ঘন কুয়াশায় ঢাকল বাংলা। ডুয়ার্স থেকে কলকাতা। মালদা থেকে হুগলি। ১৫০ মিটারে নেমেছে দমদমের দৃশ্যমানতা। বাঁকুড়ায় দৃশ্যমানতা ২০০ মিটার। দেরিতে চলছে ট্রেন।
ফগ লাইট জ্বালিয়ে যাতায়াত রাস্তায়। বাতাসে প্রচুর জলীয় বাষ্প। উত্তুরে হাওয়া দুর্বল। এই দুই কারণেই বাংলা জুড়ে ঘন কুয়াশা, বলছেন আবহবিদরা। কুয়াশার জেরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকার সম্ভাবনা।
যদিও রাতের পারদ এখনও স্বাভাবিকের উপরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। দিন দু'য়েক পর ঠান্ডা বাড়ার সম্ভাবনা।
বিভিন্ন জায়গায় শীতের সকালে কুয়াশার চাদরের জন্য কমেছে দৃশ্যমানতা। বিভিন্ন জায়গায় ট্রেনও ধীরে চলার খবর পাওয়া যাচ্ছে। সকাল সাড়ে ৮টা বেজে গেলেও কুয়াশায় ৫০ হাতের বেশি দেখা যাচ্ছে না বারাসতের বিভিন্ন জায়গায়। হৃদয়পুর স্টেশনে ট্রেন লাইন পুরো কুয়াশায় ঢেকে রয়েছে। ট্রেনের গতিও শ্লথ।
ডুয়ার্সে কুয়াশার সঙ্গে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। কুয়াশায় ঢাকা জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক, এশিয়ান হাইওয়ে ৪৮। ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে তাপমাত্রা। গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য বারবার প্রচার করছেন ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়াররা।