Makeup Tips: এই টিপস মেনে মেকআপ করলে এবার আর মাস্কের তলায় স্মাজ হবে না লিপস্টিক
করোনা ভাইরাসের দাপট যে ভাবে ভয়াবহ রূপে বেড়েছে তাতে মাস্ক ছাড়া বাড়ির বাইরে পা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কিন্তু মাস্ক পরলে লিপস্টিক স্মাজের সমস্যা দেখা দেয় অনেকেরই। এবার আর চিন্তা নেই। লিপস্টিক পরার সময় কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, তাহলেই আর মাস্কের নীচে স্মাজ হবে না লিপস্টিক।
Most Read Stories