Sawan Somwar 2024: ৭০ বছর পর ৩ শুভযোগে শ্রাবণ সোমবার! সন্ধ্যের এই শুভক্ষণে বাবার মাথায় জল ঢাললে পূরণ হবে সব ইচ্ছে

Shiva blessings: ১৯৫৩ সালে এমন বিরল ঘটনা ঘটেছিল। তারপর ঘটছে এবছর। তাই শ্রাবণ মাস হতে চলেছে বিশেষ একটি মাস। মনের প্রতিটি ইচ্ছে যদি পূরণ করতে চান, তাহলে এবছর শিবলিঙ্গের মাথায় জল ও দুধ রুদ্রাভিষেক করা প্রয়োজন। জ্যোতিষশাস্ত্র মতে, এবছর কোন কোন যোগ একসঙ্গে ঘটতে চলেছে, তা জেনে নেওয়া উচিত।

| Updated on: Jul 22, 2024 | 12:15 PM
২০২৪ সালটি অত্যন্ত বিরল ও শুভ। কারণ এবার শ্রাবণ মাসে ঘটতে চলেছে বিরল শুভযোগের ভিত্তিতে। জ্যোতিষশাস্ত্র মতে, ৭২ বছর পর শ্রাবণ মাস শুরুই হচ্ছে সোমবার দিয়ে, আবার শেষ হচ্ছে সোমবার দিয়ে। শ্রাবণ ও সোমবার, শিবের অত্যন্ত প্রিয় একটি মাস ও বার।

২০২৪ সালটি অত্যন্ত বিরল ও শুভ। কারণ এবার শ্রাবণ মাসে ঘটতে চলেছে বিরল শুভযোগের ভিত্তিতে। জ্যোতিষশাস্ত্র মতে, ৭২ বছর পর শ্রাবণ মাস শুরুই হচ্ছে সোমবার দিয়ে, আবার শেষ হচ্ছে সোমবার দিয়ে। শ্রাবণ ও সোমবার, শিবের অত্যন্ত প্রিয় একটি মাস ও বার।

1 / 9
১৯৫৩ সালে এমন বিরল ঘটনা ঘটেছিল। তারপর ঘটছে এবছর। তাই শ্রাবণ মাস হতে চলেছে বিশেষ একটি মাস। মনের প্রতিটি ইচ্ছে যদি পূরণ করতে চান, তাহলে এবছর শিবলিঙ্গের মাথায় জল ও দুধ রুদ্রাভিষেক করা প্রয়োজন। জ্যোতিষশাস্ত্র মতে, এবছর কোন কোন যোগ একসঙ্গে ঘটতে চলেছে, তা জেনে নেওয়া উচিত।

১৯৫৩ সালে এমন বিরল ঘটনা ঘটেছিল। তারপর ঘটছে এবছর। তাই শ্রাবণ মাস হতে চলেছে বিশেষ একটি মাস। মনের প্রতিটি ইচ্ছে যদি পূরণ করতে চান, তাহলে এবছর শিবলিঙ্গের মাথায় জল ও দুধ রুদ্রাভিষেক করা প্রয়োজন। জ্যোতিষশাস্ত্র মতে, এবছর কোন কোন যোগ একসঙ্গে ঘটতে চলেছে, তা জেনে নেওয়া উচিত।

2 / 9
হিন্দু চন্দ্র ক্যালেন্ডার মতে, ভগবান শিবের প্রিয় মাস শ্রাবণ মাস শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ ২২ জুলাই থেকে। চলবে ১৯ আগস্ট পর্যন্ত। তবে বাংলা মতে শ্রাবণ পড়ে গিয়েছে গত শুক্রবার থেকে। এবারের শ্রাবণ মাসে মোট ৫টি সোমবার পড়েছে। সোমবার থেকে শুরু হয়ে সোমবার শেষ হয়। এটি ঘটতে খুব শুভ বলে মনে করা হয়।

হিন্দু চন্দ্র ক্যালেন্ডার মতে, ভগবান শিবের প্রিয় মাস শ্রাবণ মাস শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ ২২ জুলাই থেকে। চলবে ১৯ আগস্ট পর্যন্ত। তবে বাংলা মতে শ্রাবণ পড়ে গিয়েছে গত শুক্রবার থেকে। এবারের শ্রাবণ মাসে মোট ৫টি সোমবার পড়েছে। সোমবার থেকে শুরু হয়ে সোমবার শেষ হয়। এটি ঘটতে খুব শুভ বলে মনে করা হয়।

3 / 9
এছাড়াও শ্রাবণ মাসে শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য যোগ, নবপঞ্চম যোগ, গজকেশরী যোগ, কুবের যোগ ও শষ যোগ গঠিত হচ্ছে। এছাড়াও শাওয়ানের প্রথম সোমবার সর্বার্থ সিদ্ধি যোগ, আয়ুষ্মান যোগ ও প্রীতি যোগও গঠিত হচ্ছে। এই শুভ যোগে করা পূজা বহুগুণ বেশি ফল দেয়।

এছাড়াও শ্রাবণ মাসে শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য যোগ, নবপঞ্চম যোগ, গজকেশরী যোগ, কুবের যোগ ও শষ যোগ গঠিত হচ্ছে। এছাড়াও শাওয়ানের প্রথম সোমবার সর্বার্থ সিদ্ধি যোগ, আয়ুষ্মান যোগ ও প্রীতি যোগও গঠিত হচ্ছে। এই শুভ যোগে করা পূজা বহুগুণ বেশি ফল দেয়।

