Bhaifota 2022: প্রসেনজিৎ থেকে রাজ, শাশ্বত; এক ঝলকে দেখে নিন তারকাদের ভাইফোঁটা কেমন কাটল…

Tollywood Bhaifota: এক ঝলকে দেখে দিন তারকারা কে কেমনভাবে পালন করলেন ভাইফোঁটার উৎসব।

| Edited By: | Updated on: Oct 27, 2022 | 10:17 PM
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় -  আজ ছিল ভাইফোঁটা। ঘরে-ঘরে পালিত হয়েছে আনন্দ উৎসব। সেলেবরাও বাদ যাননি কেউ। প্রতিবারের মতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও তাঁর বালিগঞ্জ ফারির বাড়ি 'উৎসব'-এ পালন করলেন ভাই ফোঁটার উৎসব। বোন পল্লবী সহ আরও অনেকে ফোঁটা দেন প্রসেনজিৎকে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় - আজ ছিল ভাইফোঁটা। ঘরে-ঘরে পালিত হয়েছে আনন্দ উৎসব। সেলেবরাও বাদ যাননি কেউ। প্রতিবারের মতো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও তাঁর বালিগঞ্জ ফারির বাড়ি 'উৎসব'-এ পালন করলেন ভাই ফোঁটার উৎসব। বোন পল্লবী সহ আরও অনেকে ফোঁটা দেন প্রসেনজিৎকে।

1 / 5
শাশ্বত চট্টোপাধ্যায় - তাঁর লেক গার্ডেন্সের বাড়িতে ভাইফোঁটা পালন করলেন শাশ্বত চট্টোপাধ্যায়। অভিনেতার দিদিরা এসেছিলেন ফোঁটা দিতে। নানা ধরনের খাবার ছিল মেনুতে।

শাশ্বত চট্টোপাধ্যায় - তাঁর লেক গার্ডেন্সের বাড়িতে ভাইফোঁটা পালন করলেন শাশ্বত চট্টোপাধ্যায়। অভিনেতার দিদিরা এসেছিলেন ফোঁটা দিতে। নানা ধরনের খাবার ছিল মেনুতে।

2 / 5
রাজ চক্রবর্তী - একজন নয়, দু'জন নয়, রাজ চক্রবর্তীর একাধিক বোন এবং দিদি। তাঁর আর্বানার বাড়িতে ঘটা করে পালিত হল উৎসব। বাবার আনন্দ তাল মিলিয়েছিল ছোট্ট ইউভানও।

রাজ চক্রবর্তী - একজন নয়, দু'জন নয়, রাজ চক্রবর্তীর একাধিক বোন এবং দিদি। তাঁর আর্বানার বাড়িতে ঘটা করে পালিত হল উৎসব। বাবার আনন্দ তাল মিলিয়েছিল ছোট্ট ইউভানও।

3 / 5
সুদীপ্তা চক্রবর্তী - তাঁর ভাই নেই। সুদীপ্তা চক্রবর্তীরা ৩ বোন। কিন্তু তাতে কী! নিজের বাড়িতে কচিকাচাদের সঙ্গে ঘটা করে সুদীপ্তা পালন করলেন ভাইফোঁটার অনুষ্ঠান। সঙ্গে ছিলেন দিদি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী বিদীপ্তা চক্রবর্তীও।

সুদীপ্তা চক্রবর্তী - তাঁর ভাই নেই। সুদীপ্তা চক্রবর্তীরা ৩ বোন। কিন্তু তাতে কী! নিজের বাড়িতে কচিকাচাদের সঙ্গে ঘটা করে সুদীপ্তা পালন করলেন ভাইফোঁটার অনুষ্ঠান। সঙ্গে ছিলেন দিদি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী বিদীপ্তা চক্রবর্তীও।

4 / 5
কৌশনী মুখোপাধ্যায় - বেশ ডাকাবুকো অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। ভাইফোঁটা কাটালেন দাদা এবং ভাইলের সঙ্গে। একাধিক ভাই তাঁর। প্রত্যেকেই এসেছিলেন অভিনেত্রীর কাছে ফোঁটা নিতে।

কৌশনী মুখোপাধ্যায় - বেশ ডাকাবুকো অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। ভাইফোঁটা কাটালেন দাদা এবং ভাইলের সঙ্গে। একাধিক ভাই তাঁর। প্রত্যেকেই এসেছিলেন অভিনেত্রীর কাছে ফোঁটা নিতে।

5 / 5
Follow Us: