SA20: ‘বেবি এবি’ থেকে স্যাম কারান, এমআই কেপটাউনে শোভা বাড়াবেন যাঁরা

SA 20 league: নতুন বছরে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার নতুন লিগ। যার নাম এসএ২০ লিগ (South Africa T20 League)। প্রোটিয়াদের নতুন টি২০ লিগের উদ্বোধনী ম্যাচে নিউল্যান্ডস গ্রাউন্ডে ১০ জানুয়ারি মুখোমুখি হতে চলেছে এমআই কেপ টাউন এবং পার্ল রয়্যালস। মুম্বই ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি এমআই কেপটাউনের শোভা বাড়াবেন কোন তারকা ক্রিকেটাররা জানেন?

| Edited By: | Updated on: Jan 05, 2023 | 10:00 AM
এমআই কেপটাউনে মোট ১৮ জন ক্রিকেটার রয়েছেন। যাঁদের মধ্যে ছয় জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। বাকি ১২ জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। এমআই কেপটাউনের অধিনায়কের দায়িত্বে রয়েছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান (Rashid Khan)। আইপিএলে রশিদ খান গত মরসুমে খেলেছিলেন চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সে। এ বার এসএ২০ লিগে মুম্বই ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি কেমন পারফর্ম করতে পারেন, সেটাই দেখার। (ছবি-টুইটার)

এমআই কেপটাউনে মোট ১৮ জন ক্রিকেটার রয়েছেন। যাঁদের মধ্যে ছয় জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। বাকি ১২ জন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। এমআই কেপটাউনের অধিনায়কের দায়িত্বে রয়েছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান (Rashid Khan)। আইপিএলে রশিদ খান গত মরসুমে খেলেছিলেন চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সে। এ বার এসএ২০ লিগে মুম্বই ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি কেমন পারফর্ম করতে পারেন, সেটাই দেখার। (ছবি-টুইটার)

1 / 7
এমআই কেপটাউনের অন্যতম ভরসা হিসেবে রয়েছেন প্রোটিয়া তারকা বোলার কাগিসো রাবাডা (Kagiso Rabada)। আইপিএলে গত মরসুমে তিনি খেলেছিলেন পঞ্জাব কিংসের জার্সিতে। ২০২২ সালে আইপিএলের ১৩টি ম্যাচে খেলে তিনি নিয়েছিলেন ২৩টি উইকেট। প্রোটিয়া তারকা ক্রিকেটার এমআই কেপটাউন দলকে যতটা সমৃদ্ধ করবে, তাঁদের দলের তরুণ ক্রিকেটারদের ততটা উদ্বুদ্ধও করবে। (ছবি-টুইটার)

এমআই কেপটাউনের অন্যতম ভরসা হিসেবে রয়েছেন প্রোটিয়া তারকা বোলার কাগিসো রাবাডা (Kagiso Rabada)। আইপিএলে গত মরসুমে তিনি খেলেছিলেন পঞ্জাব কিংসের জার্সিতে। ২০২২ সালে আইপিএলের ১৩টি ম্যাচে খেলে তিনি নিয়েছিলেন ২৩টি উইকেট। প্রোটিয়া তারকা ক্রিকেটার এমআই কেপটাউন দলকে যতটা সমৃদ্ধ করবে, তাঁদের দলের তরুণ ক্রিকেটারদের ততটা উদ্বুদ্ধও করবে। (ছবি-টুইটার)

2 / 7
দক্ষিণ আফ্রিকার নতুন টি২০ লিগে সে দেশের মোট ১০ জন ক্রিকেটার থাকতেই হবে। এমআই কেপটাউন তাদের দলে বেছে নিয়েছে রসি ভ্যান ডার ডুসেনকে (Rassie van der Dussen)। প্রোটিয়া তারকা ব্যাটার ২০২২ সালে তাঁর আইপিএল অভিষেক হয়। রাজস্থান রয়্য়ালসের জার্সিতে তিনি ৩টি ম্যাচে খেলেছিলেন। এ বার দেখার দেশের মাটিতে নতুন টি২০ লিগে কতটা চমকে দিতে পারেন ডুসেন। (ছবি-টুইটার)

দক্ষিণ আফ্রিকার নতুন টি২০ লিগে সে দেশের মোট ১০ জন ক্রিকেটার থাকতেই হবে। এমআই কেপটাউন তাদের দলে বেছে নিয়েছে রসি ভ্যান ডার ডুসেনকে (Rassie van der Dussen)। প্রোটিয়া তারকা ব্যাটার ২০২২ সালে তাঁর আইপিএল অভিষেক হয়। রাজস্থান রয়্য়ালসের জার্সিতে তিনি ৩টি ম্যাচে খেলেছিলেন। এ বার দেখার দেশের মাটিতে নতুন টি২০ লিগে কতটা চমকে দিতে পারেন ডুসেন। (ছবি-টুইটার)

