KKR PRACTICE: রিঙ্কুর উইকেট পুজো, ইডেনে প্রস্তুতি নাইট রাইডার্সের

IPL 2024, KKR: ঘরের মাঠ। গৌতম গম্ভীরের ঘরে ফেরা। ইডেন গার্ডেন্সে প্রস্তুতি শুরু কলকাতা নাইট রাইডার্সের। ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে মুম্বইয়ের অ্যাকাডেমিতে শিবির চলছিল কেকেআরের। এ বার পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গেল নাইটদের। ইডেন গার্ডেন্সে উইকেটে পুজো দিয়ে প্রস্তুতির শুভ মহরৎ করেন রিঙ্কু সিং। নজর ছিল গৌতম গম্ভীরের দিকে। ক্যাপ্টেন হিসেবে জোড়া ট্রফি দিয়েছেন নাইট রাইডার্সকে। এ বার মেন্টর গম্ভীর। কী হল কেকেআরের প্রথম প্রস্তুতিতে?

| Updated on: Mar 15, 2024 | 8:47 PM
ঘরের মাঠ। গৌতম গম্ভীরের ঘরে ফেরা। ইডেন গার্ডেন্সে প্রস্তুতি শুরু কলকাতা নাইট রাইডার্সের। সমর্থকরা স্বাগত জানালেন প্রিয় নাইটদের। সবচেয়ে বেশি উন্মাদনা রিঙ্কুকে ঘিরে। ছবি: সিএবি

ঘরের মাঠ। গৌতম গম্ভীরের ঘরে ফেরা। ইডেন গার্ডেন্সে প্রস্তুতি শুরু কলকাতা নাইট রাইডার্সের। সমর্থকরা স্বাগত জানালেন প্রিয় নাইটদের। সবচেয়ে বেশি উন্মাদনা রিঙ্কুকে ঘিরে। ছবি: সিএবি

1 / 8
আগামী ২২ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম। পর দিন অর্থাৎ ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। ছবি: সিএবি

আগামী ২২ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম। পর দিন অর্থাৎ ২৩ মার্চ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। ছবি: সিএবি

2 / 8
ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে মুম্বইয়ের অ্যাকাডেমিতে শিবির চলছিল কেকেআরের। এ বার পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গেল নাইটদের। তবে বিদেশি ক্রিকেটাররা এখনও যোগ দেননি। ছবি: সিএবি

ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে মুম্বইয়ের অ্যাকাডেমিতে শিবির চলছিল কেকেআরের। এ বার পুরোদমে প্রস্তুতি শুরু হয়ে গেল নাইটদের। তবে বিদেশি ক্রিকেটাররা এখনও যোগ দেননি। ছবি: সিএবি

3 / 8
বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছেছে টিম। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার রঞ্জি ফাইনালে খেলেছেন। তিনি কেকেআর বাকি সদস্যদের সঙ্গে আসেননি। ছবি: সিএবি

বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছেছে টিম। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার রঞ্জি ফাইনালে খেলেছেন। তিনি কেকেআর বাকি সদস্যদের সঙ্গে আসেননি। ছবি: সিএবি

4 / 8
ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের প্রথম প্রস্তুতিতে বাধ সাধল বৃষ্টিও। তা অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। প্র্যাক্টিস শুরুর আগে উইকেট পুজো দেন রিঙ্কু সিং। প্রস্তুতির শুভ মহরৎ তাঁর হাত ধরেই। ছবি: সিএবি

ইডেন গার্ডেন্সে নাইট রাইডার্সের প্রথম প্রস্তুতিতে বাধ সাধল বৃষ্টিও। তা অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। প্র্যাক্টিস শুরুর আগে উইকেট পুজো দেন রিঙ্কু সিং। প্রস্তুতির শুভ মহরৎ তাঁর হাত ধরেই। ছবি: সিএবি

5 / 8
ইডেনে কেকেআর প্র্যাক্টিসে বাড়তি নজর ছিল গৌতম গম্ভীরের দিকে। এই শহর এবং ফ্র্যাঞ্চাইজি তাঁর কাছে আবেগের। ক্যাপ্টেন হিসেবে জোড়া ট্রফি দিয়েছেন নাইট রাইডার্সকে। এ বার মেন্টর গম্ভীর। ছবি: সিএবি

ইডেনে কেকেআর প্র্যাক্টিসে বাড়তি নজর ছিল গৌতম গম্ভীরের দিকে। এই শহর এবং ফ্র্যাঞ্চাইজি তাঁর কাছে আবেগের। ক্যাপ্টেন হিসেবে জোড়া ট্রফি দিয়েছেন নাইট রাইডার্সকে। এ বার মেন্টর গম্ভীর। ছবি: সিএবি

6 / 8
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু-বার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। চ্যাম্পিয়ন টিমের সদস্য মণীশ পান্ডেকে এ বার মিনি অকশনে নিয়েছে কেকেআর। দীর্ঘদিন পর 'ঘরে ফিরে' আবেগে ভাসছেন মণীশ পান্ডেও। ছবি: সিএবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু-বার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। চ্যাম্পিয়ন টিমের সদস্য মণীশ পান্ডেকে এ বার মিনি অকশনে নিয়েছে কেকেআর। দীর্ঘদিন পর 'ঘরে ফিরে' আবেগে ভাসছেন মণীশ পান্ডেও। ছবি: সিএবি

7 / 8
কেকেআরের কোচ হিসেবে এ বারও রয়েছেন চন্দ্রকান্ত পন্ডিত। বোলিং কোচ ভরত অরুণ। কোচিং টিমে মেন্টর হিসেবে গৌতম গম্ভীর যোগ দেওয়ায় ভালো কিছুরই প্রত্যাশা করছেন কেকেআর সমর্থকরা। ছবি: সিএবি

কেকেআরের কোচ হিসেবে এ বারও রয়েছেন চন্দ্রকান্ত পন্ডিত। বোলিং কোচ ভরত অরুণ। কোচিং টিমে মেন্টর হিসেবে গৌতম গম্ভীর যোগ দেওয়ায় ভালো কিছুরই প্রত্যাশা করছেন কেকেআর সমর্থকরা। ছবি: সিএবি

8 / 8
Follow Us: