Hair Oil: এই ভেষজ ৪ তেল দিয়ে চুলের যত্ন নিন, ৭ দিনের মধ্যে পেয়ে যাবেন লম্বা চুল

Hair Care Tips: চুলের খেয়াল রাখার ক্ষেত্রে ভেষজ তেল অপরিহার্য। ভেষজ তেল বাজার থেকে কেনার বদলে আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারেন।

| Edited By: | Updated on: Jan 03, 2023 | 9:45 AM
চুলের যত্ন নিতে হেয়ার স্পা, হেয়ার প্যাক আপনিও নিশ্চয় ব্যবহার করেন। পাশাপাশি ভাল শ্যাম্পু ও কন্ডিশনার রয়েছেই। কিন্তু চুলের খেয়াল রাখার ক্ষেত্রে তেলের কোনও বিকল্প হয় না। তবে, উপকার তখনই মেলে যখন আপনি ভেষজ তেল ব্যবহার করেন।

চুলের যত্ন নিতে হেয়ার স্পা, হেয়ার প্যাক আপনিও নিশ্চয় ব্যবহার করেন। পাশাপাশি ভাল শ্যাম্পু ও কন্ডিশনার রয়েছেই। কিন্তু চুলের খেয়াল রাখার ক্ষেত্রে তেলের কোনও বিকল্প হয় না। তবে, উপকার তখনই মেলে যখন আপনি ভেষজ তেল ব্যবহার করেন।

1 / 7
বাজারচলতি হেয়ার অয়েল যে খুব একটা কার্যকর হয় না, তা কিন্তু নয়। অনেক সময়ই ওই তেলে এমন অনেক রাসায়নিক পণ্য মেশানো থাকে, যা চুল ও স্ক্যাল্পের উপর প্রভাব ফেলতে পারে। এর চেয়ে আপনি বাড়িতেই হেয়ার অয়েল বানিয়ে নিতে পারেন।

বাজারচলতি হেয়ার অয়েল যে খুব একটা কার্যকর হয় না, তা কিন্তু নয়। অনেক সময়ই ওই তেলে এমন অনেক রাসায়নিক পণ্য মেশানো থাকে, যা চুল ও স্ক্যাল্পের উপর প্রভাব ফেলতে পারে। এর চেয়ে আপনি বাড়িতেই হেয়ার অয়েল বানিয়ে নিতে পারেন।

2 / 7
বাড়িতে আপনি জবা ফুলের তেল বানিয়ে নিতে পারেন। জবা ফুল চুলের নানা সমস্যার সমাধান করে দিতে পারে। জবা ফুলে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি ও অন্যান্য মিনারেল রয়েছে যা চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করে।

বাড়িতে আপনি জবা ফুলের তেল বানিয়ে নিতে পারেন। জবা ফুল চুলের নানা সমস্যার সমাধান করে দিতে পারে। জবা ফুলে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন সি ও অন্যান্য মিনারেল রয়েছে যা চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করে।

3 / 7
১০টা জবা ফুল এবং ১০টা জবা ফুলের পাতা নিন। এই দুটো উপকরণ বেটে নিন। এবার পরিমাণ মতো নারকেল তেল নিন। এতে জবা ফুল ও পাতা বাটার মিশ্রণটা নারকেল তেলে মিশিয়ে ফুটিয়ে নিন। তেলের রঙ লাল হতে শুরু করলে নামিয়ে নিন। ঠান্ডা করে জবা ফুলের তেল ব্যবহার করুন।

১০টা জবা ফুল এবং ১০টা জবা ফুলের পাতা নিন। এই দুটো উপকরণ বেটে নিন। এবার পরিমাণ মতো নারকেল তেল নিন। এতে জবা ফুল ও পাতা বাটার মিশ্রণটা নারকেল তেলে মিশিয়ে ফুটিয়ে নিন। তেলের রঙ লাল হতে শুরু করলে নামিয়ে নিন। ঠান্ডা করে জবা ফুলের তেল ব্যবহার করুন।

4 / 7
নারকেল তেলের সঙ্গে কারি পাতা ফুটিয়েও ব্যবহার করতে পারেন। কারি পাতার তেল চুলের অকাল পক্কতা দূর করে দেবে। পাশাপাশি কারি পাতার তেল চুলকে ঘন করতে এবং খুশকি দূর করতে উপযোগী।

নারকেল তেলের সঙ্গে কারি পাতা ফুটিয়েও ব্যবহার করতে পারেন। কারি পাতার তেল চুলের অকাল পক্কতা দূর করে দেবে। পাশাপাশি কারি পাতার তেল চুলকে ঘন করতে এবং খুশকি দূর করতে উপযোগী।

5 / 7
নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের তেল। পেঁয়াজের রস চুলের জন্য দারুণ উপযোগী। পেঁয়াজের পেস্ট থেকে রস বের করে নিন। ওই রস আপনি সরাসরি চুলে লাগাতে পারেন। এছাড়া পেঁয়াজের রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। ছেঁকে ঠান্ডা করে রেখে দিন।

নতুন চুল গজাতে সাহায্য করে পেঁয়াজের তেল। পেঁয়াজের রস চুলের জন্য দারুণ উপযোগী। পেঁয়াজের পেস্ট থেকে রস বের করে নিন। ওই রস আপনি সরাসরি চুলে লাগাতে পারেন। এছাড়া পেঁয়াজের রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিন। ছেঁকে ঠান্ডা করে রেখে দিন।

6 / 7
শীতে আপনি আমলকির তেলও ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সঙ্গে আমলকি ফুটিয়ে নিন। এই তেল এয়ারটাইট কৌটোতে ভরে রেখে দিন। ১০-১৫ দিন আপনি এই আমলকির তেল ব্যবহার করতে পারেন।

শীতে আপনি আমলকির তেলও ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সঙ্গে আমলকি ফুটিয়ে নিন। এই তেল এয়ারটাইট কৌটোতে ভরে রেখে দিন। ১০-১৫ দিন আপনি এই আমলকির তেল ব্যবহার করতে পারেন।

7 / 7
Follow Us: