Big Controversy: ১০০ নয়, ১০০০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন সলমন! গুজব না সত্যি?

Big Boss 16: সকলের নজরের কেন্দ্রে অনায়াসেই জায়গা করে নেয় বিগ বসের অন্দরমহলের কাহিনি। গত সিজনে সলমন খান নিয়েছিলেন সাড়ে তিনশো কোটি।

Aug 18, 2022 | 12:45 PM
TV9 Bangla Digital

| Edited By: Jayita Chandra

Aug 18, 2022 | 12:45 PM

টাইমস অব ইন্ডিয়ার একটি রিপোস্ট অনুযায়ী জ্যোতিষশাস্ত্র এই নামেই সহমত। অর্থাৎ এই ছবির জন্য যে কয়েকটি নাম এই ছবির জন্য বেছে নেওয়া হয়েছে, সেই কয়েকটির মধ্যে এটাই সব থেকে বেশি ভাল।

টাইমস অব ইন্ডিয়ার একটি রিপোস্ট অনুযায়ী জ্যোতিষশাস্ত্র এই নামেই সহমত। অর্থাৎ এই ছবির জন্য যে কয়েকটি নাম এই ছবির জন্য বেছে নেওয়া হয়েছে, সেই কয়েকটির মধ্যে এটাই সব থেকে বেশি ভাল।

1 / 5
সলমন খান- না এক্ষেত্রে ভিডিয়ো নয়, একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সর্বত্র। যেখানে একটি মহিলা সলমনকে চড় মারছে বলেই শোনা যায়। যদিও পরবর্তীতে তার সত্যতা প্রমাণ হয়নি।

সলমন খান- না এক্ষেত্রে ভিডিয়ো নয়, একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সর্বত্র। যেখানে একটি মহিলা সলমনকে চড় মারছে বলেই শোনা যায়। যদিও পরবর্তীতে তার সত্যতা প্রমাণ হয়নি।

2 / 5
তবে এবার সকলকে চমকে দেওয়ার মত যে খবর সকলের সামনে উঠে আসতে দেখা গেল, তা হল সলমন খানের পারিশ্রমিক। ১০০ নয় ১০০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন নাকি ভাইজান।

তবে এবার সকলকে চমকে দেওয়ার মত যে খবর সকলের সামনে উঠে আসতে দেখা গেল, তা হল সলমন খানের পারিশ্রমিক। ১০০ নয় ১০০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন নাকি ভাইজান।

3 / 5
ছবির বাজেটের ক্ষেত্রে কোথাও গিয়ে যেন আয়ের বিষয়টাও  উড়িয়ে দেওয়ার নয়। বর্তমানে বলিউডের যে ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে, তা থেকেই নিজের ছবিকে বাঁচাতেই কি এমন সিদ্ধান্ত, উঠছে সলমন খানের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন।

এই রিয়ালিটি শো-এর টিআরপির তালিকা সর্বদাই থাকে তুঙ্গে। সকলের নজরের কেন্দ্রে অনায়াসেই জায়গা করে নেয় বিগ বসের অন্দরমহলের কাহিনি। গত সিজনে সলমন খান নিয়েছিলেন সাড়ে তিনশো কোটি।

4 / 5
তবে এবার সলমন খান যা পারিশ্রমিক নিচ্ছেন তা সকলেরই ঘুম কাড়ল চোখের। যদিও বিষয়টা ঠিক কতটা সত্যি তা এখনও স্পষ্ট নয়। কারণ অফিশিয়ালি এই খবর নিয়ে কেউ এখনও মন্তব্য করেনি।

তবে এবার সলমন খান যা পারিশ্রমিক নিচ্ছেন তা সকলেরই ঘুম কাড়ল চোখের। যদিও বিষয়টা ঠিক কতটা সত্যি তা এখনও স্পষ্ট নয়। কারণ অফিশিয়ালি এই খবর নিয়ে কেউ এখনও মন্তব্য করেনি।

5 / 5

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla