Oscar-Koozhangal: ভারত থেকে অস্কারে যাচ্ছে তামিল ছবি ‘কোজ়াঙ্গাল’, জানুন ছবি সম্পর্কে কিছু কথা

২০২২ সালের মার্চ মাসে অ্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে পালিত হবে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। নতুন ইতিহাস কি তৈরি করতে পারবে 'কোজ়াঙ্গাল'?

| Edited By: | Updated on: Oct 23, 2021 | 3:51 PM
৯৪তম অস্কার অ্যাওয়ার্ডে (অ্যাকাডেমি) ভারতীয় অফিশিয়াল সিলেকশন হিসেবে যাচ্ছে তামিল ছবি 'কোজ়াঙ্গাল'। ইংরেজিতে ‘কোজ়াঙ্গাল’ শব্দের অর্থ ‘পেবলস’, অর্থাৎ নুড়ি পাথর। ছবির ইংরেজি পোস্টারেও লেখা সেই শব্দই। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি। কেন 'কোজ়াঙ্গাল'কেই পাঠানো হল অস্কারে, কী আছে সেই ছবিতে দেখে নিন ছবিতে।

৯৪তম অস্কার অ্যাওয়ার্ডে (অ্যাকাডেমি) ভারতীয় অফিশিয়াল সিলেকশন হিসেবে যাচ্ছে তামিল ছবি 'কোজ়াঙ্গাল'। ইংরেজিতে ‘কোজ়াঙ্গাল’ শব্দের অর্থ ‘পেবলস’, অর্থাৎ নুড়ি পাথর। ছবির ইংরেজি পোস্টারেও লেখা সেই শব্দই। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি। কেন 'কোজ়াঙ্গাল'কেই পাঠানো হল অস্কারে, কী আছে সেই ছবিতে দেখে নিন ছবিতে।

1 / 6
‘কোজ়াঙ্গাল’ পরিচালনা করেছেন পি এস বিনোথরাজ। এটি তাঁর প্রথম পরিচালিত ছবি। অ্যাওয়ার্ড আসুস আর না-ই আসুক, প্রথম ছবিতেই অস্কারের মনোনয়ন নিঃসন্দেহে বড় সাফল্য। এক সময় চেন্নাইয়ের ডিভিডি-র দোকানে কাজ করতেন ছবির পরিচালক বিনোথরাজ। তামিল ছবির জগতের সঙ্গে যুক্ত কিছু মানুষের সঙ্গে তাঁর আলাপ হয়। এ সার্গুনামের দুটি ছবির সহকারী পরিচালক ছিলেন বিনোথরাজ। দুটি ছবি সহ-পরিচালনা করার পর নিজেই ছবি পরিচালনার কাজের সঙ্গে যুক্ত হয়ে যান। তৈরি করেন 'কোজ়াঙ্গাল'।

‘কোজ়াঙ্গাল’ পরিচালনা করেছেন পি এস বিনোথরাজ। এটি তাঁর প্রথম পরিচালিত ছবি। অ্যাওয়ার্ড আসুস আর না-ই আসুক, প্রথম ছবিতেই অস্কারের মনোনয়ন নিঃসন্দেহে বড় সাফল্য। এক সময় চেন্নাইয়ের ডিভিডি-র দোকানে কাজ করতেন ছবির পরিচালক বিনোথরাজ। তামিল ছবির জগতের সঙ্গে যুক্ত কিছু মানুষের সঙ্গে তাঁর আলাপ হয়। এ সার্গুনামের দুটি ছবির সহকারী পরিচালক ছিলেন বিনোথরাজ। দুটি ছবি সহ-পরিচালনা করার পর নিজেই ছবি পরিচালনার কাজের সঙ্গে যুক্ত হয়ে যান। তৈরি করেন 'কোজ়াঙ্গাল'।

2 / 6
মদ্যপ বাবা ও তার পুত্রের গল্প বলে এই ছবি। তাদের জীবন যাত্রার কথা বলে। কীভাবে তারা মা ও বোনকে বাড়ি ফিরিয়ে আনে সেই কথা বলে। একেবারে সাধারণ একটি গল্প। কিন্তু বলে ভারতের কথা, ভারতের রোজনামচার কথা। পরিচালকের নিজের পরিবারে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ছবিটি।

