কলকাতার একটি ঐতিহাসিক সিনেমা হল বিজলীতে বিগত কয়েকদিন ধরে চলে মনোনয়নের কাজ। ১৪টি ছবি জমা পড়েছিল এবার। ১৫জন জুরি সদ্য মিলে ছবিগুলি দেখে ঠিক করেন ‘কোজ়াঙ্গাল’কেই তাঁরা পাঠাবেন ২০২২ সালের অস্কারের জন্য। ১৪টি হিন্দি ও আঞ্চলিক ভাষার ছবির মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। মনোনয়নের জন্য বাছাই পর্বে ছিল ৫টি হিন্দি ছবি। যেমন ‘শেরশাহ’, ‘কাগাজ়’, ‘তুফান’, ‘সর্দার উধাম’ ও ‘শেরনি’। ৯টি আঞ্চলিক ভাষার ছবির মধ্যে ছিল ম্যান্ডেলা (তামিল), ‘আতা ভেল জ়ালি’ (মারাঠি), ‘কোজ়াঙ্গাল’ (তামিল), ‘ব্রিজ’ (অহমিয়া), ‘চেল্লো শো’ (গুজরাটি), ‘গোদাভরী’ (মারাঠি), ‘কারখানিসাঞ্চি ওয়াড়ি’ (মারাঠি), ‘নায়াট্টু’ (মালায়ালাম) ও ‘লয়লা অউর সাত গীত’ (গোজরি)।