IND vs ENG: রাজকোটে মাঠেই ‘মারামারি’! রইল ভারত-ইংল্যান্ড প্র্যাক্টিসের মুহূর্ত

India vs England Test Series: পাঁচ ম্যাচের সিরিজ। সময়টাও অনেক। দীর্ঘ সিরিজের মাঝে দীর্ঘ বিরতি। হায়দরাবাদ, বিশাখাপত্তনমের পর এ বার রাজকোট। বৃহস্পতিবার শুরু তৃতীয় টেস্ট। তারই প্রস্তুতি শুরু করে দিলেন ভারত ও ইংল্যান্ড ক্রিকেটাররা। সিরিজ এখন সমতায়। বাকি তিন ম্যাচের ফলের উপরই সিরিজ নির্ণয় হবে। হায়দরাবাদ টেস্ট জিতেছিল ইংল্যান্ড। লিড দীর্ঘস্থায়ী হয়নি। বিশাখাপত্তনমে সমতা ফিরিয়েছে ভারত। রাজকোটে তৃতীয় ম্যাচের আগে ভারত-ইংল্যান্ড প্র্যাক্টিসের নানা মুহূর্ত রইল ছবিতে।

| Updated on: Feb 13, 2024 | 5:39 PM
পাঁচ ম্যাচের সিরিজ। সময়টাও অনেক। দীর্ঘ সিরিজের মাঝে দীর্ঘ বিরতি। হায়দরাবাদ, বিশাখাপত্তনমের পর এ বার রাজকোট। ছবি: পিটিআই

পাঁচ ম্যাচের সিরিজ। সময়টাও অনেক। দীর্ঘ সিরিজের মাঝে দীর্ঘ বিরতি। হায়দরাবাদ, বিশাখাপত্তনমের পর এ বার রাজকোট। ছবি: পিটিআই

1 / 8
বৃহস্পতিবার শুরু তৃতীয় টেস্ট। তারই প্রস্তুতি শুরু করে দিলেন ভারত ও ইংল্যান্ড ক্রিকেটাররা। সিরিজ এখন সমতায়। বাকি তিন ম্যাচের ফলের উপরই সিরিজ নির্ণয় হবে। ছবি: পিটিআই

বৃহস্পতিবার শুরু তৃতীয় টেস্ট। তারই প্রস্তুতি শুরু করে দিলেন ভারত ও ইংল্যান্ড ক্রিকেটাররা। সিরিজ এখন সমতায়। বাকি তিন ম্যাচের ফলের উপরই সিরিজ নির্ণয় হবে। ছবি: পিটিআই

2 / 8
হায়দরাবাদ টেস্ট জিতেছিল ইংল্যান্ড। লিড দীর্ঘস্থায়ী হয়নি। বিশাখাপত্তনমে সমতা ফিরিয়েছে ভারত। রাজকোটে তৃতীয় ম্যাচের প্রস্তুতি চলছে জোরকদমে। ছবি: পিটিআই

হায়দরাবাদ টেস্ট জিতেছিল ইংল্যান্ড। লিড দীর্ঘস্থায়ী হয়নি। বিশাখাপত্তনমে সমতা ফিরিয়েছে ভারত। রাজকোটে তৃতীয় ম্যাচের প্রস্তুতি চলছে জোরকদমে। ছবি: পিটিআই

3 / 8
এই সিরিজে সবচেয়ে বেশি নজর ছিল জো রুট এবং বিরাট কোহলির মতো দুই কিংবদন্তির লড়াইয়ে। যদিও বিরাট এই সিরিজে না থাকায়, তা দেখার সৌভাগ্য হয়নি ক্রিকেট প্রেমীদের। ছবি: পিটিআই

এই সিরিজে সবচেয়ে বেশি নজর ছিল জো রুট এবং বিরাট কোহলির মতো দুই কিংবদন্তির লড়াইয়ে। যদিও বিরাট এই সিরিজে না থাকায়, তা দেখার সৌভাগ্য হয়নি ক্রিকেট প্রেমীদের। ছবি: পিটিআই

4 / 8
 রুট এই সিরিজে সেই অর্থে নজর কাড়তে পারেননি। তাঁর মতো ব্যাটারের ফর্মে ফেরা যেন সময়ের অপেক্ষা। আর সেটা হলে চাপ বাড়বে ভারতীয় শিবিরেই। ছবি: পিটিআই

রুট এই সিরিজে সেই অর্থে নজর কাড়তে পারেননি। তাঁর মতো ব্যাটারের ফর্মে ফেরা যেন সময়ের অপেক্ষা। আর সেটা হলে চাপ বাড়বে ভারতীয় শিবিরেই। ছবি: পিটিআই

5 / 8
বিশাখাপত্তনমে জয়, মাঝে কয়েক দিনের বিশ্রাম। ভারতীয় শিবিরও খোশমেজাজে। প্র্যাক্টিসে তাই মজায়ও মেতে উঠতে দেখা গেল তরুণ ক্রিকেটারদের। ছবি: পিটিআই

বিশাখাপত্তনমে জয়, মাঝে কয়েক দিনের বিশ্রাম। ভারতীয় শিবিরও খোশমেজাজে। প্র্যাক্টিসে তাই মজায়ও মেতে উঠতে দেখা গেল তরুণ ক্রিকেটারদের। ছবি: পিটিআই

6 / 8
এই ছবিটা যেন শক্তি পরীক্ষার! মারামারি হলেও সেটা যে স্রেফ মজার ছলেই যশস্বীদের হাসি থেকেই তা পরিষ্কার। যশস্বীর সঙ্গে রয়েছেন আর এক তরুণ ধ্রুব জুরেল। ছবি: পিটিআই

এই ছবিটা যেন শক্তি পরীক্ষার! মারামারি হলেও সেটা যে স্রেফ মজার ছলেই যশস্বীদের হাসি থেকেই তা পরিষ্কার। যশস্বীর সঙ্গে রয়েছেন আর এক তরুণ ধ্রুব জুরেল। ছবি: পিটিআই

7 / 8
বুধবার চূড়ান্ত প্রস্তুতি সারবে দু-দল। এ দিন যতটা সম্ভব হালকা মেজাজেই দেখা গেল। দুই শিবিরেই চোট সমস্যা রয়েছে। হয়তো সে কারণেই অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ। ছবি: পিটিআই

বুধবার চূড়ান্ত প্রস্তুতি সারবে দু-দল। এ দিন যতটা সম্ভব হালকা মেজাজেই দেখা গেল। দুই শিবিরেই চোট সমস্যা রয়েছে। হয়তো সে কারণেই অতিরিক্ত ঝুঁকি নিতে নারাজ। ছবি: পিটিআই

8 / 8
Follow Us: