এই মুহূর্তে তাঁদের বিগ ফ্যাট ওয়েডিংয়ের দিকেই সকলের নজর। এপ্রিলের ১৭ তারিখই নাকি বিয়ে করছেন মহাতারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। কিন্তু বিয়ের তারিখ নিয়ে মুখ খোলেননি রণবীর-আলিয়া।
রণবীর কেবল বলেছেন, তাড়াতাড়ি আলিয়াকে নিজের স্ত্রী হিসেবে পেতে চলেছেন তিনি।
জানা গিয়েছে, আলিয়ার দাদু (মা সোনি রাজদানের বাবা) অসুস্থ। নিজে উপস্থিত থেকে নাতনির বিয়ে দেখতে চান তিনি। বলি অন্দর বলছে, সেই কারণেই নাকি বিয়ে তারিখ এগিয়ে আনা হয়েছে।
রালিয়ার (অনুরাগীদের দেওয়া নাম) বিয়ে হবে কাপুরদের চেম্বুরের বাড়িতে। এর আগের পাওয়া খবর অনুযায়ী, রাজস্থানের উদয়পুর শহরে বিয়ে হওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু পরিবারের অনেক বয়স্ক সদস্যই মুম্বই ছেড়ে যেতে পারবেন না। ফলে ডেস্টিনেশন বিয়ে হচ্ছে না।
বিয়েতে নিমন্ত্রিতের তালিকা এখনও প্রকাশ্যে আসেনি ঠিকই। কিন্তু অনুমান করা হচ্ছে, বলিউডের মহারথীরা সেখানে হাজির থাকবেন। যেমন করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, সঞ্জয় লীলা ভনসালী...
প্রাণের বন্ধু অয়ন মুখোপাধ্যায়, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুররা পালন করবেন রণবীরের ব্যাচেলর পার্টি। উপস্থিত থাকবেন রণবীরের ছোটবেলার বন্ধুরাও।
মধুচন্দ্রিমা করছেন না আলিয়া-রণবীর। কাজের ফাঁকেই সময় বের করে বিয়েটা করেছেন তাঁরা। বিয়ে হয়ে গেলেই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাবে তারকা যুগল। ফলে মধুচন্দ্রিমার জন্য সময় নেই হাতে।
এক সূত্র জানিয়েছে, বিয়ের কারণে কাজের ডেট পাল্টাপাল্টি করেছেন রণবীর। লাভ রঞ্জনের ছবির শুটিং করছেন এপ্রিলের শুরুতে। বিয়ের কারণে ৭-৮ দিনের বিরতি নিয়েছেন। তারপরই সন্দীপ রেড্ডি ভঙ্গার 'অ্যানিমেল'-এর শুটিং করবেন।