Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GDP of Indian State: কোন রাজ্য সবচেয়ে ‘বড়লোক’, কত নম্বরে পশ্চিমবঙ্গ জানেন

GSDP: গোটা দেশের যেমন জিডিপি পরিমাপ করা হয়, তেমন প্রত্যেক রাজ্যে এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিরও ভিন্ন ভিন্ন জিডিপি হয়। এই জিডিপি-র নিরিখে প্রথম দশে দেশের কোন রাজ্যগুলি রয়েছে তা দেখে নিন।

| Updated on: Dec 22, 2023 | 6:49 PM
কোনও এলাকার অর্থনৈতিক সমৃদ্ধির পরিমাপ করতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (জিডিপি) ব্যবহৃত হয়। গোটা দেশের যেমন জিডিপি পরিমাপ করা হয়, তেমন প্রত্যেক রাজ্যে এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিরও ভিন্ন ভিন্ন জিডিপি হয়। এই জিডিপি-র নিরিখে প্রথম দশে দেশের কোন রাজ্যগুলি রয়েছে তা দেখে নিন।

কোনও এলাকার অর্থনৈতিক সমৃদ্ধির পরিমাপ করতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (জিডিপি) ব্যবহৃত হয়। গোটা দেশের যেমন জিডিপি পরিমাপ করা হয়, তেমন প্রত্যেক রাজ্যে এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিরও ভিন্ন ভিন্ন জিডিপি হয়। এই জিডিপি-র নিরিখে প্রথম দশে দেশের কোন রাজ্যগুলি রয়েছে তা দেখে নিন।

1 / 12
মহারাষ্ট্র: জিডিপির নিরিখে দেশের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। আকারের দিক থেকে তৃতীয় বৃহত্তম এই রাজ্যের গণসংখ্যা ১১.২ কোটি। ২০২৩-২৪ অর্থবর্ষে এর জিএসডিপি (গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট) ৩৮.৭৯ লক্ষ কোটি টাকা।

মহারাষ্ট্র: জিডিপির নিরিখে দেশের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। আকারের দিক থেকে তৃতীয় বৃহত্তম এই রাজ্যের গণসংখ্যা ১১.২ কোটি। ২০২৩-২৪ অর্থবর্ষে এর জিএসডিপি (গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট) ৩৮.৭৯ লক্ষ কোটি টাকা।

2 / 12
তামিলনাড়ু: দক্ষিণ ভারতের এই রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে। এ রাজ্যের জিএসডিপি ২৮.৩ লক্ষ কোটি টাকা। তামিলনাড়ুর জনসংখ্যা প্রায় ৭.২ কোটি।

তামিলনাড়ু: দক্ষিণ ভারতের এই রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে। এ রাজ্যের জিএসডিপি ২৮.৩ লক্ষ কোটি টাকা। তামিলনাড়ুর জনসংখ্যা প্রায় ৭.২ কোটি।

3 / 12
গুজরাট: ৬ কোটি জনসংখ্যার এই রাজ্যে তৃতীয় স্থানে রয়েছে। আয়তনের নিরিখে পঞ্চমে থাকা এ রাজ্যের জিএসডিপি ২৫.৬২ লক্ষ কোটি টাকা।

গুজরাট: ৬ কোটি জনসংখ্যার এই রাজ্যে তৃতীয় স্থানে রয়েছে। আয়তনের নিরিখে পঞ্চমে থাকা এ রাজ্যের জিএসডিপি ২৫.৬২ লক্ষ কোটি টাকা।

4 / 12
কর্নাটক: দক্ষিণ ভারতের এই রাজ্যের জনসংখ্যা ৬.১ কোটি। তথ্য প্রযুক্তির হাব হিসাবে পরিচিত এই রাজ্য রয়েছে চতুর্থ স্থানে।  এর জিএসডিপি ২৫ লক্ষ কোটি টাকা।

কর্নাটক: দক্ষিণ ভারতের এই রাজ্যের জনসংখ্যা ৬.১ কোটি। তথ্য প্রযুক্তির হাব হিসাবে পরিচিত এই রাজ্য রয়েছে চতুর্থ স্থানে। এর জিএসডিপি ২৫ লক্ষ কোটি টাকা।

5 / 12
উত্তর প্রদেশ: ১৯.৯ কোটি জনসংখ্যার উত্তর প্রদেশ রয়েছে দেশের মধ্যে পঞ্চম স্থানে। উত্তর ভারতের এই রাজ্যের জিএসডিপি ২৪.৩৯ লক্ষ কোটি টাকা।

উত্তর প্রদেশ: ১৯.৯ কোটি জনসংখ্যার উত্তর প্রদেশ রয়েছে দেশের মধ্যে পঞ্চম স্থানে। উত্তর ভারতের এই রাজ্যের জিএসডিপি ২৪.৩৯ লক্ষ কোটি টাকা।