মদ্যপ বাবা ও তার পুত্রের গল্প বলে এই ছবি। তাদের জীবন যাত্রার কথা বলে। কীভাবে তারা মা ও বোনকে বাড়ি ফিরিয়ে আনে সেই কথা বলে। একেবারে সাধারণ একটি গল্প। কিন্তু বলে ভারতের কথা, ভারতের রোজনামচার কথা। পরিচালকের নিজের পরিবারে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ছবিটি।

3 / 6
আর আগে নেদারল্যান্ডসে পালিত রোথারডামের ৫০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টাইগার অ্যাওয়ার্ড জিতেছে ‘কোজ়াঙ্গাল’।

আর আগে নেদারল্যান্ডসে পালিত রোথারডামের ৫০তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টাইগার অ্যাওয়ার্ড জিতেছে ‘কোজ়াঙ্গাল’।

4 / 6
কলকাতার একটি ঐতিহাসিক সিনেমা হল বিজলীতে বিগত কয়েকদিন ধরে চলে মনোনয়নের কাজ। ১৪টি ছবি জমা পড়েছিল এবার। ১৫জন জুরি সদ্য মিলে ছবিগুলি দেখে ঠিক করেন ‘কোজ়াঙ্গাল’কেই তাঁরা পাঠাবেন ২০২২ সালের অস্কারের জন্য। ১৪টি হিন্দি ও আঞ্চলিক ভাষার ছবির মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। মনোনয়নের জন্য বাছাই পর্বে ছিল ৫টি হিন্দি ছবি। যেমন ‘শেরশাহ’, ‘কাগাজ়’, ‘তুফান’, ‘সর্দার উধাম’ ও ‘শেরনি’। ৯টি আঞ্চলিক ভাষার ছবির মধ্যে ছিল ম্যান্ডেলা (তামিল), ‘আতা ভেল জ়ালি’ (মারাঠি), ‘কোজ়াঙ্গাল’ (তামিল), ‘ব্রিজ’ (অহমিয়া), ‘চেল্লো শো’ (গুজরাটি), ‘গোদাভরী’ (মারাঠি), ‘কারখানিসাঞ্চি ওয়াড়ি’ (মারাঠি), ‘নায়াট্টু’ (মালায়ালাম) ও ‘লয়লা অউর সাত গীত’ (গোজরি)।

কলকাতার একটি ঐতিহাসিক সিনেমা হল বিজলীতে বিগত কয়েকদিন ধরে চলে মনোনয়নের কাজ। ১৪টি ছবি জমা পড়েছিল এবার। ১৫জন জুরি সদ্য মিলে ছবিগুলি দেখে ঠিক করেন ‘কোজ়াঙ্গাল’কেই তাঁরা পাঠাবেন ২০২২ সালের অস্কারের জন্য। ১৪টি হিন্দি ও আঞ্চলিক ভাষার ছবির মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। মনোনয়নের জন্য বাছাই পর্বে ছিল ৫টি হিন্দি ছবি। যেমন ‘শেরশাহ’, ‘কাগাজ়’, ‘তুফান’, ‘সর্দার উধাম’ ও ‘শেরনি’। ৯টি আঞ্চলিক ভাষার ছবির মধ্যে ছিল ম্যান্ডেলা (তামিল), ‘আতা ভেল জ়ালি’ (মারাঠি), ‘কোজ়াঙ্গাল’ (তামিল), ‘ব্রিজ’ (অহমিয়া), ‘চেল্লো শো’ (গুজরাটি), ‘গোদাভরী’ (মারাঠি), ‘কারখানিসাঞ্চি ওয়াড়ি’ (মারাঠি), ‘নায়াট্টু’ (মালায়ালাম) ও ‘লয়লা অউর সাত গীত’ (গোজরি)।

5 / 6
উৎসবের সভাপতি সাঝি করুণ বলেছেন, "“সিনেমার নিজস্ব ভাষা থাকে। অনেককিছু না বলেও অনেক কিছু বোঝাতে পেরেছে এই ছবি। ছোট একটি ছবি। এর সিনেম্যাটিগ্রাফি, ভাষা সবটাই ভারতীয় আবেগকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এই ছবির মাধ্যমে খুব সহজেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়া যায়।"

উৎসবের সভাপতি সাঝি করুণ বলেছেন, "“সিনেমার নিজস্ব ভাষা থাকে। অনেককিছু না বলেও অনেক কিছু বোঝাতে পেরেছে এই ছবি। ছোট একটি ছবি। এর সিনেম্যাটিগ্রাফি, ভাষা সবটাই ভারতীয় আবেগকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে। এই ছবির মাধ্যমে খুব সহজেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়া যায়।"

6 / 6
Follow Us: