Ganesh Chaturthi 2022: আরআরআর, বাজিরাওয়ের মতো বলিউড ও দক্ষিণ ভারতীয় হিরোদের আদলে গণেশ মূর্তি, দেখুন ছবিতে…

Indian Film Heroes: সামনেই গণেশ চতুর্থী। গণপতি বাপ্পার আরাধনায় সেজে উঠবে গোটা দেশ। জানেন কি, প্রতিবার মুম্বই ও দক্ষিণ ভারতের গণেশকে সাজানো হয় বলিউড ও দক্ষিণ ভারতের পরিচিত ও জনপ্রিয় হিরোদের মতো। দেখুন সেই ছবির তালিকা।

| Edited By: | Updated on: Aug 29, 2022 | 8:46 PM
সামনেই গণেশ চতুর্থী। গণপতি বাপ্পার আরাধনায় সেজে উঠবে গোটা দেশ। জানেন কি, প্রতিবার মুম্বই ও দক্ষিণ ভারতের গণেশকে সাজানো হয় বলিউড ও দক্ষিণ ভারতের পরিচিত ও জনপ্রিয় হিরোদের মতো। দেখুন সেই ছবির তালিকা।

সামনেই গণেশ চতুর্থী। গণপতি বাপ্পার আরাধনায় সেজে উঠবে গোটা দেশ। জানেন কি, প্রতিবার মুম্বই ও দক্ষিণ ভারতের গণেশকে সাজানো হয় বলিউড ও দক্ষিণ ভারতের পরিচিত ও জনপ্রিয় হিরোদের মতো। দেখুন সেই ছবির তালিকা।

1 / 7
বাহুবলী গণেশ - রাজামৌলীর এই ছবির হিরো মহেন্দ্র বাহুবলীর আদলে তৈরি হয়েছে গণেশ।

বাহুবলী গণেশ - রাজামৌলীর এই ছবির হিরো মহেন্দ্র বাহুবলীর আদলে তৈরি হয়েছে গণেশ।

2 / 7
বাজিরাও গণেশ - একে মারাঠি নেতা, তায় বাজিরাও। কয়েক বছর আগে তৈরি হয় 'বাজিরাও মাস্তানি'। সেই ছবির আদলেই তৈরি হয় গণেশ ঠাকুরের এই সুন্দর মূর্তি।

বাজিরাও গণেশ - একে মারাঠি নেতা, তায় বাজিরাও। কয়েক বছর আগে তৈরি হয় 'বাজিরাও মাস্তানি'। সেই ছবির আদলেই তৈরি হয় গণেশ ঠাকুরের এই সুন্দর মূর্তি।

3 / 7
গব্বর গণেশ - দক্ষিণ ভারতীয় সুপার স্টার পবন কল্যাণের সুপার হিট ছবি 'গব্বর সিং'-এর আদলে তৈরি হয়েছে এই গণেশ।

গব্বর গণেশ - দক্ষিণ ভারতীয় সুপার স্টার পবন কল্যাণের সুপার হিট ছবি 'গব্বর সিং'-এর আদলে তৈরি হয়েছে এই গণেশ।

4 / 7
কৃষ গণেশ - হৃত্বিক রোশন অভিনীত 'কৃষ' চরিত্রের আদলে তৈরি হয়েছে এই গণেশ।

কৃষ গণেশ - হৃত্বিক রোশন অভিনীত 'কৃষ' চরিত্রের আদলে তৈরি হয়েছে এই গণেশ।

5 / 7
মাক্ষী গণেশ - রাজামৌলীর আরও একটি সুপার হিট ছবি 'মাক্ষী'র আদলে তৈরি হয়েছে মাক্ষী গণেশ।

মাক্ষী গণেশ - রাজামৌলীর আরও একটি সুপার হিট ছবি 'মাক্ষী'র আদলে তৈরি হয়েছে মাক্ষী গণেশ।

6 / 7
আরআরআর গণেশ - এস এস রাজামৌলী বলিউডে যে কতবড় হিট, তার প্রমাণ এই গণেশ মূর্তিগুলিই। এ বছরের অন্যতম বড় হিট 'আরআরআর'-এ রামের চরিত্রের আদলেও তৈরি হয়েছে গণেশের মাটির বিগ্রহ।

আরআরআর গণেশ - এস এস রাজামৌলী বলিউডে যে কতবড় হিট, তার প্রমাণ এই গণেশ মূর্তিগুলিই। এ বছরের অন্যতম বড় হিট 'আরআরআর'-এ রামের চরিত্রের আদলেও তৈরি হয়েছে গণেশের মাটির বিগ্রহ।

7 / 7
Follow Us: