CSK, IPL 2024: অপেক্ষার ৭দিন… ধোনির সাম্রাজ্যে পা জাডেজা-মইনের
MS Dhoni: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম সংস্করণ আর ৭ দিন পর শুরু হবে। এখন থেকেই আইপিএল প্রেমীদের মনে বিউগল বাজা শুরু হয়ে গিয়েছে। পাড়ার মোড়ের চায়ের মজলিসে চলছে ধোনি, রিঙ্কুদের নিয়ে আলোচনা। ২২ মার্চ এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ। তার আগে এক এক করে ক্রিকেটাররা নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন। ধোনির সাম্রাজ্যে এ বার পা রাখলেন জাডেজা-মইনরা।
Most Read Stories