6 / 12
পশ্চিমবঙ্গ: আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে ষষ্ঠ স্থানে। এ রাজ্যর জনসংখ্যা ৯.১ কোটি। এ রাজ্যের জিএসডিপি ১৭.১৯ লক্ষ কোটি টাকা।

পশ্চিমবঙ্গ: আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রয়েছে ষষ্ঠ স্থানে। এ রাজ্যর জনসংখ্যা ৯.১ কোটি। এ রাজ্যের জিএসডিপি ১৭.১৯ লক্ষ কোটি টাকা।

7 / 12
রাজস্থান: আয়তনের নিরিখে দেশের বৃহত্তম রাজ্য জিডিপি-র নিরিখে রয়েছে সপ্তম স্থানে। ৬.৮ কোটি জনসংখ্যার এ রাজ্যে জিএসডিপি ১৫.৭ লক্ষ কোটি টাকা।

রাজস্থান: আয়তনের নিরিখে দেশের বৃহত্তম রাজ্য জিডিপি-র নিরিখে রয়েছে সপ্তম স্থানে। ৬.৮ কোটি জনসংখ্যার এ রাজ্যে জিএসডিপি ১৫.৭ লক্ষ কোটি টাকা।

8 / 12
অন্ধ্রপ্রদেশ: ৪.৯ কোটি জনসংখ্যার তেলুলুভাষী রাজ্য অন্ধ্র প্রদেশ। অষ্টম স্থানে থাকা এ রাজ্যের জিএসডিপি ১৪.৪৯ লক্ষ কোটি টাকা।

অন্ধ্রপ্রদেশ: ৪.৯ কোটি জনসংখ্যার তেলুলুভাষী রাজ্য অন্ধ্র প্রদেশ। অষ্টম স্থানে থাকা এ রাজ্যের জিএসডিপি ১৪.৪৯ লক্ষ কোটি টাকা।

9 / 12
তেলঙ্গানা: তেলুগুভাষী এই রাজ্য রয়েছে নবম স্থানে। সাড়ে তিন কোটি জনসংখ্যার এই রাজ্যে জিএসডিপি ১৪ লক্ষ কোটি টাকা।

তেলঙ্গানা: তেলুগুভাষী এই রাজ্য রয়েছে নবম স্থানে। সাড়ে তিন কোটি জনসংখ্যার এই রাজ্যে জিএসডিপি ১৪ লক্ষ কোটি টাকা।

10 / 12
মধ্য প্রদেশ: দশম স্থানে ঠাঁই হয়েছে মধ্য প্রদেশের। ৭.২ কোটি জনসংখ্যার এই রাজ্যের ডিএসডিপি ১৩.৮৭ লক্ষ কোটি টাকা।

মধ্য প্রদেশ: দশম স্থানে ঠাঁই হয়েছে মধ্য প্রদেশের। ৭.২ কোটি জনসংখ্যার এই রাজ্যের ডিএসডিপি ১৩.৮৭ লক্ষ কোটি টাকা।

11 / 12
এর পর ক্রমান্বয়ে রয়েছে কেরল, হরিয়ানা, দিল্লি, ওড়িশা, বিহার, পঞ্জাব, অসম, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, গোয়া।

এর পর ক্রমান্বয়ে রয়েছে কেরল, হরিয়ানা, দিল্লি, ওড়িশা, বিহার, পঞ্জাব, অসম, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, গোয়া।

12 / 12
Follow Us:
বিকাশদারা জমি বেচে সামাল দিয়েছেন: ফিরহাদ
বিকাশদারা জমি বেচে সামাল দিয়েছেন: ফিরহাদ
দশ কাঠা জমির পোস্ত নষ্ট করল পুলিশ!
দশ কাঠা জমির পোস্ত নষ্ট করল পুলিশ!
'একবার মমতা ব্যানার্জীর গানটা গান', সাংবাদিককে বললেন অনুব্রত
'একবার মমতা ব্যানার্জীর গানটা গান', সাংবাদিককে বললেন অনুব্রত
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
নয়া এপিক নম্বর, বাদ যাবে ডুপ্লিকেট এপিক নম্বর
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
'বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল', কেন বললেন বিজেপির রাজ্য সভাপতি?
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
মালামাল করছে এই শেয়ারগুলো, টানা দু'দিন চড়চড়িয়ে বাড়ল বেঞ্চমার্ক সূচক!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
৩ শতাংশের বেশি বেড়েছে নিফটির মিডক্যাপ সূচক, ২.৮ শতাংশ বাড়ল স্মলক্যাপও!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
ভারতে আশার আলো, হুড়মুড়িয়ে পড়ল চিন-জাপান-জার্মানির বাজার!
"আমার কাছে রোগী আগে", দশদিনের 'বেডরেস্ট' ছাড়া কিছু ভাবতেই পারছেন না
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল
সমালোচকদের মধ্যে যাদের বাবার নাম কুণাল, তাঁদের সমস্যা...কী বললেন কুণাল