4 / 9
শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভোরে শিবের পুজো করতে যদি না পারেন, কাহলে শুভ মুহূর্তে পুজো করতে পারেন। তাতে আপনি সম্পূর্ণভাবে পুণ্যলাভ করতে পারবেন। শুভ সময় হল, সকাল ৯টা ২ মিনিট থেকে ১০টা ৪৫মিনিট পর্যন্ত। এছাড়া সনধ্যের সময়ও রয়েছে বিশেষ সময়। বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে ৮টা ৩৫ মিনিট পর্যন্ত।

শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভোরে শিবের পুজো করতে যদি না পারেন, কাহলে শুভ মুহূর্তে পুজো করতে পারেন। তাতে আপনি সম্পূর্ণভাবে পুণ্যলাভ করতে পারবেন। শুভ সময় হল, সকাল ৯টা ২ মিনিট থেকে ১০টা ৪৫মিনিট পর্যন্ত। এছাড়া সনধ্যের সময়ও রয়েছে বিশেষ সময়। বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে ৮টা ৩৫ মিনিট পর্যন্ত।

5 / 9
শবন মাসের সব সোমবার উপোস রাখা খুবই উপকারী। এই পবিত্র মাসের সোমবার শিবলিঙ্গের জলাভিষেক করে বেল পত্র অর্পণ করুন। জল দেওয়ার সময় কখনও তামার পাত্র একেবারেই ব্যবহার করবেন না। ব্রোঞ্জ বা পিতলের পাত্র ব্যবহার করুন। শিবলিঙ্গে সাদা চন্দন, ফল, ফুল, মিষ্টি, ধূপ ও কর্পূর অর্পণ করুন। শিব পঞ্চাক্ষর স্তোত্র বা শিব মন্ত্র জপ করতে হবে অবশ্যই।

শবন মাসের সব সোমবার উপোস রাখা খুবই উপকারী। এই পবিত্র মাসের সোমবার শিবলিঙ্গের জলাভিষেক করে বেল পত্র অর্পণ করুন। জল দেওয়ার সময় কখনও তামার পাত্র একেবারেই ব্যবহার করবেন না। ব্রোঞ্জ বা পিতলের পাত্র ব্যবহার করুন। শিবলিঙ্গে সাদা চন্দন, ফল, ফুল, মিষ্টি, ধূপ ও কর্পূর অর্পণ করুন। শিব পঞ্চাক্ষর স্তোত্র বা শিব মন্ত্র জপ করতে হবে অবশ্যই।

6 / 9
শ্রাবণ মাসে  ইচ্ছা পূরণের জন্য প্রতিকার করার জন্য সেরা। বিবাহে বাধার সম্মুখীন হলে এই পবিত্র মাসে সোমবার উপবাস করাও বিশেষ আচার অনুসারে মহাদেবের পূজা করা। বিবাহের জন্য শীঘ্রই প্রার্থনা করা উচিত। অবিবাহিত মেয়েরা তাদের পছন্দের স্বামী পেতে শ্রাবণ সোমবার উপবাস করে।

শ্রাবণ মাসে ইচ্ছা পূরণের জন্য প্রতিকার করার জন্য সেরা। বিবাহে বাধার সম্মুখীন হলে এই পবিত্র মাসে সোমবার উপবাস করাও বিশেষ আচার অনুসারে মহাদেবের পূজা করা। বিবাহের জন্য শীঘ্রই প্রার্থনা করা উচিত। অবিবাহিত মেয়েরা তাদের পছন্দের স্বামী পেতে শ্রাবণ সোমবার উপবাস করে।

7 / 9
কথিত আছে, এই মাসে দেবী সতী ও দেবী পার্বতীও ভগবান শিবকে স্বামী হিসেবে পেতে শবন মাসে কঠোর তপস্যা করেছিলেন। কাল সর্প দোষ থেকে মুক্তি পেতে শবন মাসই উত্তম।

কথিত আছে, এই মাসে দেবী সতী ও দেবী পার্বতীও ভগবান শিবকে স্বামী হিসেবে পেতে শবন মাসে কঠোর তপস্যা করেছিলেন। কাল সর্প দোষ থেকে মুক্তি পেতে শবন মাসই উত্তম।

8 / 9
নিজ নিজ ইচ্ছা পূরণ করতে, সোমবার ভগবান শিবের আরাধনা করতে পারেন। পুজোয় মহাদেবকে গঙ্গাজল, বেলপত্র, ভাঙ, ধুতুরা, পান, মধু, সুপারি, এলাচ, লবঙ্গ প্রভৃতি তাঁর প্রিয় জিনিস হিসেবে নিবেদন করুন। দক্ষিণ দিকে অর্পণ করার সময়, ওম নমঃ শিবায় মন্ত্রটিও জপ করুন। শিবের কৃপায় শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে।

নিজ নিজ ইচ্ছা পূরণ করতে, সোমবার ভগবান শিবের আরাধনা করতে পারেন। পুজোয় মহাদেবকে গঙ্গাজল, বেলপত্র, ভাঙ, ধুতুরা, পান, মধু, সুপারি, এলাচ, লবঙ্গ প্রভৃতি তাঁর প্রিয় জিনিস হিসেবে নিবেদন করুন। দক্ষিণ দিকে অর্পণ করার সময়, ওম নমঃ শিবায় মন্ত্রটিও জপ করুন। শিবের কৃপায় শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে।

9 / 9
Follow Us: