Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Comparisons: আলিয়া পেলেন স্মিতা পাটিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড, প্রয়াত অভিনেত্রীর সঙ্গে বাবা মহেশ ভাট আগেই তুলনা করেছেন কন্যার

Smita Patil-Alia Bhatt: স্মিতা পাটিল ছিলেন ভারতীয় সিনেমার দুর্দান্ত এক তারকা। তাঁর মতো দাপুটে অভিনেত্রী খুব কমই এসেছেন ইন্ডাস্ট্রিতে।

| Edited By: | Updated on: Sep 20, 2022 | 6:46 PM
সম্প্রতি সেরা অভিনেত্রী হিসেবে স্মিতা পাটিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন আলিয়া ভাট। কিন্তু আপনি জানেন কি, কিছু বছর আগে আলিয়ার বাবা পরিচালক মহেশ ভাট মেয়ের তুলনা করেছিলেন স্মিতার সঙ্গে।

সম্প্রতি সেরা অভিনেত্রী হিসেবে স্মিতা পাটিল মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন আলিয়া ভাট। কিন্তু আপনি জানেন কি, কিছু বছর আগে আলিয়ার বাবা পরিচালক মহেশ ভাট মেয়ের তুলনা করেছিলেন স্মিতার সঙ্গে।

1 / 5
২০১৬ সালে পিটিআইকে মহেশ বলেছিলেন, "নতুন সূর্য ও নতুন এনার্জির এসেছে। নতুন ভাবে শুরু হয়েছে সব কিছু। আমাকে এই কথা আজ বলতেই হচ্ছে। এই সময় দাঁড়িয়ে অনেকবেশি অভিনেতাদের দেখতে পাচ্ছি আমি। সেই তালিকায় রয়েছেন কিছু আঞ্চলিক ও প্যারালাল ছবির অভিনেতা। আমার কন্যা আলিয়াও সেই তালিকায় আছে। এঁরা সকলেই সেই রাস্তা দিয়ে হাঁটছেন, যে রাস্তা দিয়ে স্মিতা হেঁটে গিয়েছিলেন বহু বছর আগে। তিনি বাণিজ্যিক ও প্যারালাল, দুই ধরনের ছবিতেই অভিনয় করতে পারতেন। তাঁকে কোনওদিনও একঘেয়ে বলে মনে হয়নি।"

২০১৬ সালে পিটিআইকে মহেশ বলেছিলেন, "নতুন সূর্য ও নতুন এনার্জির এসেছে। নতুন ভাবে শুরু হয়েছে সব কিছু। আমাকে এই কথা আজ বলতেই হচ্ছে। এই সময় দাঁড়িয়ে অনেকবেশি অভিনেতাদের দেখতে পাচ্ছি আমি। সেই তালিকায় রয়েছেন কিছু আঞ্চলিক ও প্যারালাল ছবির অভিনেতা। আমার কন্যা আলিয়াও সেই তালিকায় আছে। এঁরা সকলেই সেই রাস্তা দিয়ে হাঁটছেন, যে রাস্তা দিয়ে স্মিতা হেঁটে গিয়েছিলেন বহু বছর আগে। তিনি বাণিজ্যিক ও প্যারালাল, দুই ধরনের ছবিতেই অভিনয় করতে পারতেন। তাঁকে কোনওদিনও একঘেয়ে বলে মনে হয়নি।"

2 / 5
তবে ছবির ব্যবসায় যে তার বিন্দু মাত্র প্রভাব পড়েনি, সে প্রমাণ মিলেছে ইতিমধ্যেই। মাত্র ১০ দিনেই এই ছবি পেড়িয়েছে ৩০০ কোটির ব্যবসা। ফলে ব্রহ্মাস্ত্র ২ ঘিরে এখন বেশ আশাবাদী টিম।

তবে ছবির ব্যবসায় যে তার বিন্দু মাত্র প্রভাব পড়েনি, সে প্রমাণ মিলেছে ইতিমধ্যেই। মাত্র ১০ দিনেই এই ছবি পেড়িয়েছে ৩০০ কোটির ব্যবসা। ফলে ব্রহ্মাস্ত্র ২ ঘিরে এখন বেশ আশাবাদী টিম।

3 / 5
এরই মাঝে ছবি নিয়ে নেগেটিভিটির প্রসঙ্গে মুখ খুলতে শোনা যায় আলিয়া ভাটকে। তাঁর কথায়, তিনি ভীষণ পজেটিভ। ছবি নিয়ে নেগেটিভিটিতে বিশ্বাসী নন তিনি। আলিয়া ভাট আরও জানান যে তিনি ছবির সমালোচনায় বিশ্বাসী, তবে ছবি ঘিরে নেগেটিভিটি ছড়ানোতে বিশ্বাসী নন।

এরই মাঝে ছবি নিয়ে নেগেটিভিটির প্রসঙ্গে মুখ খুলতে শোনা যায় আলিয়া ভাটকে। তাঁর কথায়, তিনি ভীষণ পজেটিভ। ছবি নিয়ে নেগেটিভিটিতে বিশ্বাসী নন তিনি। আলিয়া ভাট আরও জানান যে তিনি ছবির সমালোচনায় বিশ্বাসী, তবে ছবি ঘিরে নেগেটিভিটি ছড়ানোতে বিশ্বাসী নন।

4 / 5
স্মিতা পাটিল ছিলেন ভারতীয় সিনেমার দুর্দান্ত এক তারকা। তাঁর মতো দাপুটে অভিনেত্রী খুব কমই এসেছেন ইন্ডাস্ট্রিতে। কিন্তু বড্ড তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন স্মিতা। যদিও তাঁর কাজ মানুষের মনে আজও থেকে গিয়েছে।

স্মিতা পাটিল ছিলেন ভারতীয় সিনেমার দুর্দান্ত এক তারকা। তাঁর মতো দাপুটে অভিনেত্রী খুব কমই এসেছেন ইন্ডাস্ট্রিতে। কিন্তু বড্ড তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন স্মিতা। যদিও তাঁর কাজ মানুষের মনে আজও থেকে গিয়েছে।

5 / 5
Follow Us: