বোন খুশিকে নিয়ে দুবাইয়ের ডেসার্ট সাফারিতে গিয়েছিলেন জাহ্নবী কাপুর।
সঙ্গে ছিলেন তাঁদের বন্ধু ওরি।
বোনের সঙ্গে ম্যাচিং টপ পরে একাধিক ছবি পোস্ট করেছেন জাহ্নবী।
তাঁর ছবি দেখে কাজ়িন অংশুলা কাপুর আগুনের ইমোটিকন করেছেন পোস্ট।
জাহ্নবীর বেস্টি আলিয়া কাশ্যপ বলেছেন, "ধুম মচালে"।
ছবি শেয়ার করে ক্যাপশনে জাহ্নবী লিখেছে, "ডেসার্টে ডেসার্ট!"