Rashmika Mandana: নিজের বিয়ের স্বয়ম্বর সভায় কোন কোন অভিনেতাকে রাখতে চান রশ্মিকা
Unknown Facts: বর্তমানে রশ্মিকা একাদিক ছবির কাজ নিয়ে ব্যস্ত। তবে শুরু হয়ে গিয়েছে তাঁর কেরিয়ারের সব থেকে বড় ছবি পুষ্পা ২-এর কাজ।
Follow Us:
সম্প্রতি গুডবাই ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন রশ্মিকা মন্দনা। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর এই ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আর এই ছবির হাত ধরেই বলিউডে সফর শুরু রশ্মিকার।
তারই প্রচারে এসে একগুচ্ছ প্রশ্নের উত্তর দিলেন রশ্মিকা মন্দানা। ঝড়ের গতিতে ভাইরাল সেই সকল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায়। যেখানে সবার আগে রশ্মিকা বলতে শোনা যায় যে তিনি বিবাহিত পুরুষদের প্রতি ঠিক কতটা আকর্ষিত।
না বিবাহিত ঠিক নয়, তাঁকে প্রশ্ন করা হলেন, তিনি জানান বর্তমানে তিনি যাঁদের সঙ্গে কাজ করছেন, তাঁদেরকেই স্বয়ম্বরে রাখতে চান। আল্লু অর্জুন, বিজয় থালাপতী ও রণবীর কাপুর। তবে রশ্মিকা বরাবরই বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে থাকেন।
নিজের খামতি নিয়েও মুখ খুলতে পিছপা হননি তিনি। নিজেই জানান, তিনি সব বিষয় নিয়ে বচ্চ বেশি চিন্তা করে থাকেন। এটাই তাঁর সব থেকে বড় ভুল। যার জন্য রীতিমত সমস্যায় পড়তে হয় তাঁকে একাধিকবার।
বর্তমানে রশ্মিকা একাদিক ছবির কাজ নিয়ে ব্যস্ত। তবে শুরু হয়ে গিয়েছে তাঁর কেরিয়ারের সব থেকে বড় ছবি পুষ্পা ২-এর কাজ। যা ঘিরে এখন ভক্তদের মনে জল্পনা তুঙ্গে। পাশাপাশি বলিউডেও একাধিক ছবিতে কাজ করছেন রশ্মিকা।