেওয়া প্রয়োজন। বিশেষ করে স্কুলে, এই প্রসঙ্গে কথা বলতে হবে।
এই সময় কী করা উচিত, কী করা উচিত নয়, তা জানা একান্ত প্রয়োজন। এইচআইভি, এইডস এই বিষয় নিয়ে বারে বারে আলোচনা হয়। তবে এর বাইরে গিয়ে যৌনসঙ্গম নিয়ে আর কোনও শিক্ষাই দেওয়া হয় না।
রাকুল প্রীতের কথায়, এটা খুব সাধারণ বিষয়, এটা খুব স্বাভাবিক বিষয়। এটা দুর্ভাগ্যের যে এই প্রসঙ্গে কথা বলতে মানুষ এত ভাবনা চিন্তা করে থাকেন। খোলামেলা জানান রাকুল প্রীত।
রাকুলের শেষ মুক্তি পাওয়া ছবি রানওয়ে ৩৪। অজয় দেবগমের বিপরীতে এই নিয়ে দুই ছবি। আগামীতেও একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত এখন রাকুল। তারই মাঝে এই বোল্ড স্টেটমেন্ট ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়।