3 / 7
২০২২ সালটা মোটেও ভালো কাটেনি ইংল্যান্ডের তারকা বোলার জোফ্রা আর্চারের (Jofra Archer)। এরই মধ্যে আর্চার জানান, ২০২৩ সালে নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি তিনি। দীর্ঘদিন মাঠে না নামতে পারার ফলে একটা চাপ তৈরি হয়ে যায় আর্চারের জীবনে। চোট-আঘাত-অস্ত্রোপচারেই বাইশটা কেটে গিয়েছে আর্চারের। আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে কিনেছে বুমরার সঙ্গে জুটি গড়ে দলকে সাফল্য এনে দেওয়ার জন্য। যদিও গত মরসুমে আইপিএলের একটি ম্যাচেও খেলেননি তিনি। জোফ্রাকে এসএ২০ লিগে নিয়েছে মুম্বই টিম। (ছবি-টুইটার)

২০২২ সালটা মোটেও ভালো কাটেনি ইংল্যান্ডের তারকা বোলার জোফ্রা আর্চারের (Jofra Archer)। এরই মধ্যে আর্চার জানান, ২০২৩ সালে নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি তিনি। দীর্ঘদিন মাঠে না নামতে পারার ফলে একটা চাপ তৈরি হয়ে যায় আর্চারের জীবনে। চোট-আঘাত-অস্ত্রোপচারেই বাইশটা কেটে গিয়েছে আর্চারের। আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে কিনেছে বুমরার সঙ্গে জুটি গড়ে দলকে সাফল্য এনে দেওয়ার জন্য। যদিও গত মরসুমে আইপিএলের একটি ম্যাচেও খেলেননি তিনি। জোফ্রাকে এসএ২০ লিগে নিয়েছে মুম্বই টিম। (ছবি-টুইটার)

4 / 7
বর্তমানে ইন্ডিয়ান প্রিমায়ার লিগের সবচেয়ে দামি ক্রিকেটার ইংল্যান্ডের বাঁ হাতি পেসার, স্যাম কারান (Sam Curran)। সেই স্যাম কারান আসন্ন এসএ২০ লিগে রয়েছেন এমআই কেপটাউন দলে। ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস ২০২৩ সালের আইপিএল নিলাম থেকে কিনেছে। স্যামের মতো তারকা দলে থাকা মানে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ ভরসা দেওয়ার বিকল্প রয়েছে। আপাতত ছন্দ ধরে রেখেই এগোচ্ছেন। এমআই কেপটাউনকে দিশা দেখাতে পারেন স্যাম। (ছবি-টুইটার)

বর্তমানে ইন্ডিয়ান প্রিমায়ার লিগের সবচেয়ে দামি ক্রিকেটার ইংল্যান্ডের বাঁ হাতি পেসার, স্যাম কারান (Sam Curran)। সেই স্যাম কারান আসন্ন এসএ২০ লিগে রয়েছেন এমআই কেপটাউন দলে। ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস ২০২৩ সালের আইপিএল নিলাম থেকে কিনেছে। স্যামের মতো তারকা দলে থাকা মানে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ ভরসা দেওয়ার বিকল্প রয়েছে। আপাতত ছন্দ ধরে রেখেই এগোচ্ছেন। এমআই কেপটাউনকে দিশা দেখাতে পারেন স্যাম। (ছবি-টুইটার)

5 / 7
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনও (Liam Livingstone) রয়েছেন দক্ষিণ আফ্রিকার নতুন টি২০ লিগের এমআই কেপটাউন ফ্র্যাঞ্চাইজিতে। লিয়ামের উপস্থিতি দলের তরুণ প্লেয়ারদের উদ্বুদ্ধ করবে। (ছবি-টুইটার)

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনও (Liam Livingstone) রয়েছেন দক্ষিণ আফ্রিকার নতুন টি২০ লিগের এমআই কেপটাউন ফ্র্যাঞ্চাইজিতে। লিয়ামের উপস্থিতি দলের তরুণ প্লেয়ারদের উদ্বুদ্ধ করবে। (ছবি-টুইটার)

6 / 7
একাধিক তারকায় ঠাসা এমআই কেপটাউনে রয়েছেন উঠতি প্রোটিয়া তারকা ডিওয়াল্ড ব্রেভিসও (Dewald Brevis)। আইপিএলে তিনি গত মরসুমে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। সেই সুবাদে রোহিত শর্মা-সূর্যকুমার যাদব-ঈশান কিষাণদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার সুযোগ হয়েছে বেবি এবি-র। এ বার দেশের মাটিতে বছর ১৯-এর ব্রেভিসের নতুন টি২০ লিগে চমক দেখানোর পালা। ফলে এসএ২০ লিগে বাড়তি নজর রাখতে হবে এমআই কেপটাউন দলের ডিওয়াল্ড ব্রেভিসের দিকে। (ছবি-টুইটার)

একাধিক তারকায় ঠাসা এমআই কেপটাউনে রয়েছেন উঠতি প্রোটিয়া তারকা ডিওয়াল্ড ব্রেভিসও (Dewald Brevis)। আইপিএলে তিনি গত মরসুমে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। সেই সুবাদে রোহিত শর্মা-সূর্যকুমার যাদব-ঈশান কিষাণদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার সুযোগ হয়েছে বেবি এবি-র। এ বার দেশের মাটিতে বছর ১৯-এর ব্রেভিসের নতুন টি২০ লিগে চমক দেখানোর পালা। ফলে এসএ২০ লিগে বাড়তি নজর রাখতে হবে এমআই কেপটাউন দলের ডিওয়াল্ড ব্রেভিসের দিকে। (ছবি-টুইটার)

7 / 7
Follow Us: