বালুরঘাট শহরের ২৫ টি ওয়ার্ডের মধ্যেই জেলার প্রায় ৫০ শতাংশ সংক্রিয় রোগী রয়েছে। প্রতিদিন বালুরঘাটেই গড়ে ৩০-৪০ জন নতুন করে সংক্রমিত হচ্ছে বলে জানা গিয়েছে। যার ফলে শহরে বেশি করে টেস্টের উপর জোর দেওয়া হয়েছে। এদিন থেকেই মোবাইল ভ্যানের মাধ্যমে শহরের থানা মোড় ও চকভৃগু বাজার এলাকায় ওই মোবাইল ভ্যানটি পৌঁছায়। সেখানে মাস্কহীনদের পুলিস এদিন গ্রেফতার না করে সোজা র্যাপিড এন্টিজেন টেস্টের করায়। পাশাপাশি প্রথম দিনে বহু ব্যবসায়ী, পথচারী, ও বাসের কর্মীরা টেস্ট করায়। তবে এদিন কাউকেই পজ়িটিভ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। অন্যদিকে, প্রতিদিনই জেলায় হুহু করে করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই বহু আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা পজ়িটিভও হয়েছে। তবে প্রশাসনের কাজ যাতে ব্যহত না ঘটে, তার জন্য জেলার অনেক আধিকারিকরাই আইসোলেশনে ওয়ার্ক ফ্রম হোম করছেন বলে জানা গিয়েছে।