AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soumitra Chattopadhyay: কোথায় সৌমিত্রর প্রথম অভিনয়? কে ছিলেন মৃত্যুঞ্জয় শীল?

সৌমিত্রর অভিনয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কৃষ্ণনগর।

| Edited By: | Updated on: Nov 15, 2021 | 5:56 PM
Share
শিয়ালদহ স্টেশনের কাছে মির্জাপুর স্ট্রিটে (বর্তমানে সূর্য সেন স্ট্রিট) জন্ম সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তবে জীবনের প্রথম ১০ বছর কাটিয়েছেন নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে। সেখানেই তাঁর আলাপ মৃত্যুঞ্জয় শীলের সঙ্গে।

শিয়ালদহ স্টেশনের কাছে মির্জাপুর স্ট্রিটে (বর্তমানে সূর্য সেন স্ট্রিট) জন্ম সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তবে জীবনের প্রথম ১০ বছর কাটিয়েছেন নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে। সেখানেই তাঁর আলাপ মৃত্যুঞ্জয় শীলের সঙ্গে।

1 / 6
সে সময় কৃষ্ণনগরে প্রায় রোজই তৈরি হচ্ছে অগুনতি নাট্য কোম্পানি। তারই একটির সভাপতি ছিলেন সৌমিত্রর ঠাকুরদা। অভিনয় করতেন সৌমিত্র। স্কুলের নাটকে প্রথম পাঠ করেন। স্টেজের প্রতি ভালবাসাও সেখানেই।

সে সময় কৃষ্ণনগরে প্রায় রোজই তৈরি হচ্ছে অগুনতি নাট্য কোম্পানি। তারই একটির সভাপতি ছিলেন সৌমিত্রর ঠাকুরদা। অভিনয় করতেন সৌমিত্র। স্কুলের নাটকে প্রথম পাঠ করেন। স্টেজের প্রতি ভালবাসাও সেখানেই।

2 / 6
তবে স্কুল জীবনের শেষে এসে অভিনেতা হতে চেয়েছিলেন। বন্ধু ছিলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব মৃত্যুঞ্জয় শীল। অনেকটা মৃত্যুঞ্জয়ের কারণেই সৌমিত্রকে আবিষ্কার করতে পেরেছিল বাংলা। মৃত্যুঞ্জয়ের হয়ে একটি নাটকে প্রক্সি দিয়েছিলেন। সেই শুরু।

তবে স্কুল জীবনের শেষে এসে অভিনেতা হতে চেয়েছিলেন। বন্ধু ছিলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব মৃত্যুঞ্জয় শীল। অনেকটা মৃত্যুঞ্জয়ের কারণেই সৌমিত্রকে আবিষ্কার করতে পেরেছিল বাংলা। মৃত্যুঞ্জয়ের হয়ে একটি নাটকে প্রক্সি দিয়েছিলেন। সেই শুরু।

3 / 6
সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র ও নাটকের সংখ্যা প্রচুর। গুনে শেষ করা যাবে না । ফেলুদা থেকে 'চারুলতা', 'অশনি সংকেত'। 'অরণ্যে দিনরাত্রি' থেকে 'অসুখ', 'পারমিতার একদিন', 'বেলাশেষে'।

সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র ও নাটকের সংখ্যা প্রচুর। গুনে শেষ করা যাবে না । ফেলুদা থেকে 'চারুলতা', 'অশনি সংকেত'। 'অরণ্যে দিনরাত্রি' থেকে 'অসুখ', 'পারমিতার একদিন', 'বেলাশেষে'।

4 / 6
 মুক্তির জন্য অপেক্ষায় আছে আরও অনেক ছবি। অনেক ছবিতে কাজ করবেন, পরিকল্পনাও হয়ে গিয়েছিল।

মুক্তির জন্য অপেক্ষায় আছে আরও অনেক ছবি। অনেক ছবিতে কাজ করবেন, পরিকল্পনাও হয়ে গিয়েছিল।

5 / 6
ছবির নাম 'স্ত্রীর কি পত্র'। পরিচালকের আসনে বসেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের 'স্ত্রীর পত্র'র কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল ছবি। তবে কেবল সিনেমা কিংবা পরিচালনাতেই সীমাবদ্ধ ছিল না সৌমিত্রর প্রতিভা। কবিতায়, মঞ্চে, ক্যানভাসে, আবৃত্তিতে ছড়িয়ে সৌমিত্র।

ছবির নাম 'স্ত্রীর কি পত্র'। পরিচালকের আসনে বসেছিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুরের 'স্ত্রীর পত্র'র কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল ছবি। তবে কেবল সিনেমা কিংবা পরিচালনাতেই সীমাবদ্ধ ছিল না সৌমিত্রর প্রতিভা। কবিতায়, মঞ্চে, ক্যানভাসে, আবৃত্তিতে ছড়িয়ে সৌমিত্র।

6 / 6