'নো মাস্ক নো সেল'। মাস্ক ছাড়া কোনও ভাবেই জিনিস বিক্রি বা কেনা যাবে না। করোনা রুখতে পুলিশের এই কর্মসূচিকে সফল করতে মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহরের স্টাইল বাজার এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালাল পুলিশ।
জেলা পুলিশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তরফে এদিন অভিযান চালানো হয় ৷ করোনার তৃতীয় ঢেউয়ের কারণে সকলকে সরকারি বিধিনিষেধ মানতে হবে ৷ অনেক ক্ষেত্রেই নজরে আসছে দোকানে ব্যবসায়ীরা মাস্ক পরছেন না ৷ এমনকী গ্রাহকরাও মাস্ক পরে আসছেন না।
তাই মাস্ক ছাড়া গ্রাহক ও ব্যবসায়ী যাতে না থাকে তার জন্য পুলিশ সচেতন করছেন ৷ পাশাপাশি সাধারণ মানুষ এবং ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে মাস্কও বিতরণ করেন ৷
এদিনের এই অভিযানে হাজির ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ সহ বালুরঘাট থানার পুলিশ। পাশাপাশি করোনা আবহের মধ্যে যারা আইন অমান্য করছেন তাঁদের আটক বা গ্রেফতার করছে পুলিশ।
প্রায় প্রত্যেক দিন গড়ে ২০-র বেশি জনকে গ্রেফতার করা হচ্ছে বলে বালুরঘাটে জানিয়েছেন ডিএসপি হেড কোয়ার্টার।