Real Madrid: মিলিতাওয়ের হেডে তিন পয়েন্ট, রিয়াল অপরাজিত

Real Madrid: এ বারের লা লিগায় অপরাজিত তকমা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। এখনও অবধি ৮ ম্যাচ খেলে ৭টি জয় ও ১টি ড্র। গেতাফের বিরুদ্ধে জয় এল ১-০ ব্যবধানে। ম্যাচ এবং রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেন এডের মিলিতাও। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ অন্যতম সেরা। যদিও ম্যাচে পার্থক্য গড়ে দিলেন সেন্ট্রাল ডিফেন্ডার।

| Edited By: | Updated on: Oct 09, 2022 | 9:38 AM
এ বারের লা লিগায় অপরাজিত তকমা ধরে রাখল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এখনও অবধি ৮ ম্যাচ খেলে ৭টি জয় ও ১টি ড্র। (ছবি : টুইটার)

এ বারের লা লিগায় অপরাজিত তকমা ধরে রাখল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এখনও অবধি ৮ ম্যাচ খেলে ৭টি জয় ও ১টি ড্র। (ছবি : টুইটার)

1 / 5
গেতাফের (Getafe) বিরুদ্ধে জয় এল ১-০ ব্যবধানে। ম্যাচ এবং রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেন এডের মিলিতাও। (ছবি : টুইটার)

গেতাফের (Getafe) বিরুদ্ধে জয় এল ১-০ ব্যবধানে। ম্যাচ এবং রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেন এডের মিলিতাও। (ছবি : টুইটার)

2 / 5
 রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ অন্যতম সেরা। যদিও ম্যাচে পার্থক্য গড়ে দিলেন সেন্ট্রাল ডিফেন্ডার। (ছবি : টুইটার)

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ অন্যতম সেরা। যদিও ম্যাচে পার্থক্য গড়ে দিলেন সেন্ট্রাল ডিফেন্ডার। (ছবি : টুইটার)

3 / 5
ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিট। রিয়াল মাদ্রিদের কর্নার। শট নেন লুকা মড্রিচ। হেডে গোল করেন এডের মিলিতাও (Eder Militao)। (ছবি : টুইটার)

ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিট। রিয়াল মাদ্রিদের কর্নার। শট নেন লুকা মড্রিচ। হেডে গোল করেন এডের মিলিতাও (Eder Militao)। (ছবি : টুইটার)

4 / 5
ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনও গোল করতে পারেনি কার্লো আন্সেলোত্তির (Carlo Ancelotti) রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষেই রয়েছে রিয়াল মাদ্রিদ। (ছবি : টুইটার)

ম্যাচে একাধিক সুযোগ তৈরি করলেও আর কোনও গোল করতে পারেনি কার্লো আন্সেলোত্তির (Carlo Ancelotti) রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলে আপাতত শীর্ষেই রয়েছে রিয়াল মাদ্রিদ। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: